Ajker Patrika

শাহরাস্তিতে নাতনিকে ধর্ষণের অভিযোগে দাদা গ্রেপ্তার

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ১৭ মে ২০২২, ১৫: ২০
শাহরাস্তিতে নাতনিকে ধর্ষণের অভিযোগে দাদা গ্রেপ্তার

চাঁদপুরের শাহরাস্তিতে নাতনিকে ধর্ষণের অভিযোগে দাদা দুলাল হোসেনকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে গ্রেপ্তারকৃত দুলাল হোসেনকে আদালতে পাঠানো হয়েছে। 

জানা যায়, গ্রেপ্তারকৃত দুলাল শাহরাস্তি পৌর এলাকার শ্রীপুর গ্রামের মজুমদারবাড়ির মৃত আম্বর আলীর পুত্র।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগীর দূর সম্পর্কের দাদা মো. দুলাল হোসেন নিজ এলাকায় কনফেকশনারির ব্যবসা করেন। ভুক্তভোগী স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ শ্রেণির ছাত্রী। সে বিভিন্ন সময়ে দুলালের দোকানে চকলেট ও চিপস কিনতে যেত। এ সময় তাকে নানাভাবে যৌন নিপীড়ন করতেন অভিযুক্ত দুলাল। 

ঘটনাক্রমে গত শনিবার বিকেলে ভুক্তভোগী ক্লাস শেষে দোকানের পাশ দিয়ে বাড়ি যাওয়ার সময় দুলাল তাকে দোকানের পেছনে নিয়ে গিয়ে ছুরি দেখিয়ে ধর্ষণ করেন। পরদিন রোববার একই সময়ে আবার একই ঘটনার পুনরাবৃত্তি করেন তিনি। এ ঘটনার কথা জানতে পেরে ভুক্তভোগীর মা বাদী হয়ে গতকাল সোমবার শাহরাস্তি মডেল থানায় একটি ধর্ষণ মামলা রুজু করেন, যার পরিপ্রেক্ষিতে রাতে অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান জানান, অভিযুক্ত দুলাল হোসেনকে (৫৫) গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২২, আহত দেড় শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

৯ লাখ টন চাল কিনবে বাংলাদেশ, আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

পাইলটের মা-বাবাকে বিমানবাহিনীর উড়োজাহাজে নেওয়া হলো ঢাকায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত