Ajker Patrika

লিয়াকত গুলি করার পরও দীর্ঘক্ষণ বেঁচে ছিলেন সিনহা: আদালতে সিফাত

প্রতিনিধি, কক্সবাজার
লিয়াকত গুলি করার পরও দীর্ঘক্ষণ বেঁচে ছিলেন সিনহা: আদালতে সিফাত

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে গতকাল মঙ্গলবার আদালতে সাক্ষ্য দিয়েছেন সাহেদুল ইসলাম সিফাত। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে সাক্ষ্য দেওয়ার সময় মেজর সিনহার সঙ্গী সিফাত আলোচিত এ হত্যাকাণ্ডের বিবরণ দেন। 

আদালতে তিনি বলেন, ঘটনার রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশিচৌকিতে সিনহার গাড়ি থামান পরিদর্শক লিয়াকত আলী। এ সময় সিনহা গাড়ি থেকে হাত উঁচু করে নামার সঙ্গে সঙ্গে লিয়াকত গুলি করেন। এতে তিনি (সিনহা) মাটিতে লুটিয়ে পড়েন। গুলিবিদ্ধ হওয়ার পরও দীর্ঘক্ষণ বেঁচে ছিলেন মেজর সিনহা। 

সিফাত আরও বলেন, ঘটনার কিছুক্ষণ পর ওসি প্রদীপ কুমার দাশ সেখানে পৌঁছে একান্তে লিয়াকতের সঙ্গে কথা বলেন। এ সময় মেজর সিনহা মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। তখন ওসি প্রদীপ তাঁর কাছে গিয়ে প্রচণ্ড গালমন্দ করার একপর্যায়ে প্রথমে বুকের বাম পাশে লাথি মারেন এবং গলায় বুট জুতা দিয়ে চেপে ধরে মৃত্যু নিশ্চিত করেন। 
ঘটনার দিন টেকনাফ থেকে কক্সবাজার ফিরছিলেন মেজর সিনহার সঙ্গে সাহেদুল ইসলাম সিফাত। সিনহা গাড়ি ড্রাইভ করছিলেন। আজ মঙ্গলবার আলোচিত এ মামলার সাক্ষ্যগ্রহণের দ্বিতীয় দিনে বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌস ও ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী সিফাতের সাক্ষ্য গ্রহণ করা হয়। 

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে এ মামলায় আদালতের কার্যক্রম শুরু হলে প্রথমে বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌসকে আসামি পক্ষের আইনজীবীরা মামলার বিভিন্ন বিষয়ে জেরা করেন। 

মামলায় আসামি প্রদীপ কুমার দাশ, লিয়াকত আলী ও লিটন মিয়ার পক্ষে তাঁদের আইনজীবী অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত, সৈকত কান্তি দে এবং অ্যাডভোকেট চন্দন দাশ বাদীকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত জেরা করেন। এরপর হত্যাকাণ্ডে প্রত্যক্ষদর্শী হিসেবে সিনহার সঙ্গী সাহিদুল ইসলাম প্রকাশ সিফাতের সাক্ষ্যগ্রহণ করা হয়। রাত ৮টা পর্যন্ত তাঁর সাক্ষ্যগ্রহণ চলে। 

ওসি প্রদীপ ও লিয়াকতের আইনজীবী অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত দুপুরে সাংবাদিকদের বলেন-‘এই মামলায় এজাহার এবং সাক্ষীর বক্তব্যে যথেষ্ট গরমিল রয়েছে। আমরা আদালতকে তা অবহিত করেছি।’ তিনি বলেন, ‘এই হত্যাকাণ্ডের পর থেকে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে আসামিদের চরিত্র হনন করা হচ্ছে। এতে বিচারের আগেই আসামিদের দোষী সাব্যস্ত করা হচ্ছে।’ ন্যায় বিচারের স্বার্থে এই ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। এর আগে সোমবার সকালে কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌসের সাক্ষ্য প্রদানের মাধ্যমে মেজর সিনহা হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয়। 

উল্লেখ্য, গত বছরের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। 

 এ ঘটনার ৬ দিন পর সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের সাবেক ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলীসহ ৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেন। মামলায় প্রধান আসামি করা হয় লিয়াকত আলীকে। আদালত মামলাটি আমলে নিয়ে র‍্যাবকে তদন্তের দায়িত্ব দেয়। 

এরপর প্রধান আসামি লিয়াকত আলী ও টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাসসহ ৭ পুলিশ সদস্য আদালতে আত্মসমর্পণ করেন। মামলায় ওসি প্রদীপ কুমার দাস ও কনস্টেবল রুবেল শর্মা ছাড়া ১২ জন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ২০২০ সালের ১৩ ডিসেম্বর টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাসসহ ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. খায়রুল ইসলাম। বর্তমানে মামলার ১৫ আসামি কারাগারে রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২২, আহত দেড় শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

৯ লাখ টন চাল কিনবে বাংলাদেশ, আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

পাইলটের মা-বাবাকে বিমানবাহিনীর উড়োজাহাজে নেওয়া হলো ঢাকায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত