দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন এক বাংলাদেশি ব্যবসায়ী। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
ব্যবসায়ী নিহত কামরুল ইসলাম (৩৩) ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের করমুল্যাহপুর গ্রামের মান্নান মিয়ার ছেলে। কামরুলের বড় ভাই কামরুজ্জামানের এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
নিহত কামরুলের ভাই মো. কামরুজ্জামান জানান, জীবিকার তাগিদে ১২ বছর আগে দক্ষিণ আফ্রিকা গিয়েছিলেন কামরুল। সেখানে কিছুদিন চাকরি করার পর নিজে দোকান দিয়েছিলেন। দেশে ফেরার কথা ছিল কামরুলের। তাঁর বিয়ের জন্য পাত্রী খোঁজা হচ্ছিল। সম্প্রতি তাঁর পাঠানো টাকায় বাড়িতে নতুন ভবন করেছেন। দেশে ফিরে নতুন ভবনেই ওঠার পরিকল্পনা ছিল তাঁর।
দক্ষিণ আফ্রিকায় থাকা কামরুল ইসলামের স্বজনদের বরাতে কামরুজ্জামান জানান, দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রভিন্সের ভেপেনার শহরে ব্যবসা করতেন কামরুল। বৃহস্পতিবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করার সময় তাঁর দোকানে ডাকাতি করতে আসে দুজন কৃষ্ণাঙ্গ ডাকাত। এই সময় দোকানের নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। একপর্যায়ে দোকানের বাইরে রাখা কামরুলের গাড়িতে আরও নগদ অর্থ আছে ভেবে তাঁকে নিয়ে যায় গাড়ির কাছে। সেখানেই কামরুলের বুকের বাম পাশে গুলি করে। ঘটনাস্থলেই কামরুলের মৃত্যু হয়।
তিনি আরও বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় অবস্থিত আমাদের স্বজনদের সঙ্গে কথা হয়েছে, তাঁর মরদেহ দেশে আনার জন্য প্রস্তুতি চলছে।’ তিনি সরকারের সহযোগিতা কামনা করেন।
ওই বাড়ির বাসিন্দা নিজাম উদ্দিন বলেন, ‘এবার এসে বিয়ে করার কথা। কিন্তু সেই স্বপ্ন ভঙ্গ হয়ে গেল।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আফ্রিকায় নিহতের বিষয়টি আমি জেনেছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে।’
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন এক বাংলাদেশি ব্যবসায়ী। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
ব্যবসায়ী নিহত কামরুল ইসলাম (৩৩) ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের করমুল্যাহপুর গ্রামের মান্নান মিয়ার ছেলে। কামরুলের বড় ভাই কামরুজ্জামানের এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
নিহত কামরুলের ভাই মো. কামরুজ্জামান জানান, জীবিকার তাগিদে ১২ বছর আগে দক্ষিণ আফ্রিকা গিয়েছিলেন কামরুল। সেখানে কিছুদিন চাকরি করার পর নিজে দোকান দিয়েছিলেন। দেশে ফেরার কথা ছিল কামরুলের। তাঁর বিয়ের জন্য পাত্রী খোঁজা হচ্ছিল। সম্প্রতি তাঁর পাঠানো টাকায় বাড়িতে নতুন ভবন করেছেন। দেশে ফিরে নতুন ভবনেই ওঠার পরিকল্পনা ছিল তাঁর।
দক্ষিণ আফ্রিকায় থাকা কামরুল ইসলামের স্বজনদের বরাতে কামরুজ্জামান জানান, দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রভিন্সের ভেপেনার শহরে ব্যবসা করতেন কামরুল। বৃহস্পতিবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করার সময় তাঁর দোকানে ডাকাতি করতে আসে দুজন কৃষ্ণাঙ্গ ডাকাত। এই সময় দোকানের নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। একপর্যায়ে দোকানের বাইরে রাখা কামরুলের গাড়িতে আরও নগদ অর্থ আছে ভেবে তাঁকে নিয়ে যায় গাড়ির কাছে। সেখানেই কামরুলের বুকের বাম পাশে গুলি করে। ঘটনাস্থলেই কামরুলের মৃত্যু হয়।
তিনি আরও বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় অবস্থিত আমাদের স্বজনদের সঙ্গে কথা হয়েছে, তাঁর মরদেহ দেশে আনার জন্য প্রস্তুতি চলছে।’ তিনি সরকারের সহযোগিতা কামনা করেন।
ওই বাড়ির বাসিন্দা নিজাম উদ্দিন বলেন, ‘এবার এসে বিয়ে করার কথা। কিন্তু সেই স্বপ্ন ভঙ্গ হয়ে গেল।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আফ্রিকায় নিহতের বিষয়টি আমি জেনেছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে।’
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে মোবারক হোসেন (৪০) নামের একজন পোশাক কারখানার শ্রমিককে অপহরণ করে জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগে মামলা হয়েছে। বিমানবন্দর থানায় গত বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী মোবারক হোসেন বাদী হয়ে অপহরণ করে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে একটি মামলা করেন...
৩ মিনিট আগেঝালকাঠির রাজাপুর উপজেলার পটুয়াখালী (মীরের হাট) বাজার থেকে চল্লিশ কাউনিয়া পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার রাস্তা সংস্কারে অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মোহাম্মদ বিল্ডার্সের বিরুদ্ধে। রাস্তা নির্মাণে পাথরের পরিবর্তে লাল বালু (সিলেট স্যান্ড) ব্যবহার করায় স্থানীয়রা কাজে বাধা দিয়ে তা বন্ধ ক
২২ মিনিট আগেবরগুনায় ধর্ষণ মামলার বাদী মন্টু দাস হত্যার চার দিনেও খুনিদের শনাক্ত করতে পারেনি পুলিশ। এতে জনমনে ক্ষোভ বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ মানুষ দ্রুত ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
২৪ মিনিট আগেপ্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের মানুষ যথেষ্ট ভাগ্যবান। কারণ তাদের একটি সমুদ্র আছে, যা বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসা করতে উদ্বুদ্ধ করে। আজ শুক্রবার কক্সবাজারে বিআইএএম অডিটোরিয়ামে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন...
৪০ মিনিট আগে