ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের ফরিদগঞ্জে ঋণের টাকা দিতে না পেরে পল্লী বিদ্যুতের এক কর্মচারী আত্মহত্যা করেছেন। উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের কড়ৈতলী স্বর্ণকার বাড়িতে গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে।
পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তাঁর লিখে যাওয়া একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।
নিহত ব্যক্তির নাম মৃনাল (৬০)। তিনি চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর আওতায় ফরিদগঞ্জ জোনাল অফিসের নিবন্ধিত ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।
মৃণালের ছেলে কলেজপড়ুয়া তমাল বলেন, ‘আমার বাবা পেশায় ইলেকট্রিশিয়ান ছিলেন। তিনি ইলেকট্রিক কাজ করে জীবিকা নির্বাহ করার পাশাপাশি আমার দুই বোনকে বিয়ে দিয়েছেন। আমি ইন্টারে পরীক্ষার্থী। আমার বাবা বেসরকারি ঋণদান সংস্থা এনজিও আশা, ব্র্যাক, বার্ড, কোডেক, ঠেঙামারা, টিএমএস ও প্রত্যাশী এনজিও থেকে ঋণ গ্রহণ করেন। সবগুলো এনজিও ও বিভিন্ন জন থেকে প্রায় ৫ লাখ টাকা ঋণগ্রস্ত ছিলেন তিনি।’
তিনি বলেন, ‘প্রতিদিনের ন্যায় গতকাল রাতে খাবার খেয়ে বাসায় ঘুমিয়ে পড়েন বাবা। ভোররাতে ঘর থেকে বের হয়ে তিনি আর ঘরে ফিরে আসেননি। পরে আমার চাচাতো ভাই সজিবসহ অনেক খোঁজাখুঁজি করে বাড়ির পাশের কামরাঙা গাছে ফাঁস দেওয়াবস্থায় দেখতে পাই। আমাদের ঘরে বাবার পানের বাটাতে বাবার নিজের হাতে লেখা চিরকুটটি দেখতে পাই।’
মৃণাল চিরকুটে লেখেন, ‘আমার মৃত্যুর জন্য আমিই দায়ী, আমি আমার স্ত্রী ও ছেলেমেয়েদের খুবই ভালোবাসি, তাদের ছেড়ে এক রাত্রেও কোথায়ও থাকি নাই। সমিতির টাকা জোগাড় করতে না পেরে আত্মহত্যা করার সিদ্ধান্ত নিলাম। কারণ ঋণের টাকা দিতে না পারলে যে অপমানিত হব, তার চেয়ে মৃত্যুই ভালো।’ চিঠিতে ছেলেমেয়েদের উপদেশ দেন তাঁদের মাকে সম্মান করতে, যত্ন করতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ হোসেন আহমেদ রাজন বলেন, ‘মৃণাল চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর আওতায় ফরিদগঞ্জ জোনাল অফিসের নিবন্ধিত ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। এভাবে তাঁর মৃত্যুর বিষয়টি দুঃখজনক। একজন মানুষ ঋণের কতটুকু মানসিক যন্ত্রণায় থাকলে এভাবে চিরকুট লিখে আত্মহত্যার মতো ঘটনা ঘটায়। বিষয়টি দুঃখজনক। ঋণ গ্রহণ ও দানের ক্ষেত্রে আমাদের আরও সচেতন হতে হবে।’
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, খবর পেয়ে মৃণালের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর পরিবারের কাছ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
চাঁদপুরের ফরিদগঞ্জে ঋণের টাকা দিতে না পেরে পল্লী বিদ্যুতের এক কর্মচারী আত্মহত্যা করেছেন। উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের কড়ৈতলী স্বর্ণকার বাড়িতে গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে।
পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তাঁর লিখে যাওয়া একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।
নিহত ব্যক্তির নাম মৃনাল (৬০)। তিনি চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর আওতায় ফরিদগঞ্জ জোনাল অফিসের নিবন্ধিত ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।
মৃণালের ছেলে কলেজপড়ুয়া তমাল বলেন, ‘আমার বাবা পেশায় ইলেকট্রিশিয়ান ছিলেন। তিনি ইলেকট্রিক কাজ করে জীবিকা নির্বাহ করার পাশাপাশি আমার দুই বোনকে বিয়ে দিয়েছেন। আমি ইন্টারে পরীক্ষার্থী। আমার বাবা বেসরকারি ঋণদান সংস্থা এনজিও আশা, ব্র্যাক, বার্ড, কোডেক, ঠেঙামারা, টিএমএস ও প্রত্যাশী এনজিও থেকে ঋণ গ্রহণ করেন। সবগুলো এনজিও ও বিভিন্ন জন থেকে প্রায় ৫ লাখ টাকা ঋণগ্রস্ত ছিলেন তিনি।’
তিনি বলেন, ‘প্রতিদিনের ন্যায় গতকাল রাতে খাবার খেয়ে বাসায় ঘুমিয়ে পড়েন বাবা। ভোররাতে ঘর থেকে বের হয়ে তিনি আর ঘরে ফিরে আসেননি। পরে আমার চাচাতো ভাই সজিবসহ অনেক খোঁজাখুঁজি করে বাড়ির পাশের কামরাঙা গাছে ফাঁস দেওয়াবস্থায় দেখতে পাই। আমাদের ঘরে বাবার পানের বাটাতে বাবার নিজের হাতে লেখা চিরকুটটি দেখতে পাই।’
মৃণাল চিরকুটে লেখেন, ‘আমার মৃত্যুর জন্য আমিই দায়ী, আমি আমার স্ত্রী ও ছেলেমেয়েদের খুবই ভালোবাসি, তাদের ছেড়ে এক রাত্রেও কোথায়ও থাকি নাই। সমিতির টাকা জোগাড় করতে না পেরে আত্মহত্যা করার সিদ্ধান্ত নিলাম। কারণ ঋণের টাকা দিতে না পারলে যে অপমানিত হব, তার চেয়ে মৃত্যুই ভালো।’ চিঠিতে ছেলেমেয়েদের উপদেশ দেন তাঁদের মাকে সম্মান করতে, যত্ন করতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ হোসেন আহমেদ রাজন বলেন, ‘মৃণাল চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর আওতায় ফরিদগঞ্জ জোনাল অফিসের নিবন্ধিত ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। এভাবে তাঁর মৃত্যুর বিষয়টি দুঃখজনক। একজন মানুষ ঋণের কতটুকু মানসিক যন্ত্রণায় থাকলে এভাবে চিরকুট লিখে আত্মহত্যার মতো ঘটনা ঘটায়। বিষয়টি দুঃখজনক। ঋণ গ্রহণ ও দানের ক্ষেত্রে আমাদের আরও সচেতন হতে হবে।’
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, খবর পেয়ে মৃণালের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর পরিবারের কাছ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বগুড়ার আদমদীঘি উপজেলার দত্তবাড়িয়া গ্রামে পুলিশ অভিযান চালিয়ে ৩২টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
১৬ মিনিট আগেসাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামছুর রহমানের আদালতে জামিন ও ডিভিশনের আবেদন করেন তাঁর আইনজীবীরা। আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে ডিভিশনের আদেশ দেন।
১৮ মিনিট আগেহাফ ভাড়া নিয়ে বিতর্কের জেরে ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী নীলাচল পরিবহনের ৯টি বাস আটকে রেখে পরে ছেড়ে দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে বাস ছেড়ে দেওয়ার সময় টাকা নিয়ে মধ্যস্থতার অভিযোগ উঠেছে।
২০ মিনিট আগেসিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণের ঘটনার দ্রুত বিচার এবং আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে। আজ সোমবার সকালে কলেজের প্রধান ফটকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। এদিকে গত মঙ্গলবার দলবদ্ধ ধর্ষণ মামলার বিচার দ্রুত বিচার
২৩ মিনিট আগে