Ajker Patrika

রামগড়ে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু 

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৬: ১৬
রামগড়ে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু 

খাগড়াছড়ির রামগড়ে অটোরিকশার ধাক্কায় সাইফুল ইসলাম (১০) নামে এক শিশু মারা গেছে। আজ বুধবার বেলা ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম পৌরসভার কালাডেবা এলাকার মো. আবুল বাসারের ছেলে। 

জানা যায়, সাইফুল ইসলাম তৈছালাপাড়ায় তার খালার বাড়িতে বেড়াতে আসে। ঘুরতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হলে জালিয়াপাড়া থেকে রামগড়গামী দ্রুতগতির একটি অটোরিকশা শিশুটিকে ধাক্কা দেয়। এ সময় সে রাস্তায় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পায়। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে। 

রামগড় থানার উপপরিদর্শক শামসুল আমীন বলেন, শিশু সাইফুল মাথায় গুরুতর আঘাত পাওয়ার কারণে মারা গেছে। 

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক অটোরিকশা ও ড্রাইভারকে আটকের চেষ্টা চলছে।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত