Ajker Patrika

চাঁদপুরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ গৃহবধূর মৃত্যু, পাঁচজন হাসপাতালে

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে গ্যাসের পাইপে লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মারা যাওয়া গৃহবধূ খাদিজা আক্তারের ভাইয়ের সঙ্গে দুই শিশুসন্তান। ছবি: সংগৃহীত
চাঁদপুরে গ্যাসের পাইপে লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মারা যাওয়া গৃহবধূ খাদিজা আক্তারের ভাইয়ের সঙ্গে দুই শিশুসন্তান। ছবি: সংগৃহীত

চাঁদপুরে গ্যাসের পাইপে ছিদ্র (লিকেজ) থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে একই পরিবারের দগ্ধ ছয়জনের মধ্য একজন মারা গেছেন। তাঁর নাম খাদিজা আক্তার (৩২)। ঘটনার পাঁচ দিন পর আজ শুক্রবার দুপুরে ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

একই ঘটনায় দগ্ধ অপর পাঁচ একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁরা হলেন আব্দুর রহমান সরদার (৭০), তাঁর স্ত্রী শাহানুর বেগম (৬০), বড় ছেলে ইমাম হোসেন সরদার (৪০), মেজো ছেলের স্ত্রী নিপা আক্তার (২৬) ও ছোট ছেলে মহিন (১৮)।

মারা যাওয়া খাদিজা আক্তার ইমাম হোসেন সরদারের স্ত্রী। তাঁদের মাইমুনা আক্তার মুনা (৮) ও মাইদুল ইসলাম খালিদ (৩) নামের দুই সন্তান রয়েছে।

খাদিজার মৃত্যুর তথ্য নিশ্চিত করেন ইমাম হোসেন সরদারের ফুপাতো ভাই মাহমুদুল হাসান জীবন।

মাহমুদুল হাসান জীবন বলেন, ‘গত ৯ মার্চ সেহরির সময় শহরের কোড়ালিয়া এলাকায় আমার মামার বাড়িতে গ্যাস লাইনে লিকেজ থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে একই পরিবারের ছয়জন দগ্ধ হন। পর্যায়ক্রমে সবাইকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা পাঠানো হয়। সেখানে আহতদের মধ্যে মামাতো ভাই ইমাম হোসেনের স্ত্রী খাদিজার অবস্থা বেশি আশঙ্কাজনক ছিল। মূলত গ্যাসের চুলা তিনি জ্বালাতে গিয়েছিলেন। পাঁচ দিন চিকিৎসারত থেকে তিনি মারা যান। তাঁর মৃত্যুর খবর শুনে পরিবারের অন্য সদস্যরা আরও অসুস্থ হয়ে পড়েছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত