Ajker Patrika

হাতিয়ায় পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ২

প্রতিনিধি, হাতিয়া (নোয়াখালী)
হাতিয়ায় পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ২

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার হরণি ইউনিয়নের চরগাসিয়ায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ২টি পিস্তল, ৩ রাউন্ড কার্তুজ, ৩টি মোবাইল ও নগদ সাড়ে সাত টাকা জব্দ করা হয়। গ্রেপ্তাররা উপকূলীয় অঞ্চলে ডাকাতি করত বলে জানিয়েছে র‌্যাব।

আজ বৃহস্পতিবার সকালে তাদের কারাগারে পাঠানো হয়েছে। আটকেরা হলেন, লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরগজারিয়া এলাকার আবুল কালামের ছেলে ইব্রাহিম (৩৭) ও হাতিয়ার শূণ্যেরচরের আব্দুল হকের ছেলে সোহরাব হোসেন (৩২)।

র‌্যাব-১১, সিপিসি-৩ লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আটক দুজনসহ ৫ থেকে ৬ জনের একটি দল ডাকাতি করার উদ্দেশে অস্ত্রসহ চরগাসিয়ার বারআউলিয়া বাজারে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে বুধবার ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অস্ত্র ও গুলিসহ দুজনকে আটক করা হয়।

মো. শামীম হোসেন জানান, আটক আন্তজেলা ডাকাত দলের সদস্যরা উপক‚ লের হাতিয়া, রামগতি এলাকার লোকজনকে ভয়ভীতি, খুন, চাঁদাবাজি, নৌ-ডাকাতি, অপহরণ করত। অস্ত্র ও ডাকাতির প্রস্তুতির ঘটনায় তাঁদের বিরুদ্ধে হাতিয়া থানায় মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

র‍্যাবের গুলিতে নিহত কলেজছাত্র সিয়াম মাদক কারবারি নয়, দাবি পরিবারের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত