লক্ষ্মীপুর ও রায়পুর প্রতিনিধি
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে রায়পুরের খাসেরহাট এলাকায় বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত আরেকজনের মৃত্যু হয়েছে। তিনি বিএনপির কর্মী জসিম উদ্দিন ব্যাপারী। রায়পুর উপজেলার উত্তর চরবংশী ৬ নম্বর ওয়ার্ডের হজল করিম ব্যাপারীর ছেলে তিনি।
জসিম আজ সোমবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে মারা যান বলে পুলিশ জানিয়েছে। সাত দিন আগের এই ঘটনায় এখন পর্যন্ত দুজনের মৃত্যু হলো। গুরুতর অবস্থায় কয়েকজন এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, আজ দুপুরে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জসিম উদ্দিন ব্যাপারী।
গত সোমবার (৭ এপ্রিল) রায়পুর উপজেলার ২ নম্বর চরবংশী ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি ফারুক কবিরাজ ও উপজেলা কৃষক দলের সদস্যসচিব শামীম গাজীর সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দফায় দফায় সংঘর্ষ হয়।
ওই দিন সাইজ উদ্দিন নামে এক বিএনপি কর্মী নিহত হন। এতে অন্তত ১৫ জন আহত হয়। ১৫টি বাড়িঘরে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
ঘটনার তিন দিন পর নিহত সাইজ উদ্দিনের ভাই হানিফ দেওয়ান বাদী হয়ে ১৮৬ জনকে আসামি করে রায়পুর থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক বিএনপি নেতা ফারুক কবিরাজসহ ২৬ জনের নাম উল্লেখ করে আরও ১৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
এদিকে সাইজ উদ্দিন হত্যার মামলার এক আসামি জলিল লস্করকে গ্রেপ্তার করা হয়েছে। ওসি নিজাম জানান, আজ ভোরের দিকে চট্টগ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব।
সংঘর্ষে জড়িত থাকার দায়ে উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ও প্রধান অভিযুক্ত শামীম গাজী, ২ নম্বর চরবংশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মানিক আহাম্মদ তারেকসহ বিএনপি ও সহযোগী সংগঠনের ১৬ নেতাকে বহিষ্কার করা হয়েছে।
আরও পড়ুন:
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে রায়পুরের খাসেরহাট এলাকায় বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত আরেকজনের মৃত্যু হয়েছে। তিনি বিএনপির কর্মী জসিম উদ্দিন ব্যাপারী। রায়পুর উপজেলার উত্তর চরবংশী ৬ নম্বর ওয়ার্ডের হজল করিম ব্যাপারীর ছেলে তিনি।
জসিম আজ সোমবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে মারা যান বলে পুলিশ জানিয়েছে। সাত দিন আগের এই ঘটনায় এখন পর্যন্ত দুজনের মৃত্যু হলো। গুরুতর অবস্থায় কয়েকজন এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, আজ দুপুরে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জসিম উদ্দিন ব্যাপারী।
গত সোমবার (৭ এপ্রিল) রায়পুর উপজেলার ২ নম্বর চরবংশী ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি ফারুক কবিরাজ ও উপজেলা কৃষক দলের সদস্যসচিব শামীম গাজীর সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দফায় দফায় সংঘর্ষ হয়।
ওই দিন সাইজ উদ্দিন নামে এক বিএনপি কর্মী নিহত হন। এতে অন্তত ১৫ জন আহত হয়। ১৫টি বাড়িঘরে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
ঘটনার তিন দিন পর নিহত সাইজ উদ্দিনের ভাই হানিফ দেওয়ান বাদী হয়ে ১৮৬ জনকে আসামি করে রায়পুর থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক বিএনপি নেতা ফারুক কবিরাজসহ ২৬ জনের নাম উল্লেখ করে আরও ১৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
এদিকে সাইজ উদ্দিন হত্যার মামলার এক আসামি জলিল লস্করকে গ্রেপ্তার করা হয়েছে। ওসি নিজাম জানান, আজ ভোরের দিকে চট্টগ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব।
সংঘর্ষে জড়িত থাকার দায়ে উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ও প্রধান অভিযুক্ত শামীম গাজী, ২ নম্বর চরবংশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মানিক আহাম্মদ তারেকসহ বিএনপি ও সহযোগী সংগঠনের ১৬ নেতাকে বহিষ্কার করা হয়েছে।
আরও পড়ুন:
সোমবার ওই এলাকায় বিয়ের দাবিতে এক নারীর অবস্থানকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মকবুল হোসেন আহত হন। পরে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্বজনেরা। তাঁরা জানান, হামলার সময় মকবুলের শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত লাগে।
১৫ মিনিট আগেঅবৈধ অনুপ্রবেশের দায়ে মিয়ানমারে আটক ২০ কিশোর-যুবক দেশে ফিরেছে। প্রায় ২২ মাস কারাবাসের পর আজ মঙ্গলবার সকালে নৌবাহিনীর জাহাজে চট্টগ্রাম বন্দরে পৌঁছায় এসব কিশোর-যুবক। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। জানা গেছে, দেশে ফেরা অধিকাংশই কিশোর। হাতে গোনা দু-একজন যুবক।
২২ মিনিট আগেবাড্ডায় ব্যবসাপ্রতিষ্ঠানের ১৫ লাখ টাকার বেশি চুরির ঘটনায় ১১ লাখ ৬৬ হাজার টাকা উদ্ধার ও তিনজনকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। কর্মচারী মাসুম কাজী ব্যাংকে টাকা জমা না দিয়ে পালিয়ে যান।
২৭ মিনিট আগেমেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে ২০২৩ সালের ২ আগস্ট রাজধানীর শান্তিনগরের বাসা থেকে মেডিকেল ভর্তি কোচিং প্রতিষ্ঠান ‘মেডিকো’র প্রতিষ্ঠাতা ডা. মো. জোবায়দুর রহমান জনিকে তুলে নেয় সিআইডি। পরে সিআইডি সদর দপ্তরে নিয়ে বেধড়ক মারধর করা এবং জনির স্ত্রীকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে চার কোটি টাকা হাতিয়ে নেন
৩২ মিনিট আগে