Ajker Patrika

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র চলছে: পরিকল্পনামন্ত্রী 

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১৮: ১৫
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র চলছে: পরিকল্পনামন্ত্রী 

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র চলছে। তাঁকে হত্যা করতে পারলে দেশটা শোষকেরা পরিচালনা করবেন। আমাদের প্রয়োজন শেখ হাসিনার শক্তিকে সুসংহত রাখা বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম. এ মান্নান এমপি। আজ রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল প্রাণিসম্পদ অধিদপ্তর প্রাঙ্গণে আশুতোষ চক্রবর্তী স্মারক শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

পরিকল্পনামন্ত্রী বলেন, সরকারের একার পক্ষে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। আশুতোষ চক্রবর্তীর পরিবারের সদস্যরা স্থানীয়ভাবে শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য যে কাজ করছেন তা প্রশংসার দাবিদার। 

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। তাই শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ জোর দিতে হবে। গত ১২ বছরে বাংলাদেশের বিশাল পরিবর্তন হয়েছে। আগে আমাদের উপোস করে দিন কাটাতে হতো। এখন তিন বেলা ভাত খেতে পারি। 

অনুষ্ঠানে সরাইল উপজেলার শীর্ষ স্থানীয় ১৩টি মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির মেধাতালিকায় প্রথম স্থান অধিকারী ৭৫ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। প্রত্যেক শিক্ষার্থীকে আর্থিক অনুদানের পাশাপাশি মেডেল, ক্রেস্ট, সার্টিফিকেট ও গিফট বক্স দেওয়া হয়েছে। 

শিক্ষার্থীদের হাতে উপবৃত্তির টাকা, মেডেল, ক্রেস্ট, সার্টিফিকেট ও গিফট বক্স তুলে দেওয়া হচ্ছেশিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন-বাংলাদেশ জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী। এতে স্বাগত বক্তব্য দেন, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও আশুতোষ চক্রবর্তী স্মারক শিক্ষাবৃত্তির সদস্যসচিব ডা. আশীষ কুমার চক্রবর্তী। 

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের (ঢাকা) চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের পরিচালক প্রীতি চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সদস্য উকিল আবদুস সাত্তার ভূঁইয়া, সংরক্ষিত নারী আসনের সাংসদ উম্মে ফাতেমা নাজমা বেগম, জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম মৃদুল, সরাইল সার্কেলের সিনিয়র এএসপি মোহাম্মদ আনিছুর রহমান, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম হোসেন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত