রাসেল মাহমুদ, ঢাকা
অপরাধবিষয়ক সাংবাদিকতার কারণে আমাকে মাঝেমধ্যে হতাহতদের বিষয়ে খোঁজ নিতে হাসপাতালে যেতে হয়। তবে জুলাই-আগস্ট অভ্যুত্থানের সময় এ কাজটি করার অভিজ্ঞতা ছিল ভিন্ন রকম। আহতদের আর্তচিৎকার এবং স্বজন বা আন্দোলনের সহকর্মীদের আহাজারির মধ্যে নিজেকে স্বাভাবিক রেখে তথ্যের সত্যতা নিশ্চিত করতে হয়েছে। ১৮ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত এই তথ্য সংগ্রহের কাজটা ছিল বেশ কঠিন।
৫ আগস্ট সকালে বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাই। গিয়ে দেখি, এরই মধ্যে কয়েকজন আহতকে নিয়ে আসা হয়েছে। জরুরি বিভাগের হিসাব অনুযায়ী সকাল ১০টা ৫২ মিনিট পর্যন্তই আন্দোলনে আহত ৪০ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। বেলা সাড়ে ১১টার পর রাজধানীর কাজলা এলাকা থেকে দুটি অজ্ঞাতনামা গুলিবিদ্ধ মরদেহ আনা হয়। রাজধানীর উত্তরা, মিরপুরসহ আরও কিছু এলাকা থেকেও গুলিবিদ্ধ কয়েকটি লাশ আসে।
এরই মধ্যে চানখাঁরপুল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের সামনে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। সেখানে রাকিব হোসেন (২২) নামের সাউথইস্ট ইউনিভার্সিটির এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হলে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের নতুন ভবনের সামনের গেটে শিক্ষার্থীরা বিক্ষোভ করতে থাকেন।
বেলা ২টা পর্যন্ত ১০-১২টি গুলিবিদ্ধ মৃতদেহ আসে। হতাহতদের পরিবারের সদস্যদের কান্নায় ভারী হয়ে ওঠে হাসপাতালের জরুরি বিভাগের বাতাস। বেলা ২টার কিছুক্ষণ পর খবর পাওয়া যায়, সেনাপ্রধান জাতির উদ্দেশে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেবেন। এই খবর পেয়ে জরুরি বিভাগের সামনেই ছয়-সাতজন তরুণ কৃতজ্ঞতায় সিজদা দিতে থাকেন। তবে সেনাপ্রধানের ভাষণের সময় পিছিয়ে যায়। আবার শুরু হয় উৎকণ্ঠা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবন্ধন নথি ও মর্গের তথ্য অনুযায়ী, ৫ আগস্ট ৪০টির বেশি মৃত্যুর তথ্য পাওয়া যায়।
অপরাধবিষয়ক সাংবাদিকতার কারণে আমাকে মাঝেমধ্যে হতাহতদের বিষয়ে খোঁজ নিতে হাসপাতালে যেতে হয়। তবে জুলাই-আগস্ট অভ্যুত্থানের সময় এ কাজটি করার অভিজ্ঞতা ছিল ভিন্ন রকম। আহতদের আর্তচিৎকার এবং স্বজন বা আন্দোলনের সহকর্মীদের আহাজারির মধ্যে নিজেকে স্বাভাবিক রেখে তথ্যের সত্যতা নিশ্চিত করতে হয়েছে। ১৮ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত এই তথ্য সংগ্রহের কাজটা ছিল বেশ কঠিন।
৫ আগস্ট সকালে বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাই। গিয়ে দেখি, এরই মধ্যে কয়েকজন আহতকে নিয়ে আসা হয়েছে। জরুরি বিভাগের হিসাব অনুযায়ী সকাল ১০টা ৫২ মিনিট পর্যন্তই আন্দোলনে আহত ৪০ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। বেলা সাড়ে ১১টার পর রাজধানীর কাজলা এলাকা থেকে দুটি অজ্ঞাতনামা গুলিবিদ্ধ মরদেহ আনা হয়। রাজধানীর উত্তরা, মিরপুরসহ আরও কিছু এলাকা থেকেও গুলিবিদ্ধ কয়েকটি লাশ আসে।
এরই মধ্যে চানখাঁরপুল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের সামনে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। সেখানে রাকিব হোসেন (২২) নামের সাউথইস্ট ইউনিভার্সিটির এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হলে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের নতুন ভবনের সামনের গেটে শিক্ষার্থীরা বিক্ষোভ করতে থাকেন।
বেলা ২টা পর্যন্ত ১০-১২টি গুলিবিদ্ধ মৃতদেহ আসে। হতাহতদের পরিবারের সদস্যদের কান্নায় ভারী হয়ে ওঠে হাসপাতালের জরুরি বিভাগের বাতাস। বেলা ২টার কিছুক্ষণ পর খবর পাওয়া যায়, সেনাপ্রধান জাতির উদ্দেশে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেবেন। এই খবর পেয়ে জরুরি বিভাগের সামনেই ছয়-সাতজন তরুণ কৃতজ্ঞতায় সিজদা দিতে থাকেন। তবে সেনাপ্রধানের ভাষণের সময় পিছিয়ে যায়। আবার শুরু হয় উৎকণ্ঠা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবন্ধন নথি ও মর্গের তথ্য অনুযায়ী, ৫ আগস্ট ৪০টির বেশি মৃত্যুর তথ্য পাওয়া যায়।
এক সপ্তাহের মধ্যে চট্টগ্রাম বন্দরের বর্ধিত মাশুল নিয়ে সমস্যার সমাধান না হলে চট্টগ্রাম বন্দর বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে পোর্ট ইউজার্স ফোরাম। চট্টগ্রাম বন্দরে বিভিন্ন সেবায় ‘অযৌক্তিক ও অতিরিক্ত’ মাশুল আরোপের প্রতিবাদে শনিবার (১৮ অক্টোবর) দুপুরে নগরীর নেভি কনভেনশন হলে পোর্ট ইউজার্স
১৪ মিনিট আগেবাগেরহাটের ফকিরহাট উপজেলায় হঠাৎ ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সেপ্টেম্বর মাস থেকে ফকিরহাটে ডেঙ্গুজ্বরের সংক্রমণ বাড়তে শুরু করে। গত ১০ দিনে ডেঙ্গু আক্রান্ত ২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। মারা গেছেন এক নারী। উন্নত চিকিৎসার ব্যবস্থা না থাকায় অনেক রোগীকে
২৩ মিনিট আগেকক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের কলাতলী মোড়ে অবস্থিত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ইউনিভার্সিটি ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।
২৫ মিনিট আগেহজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ফ্লাইট বন্ধ রয়েছেন। এতে চরম দুর্ভোগে পড়েছেন প্রবাসী যাত্রী ও তাঁদের স্বজনরা।
৪০ মিনিট আগে