কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের কর্ণফুলীতে সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধারের ঘটনায় করা মামলায় দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার বিকেলে চট্টগ্রামের প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ কামাল হোসেন শিকদারের আদালত এই রায় দেন।
চট্টগ্রামের কর্ণফুলীতে প্রায় দুই বছর আগে মাদকের বড় ডিলার হতে গিয়ে সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় মামলায় দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার বিকেলে চট্টগ্রামের প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ কামাল হোসেন শিকদারের আদালত এই রায় দেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, কর্ণফুলী উপজেলার বড়উঠান শাহমীরপুর উজির খান চৌধুরী বাড়ির মো. আজম উদ্দিন চৌধুরী (২৬) ও মো. রুবেল হোসেন (৩০)।
আদালতের বেঞ্চ সহকারী নাছির উদ্দীন এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ২ লাখ ৪ হাজার ৯০০ ইয়াবা উদ্ধারের মামলায় ছয়জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আজম উদ্দিন চৌধুরী ও রুবেল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।
রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁদের সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানো হয়।
মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৭ সেপ্টেম্বর ভোরে র্যাবের একটি দল কর্ণফুলীর শাহমীরপুর বাদামতলা এলাকার উজির খান চৌধুরীর বাড়ির একটি টিনশেড গুদাম থেকে ওই দুজনকে গ্রেপ্তার করে। পরে তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী, বাড়ির পাশে একটি গুদাম ঘরের মাটির নিচে লুকিয়ে রাখা অবস্থায় ২ লাখ ২০ হাজার ইয়াবা এবং পানির নিচে বিশেষ কায়দায় পলিব্যাগে লুকিয়ে রাখা অবস্থায় দুটি ওয়ান শুটারগান ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
র্যাব তখন জানিয়েছিল, গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে সাগর পথে মিয়ানমার থেকে সরবরাহকারী সিন্ডিকেটের মাধ্যমে মাদক সংগ্রহ করে তা চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে খুচরা ও পাইকারিভাবে বিক্রি করে।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে কর্ণফুলী থানায় মাদক ও অস্ত্র উদ্ধারের পৃথক দুটি মামলা করে। তদন্ত শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করলে ২০২৩ সালের ১২ জুলাই বিচারকাজ শুরু হয়ে গতকাল রায় হয়। অস্ত্র মামলাটি পৃথক আদালতে বিচারাধীন।
চট্টগ্রামের কর্ণফুলীতে সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধারের ঘটনায় করা মামলায় দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার বিকেলে চট্টগ্রামের প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ কামাল হোসেন শিকদারের আদালত এই রায় দেন।
চট্টগ্রামের কর্ণফুলীতে প্রায় দুই বছর আগে মাদকের বড় ডিলার হতে গিয়ে সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় মামলায় দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার বিকেলে চট্টগ্রামের প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ কামাল হোসেন শিকদারের আদালত এই রায় দেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, কর্ণফুলী উপজেলার বড়উঠান শাহমীরপুর উজির খান চৌধুরী বাড়ির মো. আজম উদ্দিন চৌধুরী (২৬) ও মো. রুবেল হোসেন (৩০)।
আদালতের বেঞ্চ সহকারী নাছির উদ্দীন এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ২ লাখ ৪ হাজার ৯০০ ইয়াবা উদ্ধারের মামলায় ছয়জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আজম উদ্দিন চৌধুরী ও রুবেল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।
রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁদের সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানো হয়।
মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৭ সেপ্টেম্বর ভোরে র্যাবের একটি দল কর্ণফুলীর শাহমীরপুর বাদামতলা এলাকার উজির খান চৌধুরীর বাড়ির একটি টিনশেড গুদাম থেকে ওই দুজনকে গ্রেপ্তার করে। পরে তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী, বাড়ির পাশে একটি গুদাম ঘরের মাটির নিচে লুকিয়ে রাখা অবস্থায় ২ লাখ ২০ হাজার ইয়াবা এবং পানির নিচে বিশেষ কায়দায় পলিব্যাগে লুকিয়ে রাখা অবস্থায় দুটি ওয়ান শুটারগান ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
র্যাব তখন জানিয়েছিল, গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে সাগর পথে মিয়ানমার থেকে সরবরাহকারী সিন্ডিকেটের মাধ্যমে মাদক সংগ্রহ করে তা চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে খুচরা ও পাইকারিভাবে বিক্রি করে।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে কর্ণফুলী থানায় মাদক ও অস্ত্র উদ্ধারের পৃথক দুটি মামলা করে। তদন্ত শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করলে ২০২৩ সালের ১২ জুলাই বিচারকাজ শুরু হয়ে গতকাল রায় হয়। অস্ত্র মামলাটি পৃথক আদালতে বিচারাধীন।
ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শনাক্ত ৮ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় দগ্ধ ও আহত আরও দেড় শতাধিক চিকিৎসাধীন আছে।
৪ ঘণ্টা আগেনিম্নচাপ কেটে গেছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকলেও থেমেছে ভারী বর্ষণ। তবে উজানে ভারতের ত্রিপুরায় ভারী বর্ষণ হচ্ছে। এতে বাড়ছে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি। উজানের সেই ঢলে আবার ডুবছে ফেনী। একাধিক ভাঙা বাঁধ দিয়ে গতকাল সোমবার সকাল থেকেই লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে।
৫ ঘণ্টা আগে‘মাদ্রাসা থেকে ফিরলেই বাবা কোলে তুলে নিত, আদর করত, টাকা দিত। রাতে বাবার গা ঘেঁষে ঘুমাতাম। এখন আর কেউ আমাকে বাবার মতো আদর করে না। বাবাকে অনেক মিস করি।’ ফুঁপিয়ে ফুঁপিয়ে কথাগুলো বলছিল সাত বছরের তাইবা খাতুন। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে অংশ নিয়ে পুলিশের গুলিতে শহীদ হন তাঁর বাবা ইয়াহিয়া আলী।
৫ ঘণ্টা আগেভাগাড় উঁচু হয়ে গেছে পাহাড়ের সমান। সেখানে আর বর্জ্য ফেলার জায়গা নেই। ফলে রাজশাহী শহরের শত শত টন বর্জ্য প্রতিদিনই এলোমেলোভাবে ফেলা হচ্ছে সড়কের পাশে, কৃষিজমিতে এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনেও। এসব বর্জ্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশ বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।
৫ ঘণ্টা আগে