চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
মাঠে মাঠে দোল খাচ্ছে পাকা ধান। কেউ পাকা ধান কাটছেন, কেউ মাড়াই শেষে ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছেন। তবে রমজান ও ঈদ আসন্ন হওয়ায় ঘাটতি রয়েছে শ্রমিকের। এমন অবস্থায় হিমশিম খাচ্ছেন নোয়াখালীর চাটখিলের কৃষকেরা।
কৃষকেরা বলেন, অন্যান্য বছরের মতো এবার দেশের বিভিন্ন এলাকা থেকে ধান কাটা শ্রমিক কম এসেছেন। তবে কয়েকটি এলাকায় হারভেস্টর মেশিন আসার কারণে কিছুটা স্বস্তি পেয়েছেন কৃষকেরা। হারভেস্টর মেশিনের কারণে একেবারে ধান কাটা, ধান মাড়াই এবং ধান বস্তায় ভরা হয়ে যাচ্ছে। এতে খরচ কিছুটা বাড়তি হলেও শ্রমিকের জোগান পূরণ হচ্ছে।
কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার মৌসুমের শুরুতেই বৃষ্টি অনেক কম হয়েছে। খালবিলে পর্যাপ্ত পানি নেই। এমন অবস্থায় পানি দিতে পারেননি কৃষকেরা। জ্বালানি তেলের দাম বেশি হওয়ায় উৎপাদনে বাড়তি খরচ হয়েছে। আগে এক বিঘা জমিতে সেচের খরচ হতো ১ হাজার ৫০০ টাকার মতো। কিন্তু এবার তা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার টাকার ওপরে।
তারা আরও জানান, ধান মাড়াই এবং ধান কাটার শ্রমিক খরচ বেড়েছে গত বছরের চেয়ে অনেক বেশি। এসব কারণে বোরো ধান উৎপাদনের খরচ বেড়েছে।
রাজ্জাকপুর গ্রামের কৃষক কবির হোসেন বলেন, ‘এ বছর বৃষ্টি তেমন ছিল না। গত বছরের চেয়ে এবার সেচ খরচ বেশি হয়েছে। আগাছা নিড়ানি, মাটি কাছলানি, পরিমাণমতো সার-কীটনাশক দিতে গিয়ে ব্যয় বেড়েছে। তবে আমাদের এলাকার প্রতিটি মাঠে এখন পাকা ধান দোল খাচ্ছে। অন্য বছরের তুলনায় ফলন ভালো হয়েছে। মাঠের দিকে চোখ পড়লে মনটা আনন্দে ভরে যায়।’
খালিশপাড়া গ্রামের বর্গাচষি কামাল হোসেন বলেন, ‘সরকার এখনো ধান কেনা শুরু করেনি। গত বছর ১ হাজার ৮০ টাকা মণ হিসেবে ধান কিনেছিল। গতবারের দামে ধান কিনলে আমাদের লোকসান হবে।’
উপজেলা কৃষি কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, হাইব্রিড ধান ও স্থানীয় বিভিন্ন জাতের ধান আবাদ করা হয়েছে উপজেলার প্রায় সব এলাকায়। উপজেলার প্রায় ৩ হাজার কৃষককে সরকারি প্রণোদনার মাধ্যমে সহায়তা দেওয়া হয়েছে। এবার বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ৭০০ হেক্টর জমি। এর মধ্যে আবাদ করা হয়েছে ৭ হাজার ৩০০ হেক্টর জমিতে। ৪ হাজার ৫০০ মেট্রিকটন ধান পাওয়া যেতে পারে বলে আশা তাঁদের।
উপসহকারী কৃষি কর্মকর্তা আরিফ হোসেন বলেন, ‘আমরা গ্রামে গ্রামে কৃষক স্কুল মাঠের মাধ্যমে বিভিন্ন কৃষকদের প্রশিক্ষণ দেওয়ার ফলে গতবারের চেয়ে ভালো উৎপাদন হবে এ বছর।
উপজেলা কৃষি কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, ‘আমরা বোরো ধানের বাম্পার ফলনের আশা করছি, কৃষকের স্বপ্নের সোনালি ফসল ঘরে তোলা শুরু হয়েছে। কৃষি কার্যালয় থেকে ধান কেনার বিষয়ে সরকারের নির্দেশনার আলোকে অচিরেই ঘোষণা দেওয়া হবে।’
মাঠে মাঠে দোল খাচ্ছে পাকা ধান। কেউ পাকা ধান কাটছেন, কেউ মাড়াই শেষে ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছেন। তবে রমজান ও ঈদ আসন্ন হওয়ায় ঘাটতি রয়েছে শ্রমিকের। এমন অবস্থায় হিমশিম খাচ্ছেন নোয়াখালীর চাটখিলের কৃষকেরা।
কৃষকেরা বলেন, অন্যান্য বছরের মতো এবার দেশের বিভিন্ন এলাকা থেকে ধান কাটা শ্রমিক কম এসেছেন। তবে কয়েকটি এলাকায় হারভেস্টর মেশিন আসার কারণে কিছুটা স্বস্তি পেয়েছেন কৃষকেরা। হারভেস্টর মেশিনের কারণে একেবারে ধান কাটা, ধান মাড়াই এবং ধান বস্তায় ভরা হয়ে যাচ্ছে। এতে খরচ কিছুটা বাড়তি হলেও শ্রমিকের জোগান পূরণ হচ্ছে।
কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার মৌসুমের শুরুতেই বৃষ্টি অনেক কম হয়েছে। খালবিলে পর্যাপ্ত পানি নেই। এমন অবস্থায় পানি দিতে পারেননি কৃষকেরা। জ্বালানি তেলের দাম বেশি হওয়ায় উৎপাদনে বাড়তি খরচ হয়েছে। আগে এক বিঘা জমিতে সেচের খরচ হতো ১ হাজার ৫০০ টাকার মতো। কিন্তু এবার তা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার টাকার ওপরে।
তারা আরও জানান, ধান মাড়াই এবং ধান কাটার শ্রমিক খরচ বেড়েছে গত বছরের চেয়ে অনেক বেশি। এসব কারণে বোরো ধান উৎপাদনের খরচ বেড়েছে।
রাজ্জাকপুর গ্রামের কৃষক কবির হোসেন বলেন, ‘এ বছর বৃষ্টি তেমন ছিল না। গত বছরের চেয়ে এবার সেচ খরচ বেশি হয়েছে। আগাছা নিড়ানি, মাটি কাছলানি, পরিমাণমতো সার-কীটনাশক দিতে গিয়ে ব্যয় বেড়েছে। তবে আমাদের এলাকার প্রতিটি মাঠে এখন পাকা ধান দোল খাচ্ছে। অন্য বছরের তুলনায় ফলন ভালো হয়েছে। মাঠের দিকে চোখ পড়লে মনটা আনন্দে ভরে যায়।’
খালিশপাড়া গ্রামের বর্গাচষি কামাল হোসেন বলেন, ‘সরকার এখনো ধান কেনা শুরু করেনি। গত বছর ১ হাজার ৮০ টাকা মণ হিসেবে ধান কিনেছিল। গতবারের দামে ধান কিনলে আমাদের লোকসান হবে।’
উপজেলা কৃষি কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, হাইব্রিড ধান ও স্থানীয় বিভিন্ন জাতের ধান আবাদ করা হয়েছে উপজেলার প্রায় সব এলাকায়। উপজেলার প্রায় ৩ হাজার কৃষককে সরকারি প্রণোদনার মাধ্যমে সহায়তা দেওয়া হয়েছে। এবার বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ৭০০ হেক্টর জমি। এর মধ্যে আবাদ করা হয়েছে ৭ হাজার ৩০০ হেক্টর জমিতে। ৪ হাজার ৫০০ মেট্রিকটন ধান পাওয়া যেতে পারে বলে আশা তাঁদের।
উপসহকারী কৃষি কর্মকর্তা আরিফ হোসেন বলেন, ‘আমরা গ্রামে গ্রামে কৃষক স্কুল মাঠের মাধ্যমে বিভিন্ন কৃষকদের প্রশিক্ষণ দেওয়ার ফলে গতবারের চেয়ে ভালো উৎপাদন হবে এ বছর।
উপজেলা কৃষি কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, ‘আমরা বোরো ধানের বাম্পার ফলনের আশা করছি, কৃষকের স্বপ্নের সোনালি ফসল ঘরে তোলা শুরু হয়েছে। কৃষি কার্যালয় থেকে ধান কেনার বিষয়ে সরকারের নির্দেশনার আলোকে অচিরেই ঘোষণা দেওয়া হবে।’
মৌলভীবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে নানা সীমাবদ্ধতায় শিক্ষাব্যবস্থা বেহাল রূপ ধারণ করেছে। শিক্ষক, শ্রেণিকক্ষ ও আসবাবের সংকটের পাশাপাশি শিক্ষার্থীদের উপস্থিতি নামকাওয়াস্তে। খাতাপত্রে শিক্ষার্থীদের উপস্থিতি দেখালেও বাস্তব চিত্র ভিন্ন।
২ ঘণ্টা আগেতিস্তা সেচ প্রকল্পের পানি ব্যবহারের জন্য কৃষকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, সেচনালা সংস্কারের অজুহাত ও সরকার নির্ধারিত সেচমূল্য না জানার অজ্ঞতাকে কাজে লাগিয়ে স্থানীয় সেচ সমিতি এই বাড়তি টাকা আদায় করছে। এ ছাড়া পানি না পাওয়া ও অসময়ে অতিরিক্ত পানি পাওয়ার অভিযোগ...
২ ঘণ্টা আগেসোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে নিহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য। মঙ্গলবার রাতে একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগার পর কথাকাটাকাটির একপর্যায়ে দুর্বৃত্তরা হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় ঢামেকে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনার তদন্ত করছে।
৪ ঘণ্টা আগেঢাকার মূল সড়কগুলোতে ব্যাটারিচালিত অবৈধ রিকশাগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) অভিযান পরিচালনার সময় বেশ কয়েকটি রিকশা ক্রেন দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। তবে গুঁড়িয়ে দেওয়া তিন রিকশার চালকদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।
৫ ঘণ্টা আগে