সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র চলছে। তাঁকে হত্যা করতে পারলে দেশটা শোষকেরা পরিচালনা করবেন। আমাদের প্রয়োজন শেখ হাসিনার শক্তিকে সুসংহত রাখা বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম. এ মান্নান এমপি। আজ রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল প্রাণিসম্পদ অধিদপ্তর প্রাঙ্গণে আশুতোষ চক্রবর্তী স্মারক শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
পরিকল্পনামন্ত্রী বলেন, সরকারের একার পক্ষে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। আশুতোষ চক্রবর্তীর পরিবারের সদস্যরা স্থানীয়ভাবে শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য যে কাজ করছেন তা প্রশংসার দাবিদার।
পরিকল্পনামন্ত্রী আরও বলেন, শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। তাই শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ জোর দিতে হবে। গত ১২ বছরে বাংলাদেশের বিশাল পরিবর্তন হয়েছে। আগে আমাদের উপোস করে দিন কাটাতে হতো। এখন তিন বেলা ভাত খেতে পারি।
অনুষ্ঠানে সরাইল উপজেলার শীর্ষ স্থানীয় ১৩টি মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির মেধাতালিকায় প্রথম স্থান অধিকারী ৭৫ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। প্রত্যেক শিক্ষার্থীকে আর্থিক অনুদানের পাশাপাশি মেডেল, ক্রেস্ট, সার্টিফিকেট ও গিফট বক্স দেওয়া হয়েছে।
শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন-বাংলাদেশ জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী। এতে স্বাগত বক্তব্য দেন, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও আশুতোষ চক্রবর্তী স্মারক শিক্ষাবৃত্তির সদস্যসচিব ডা. আশীষ কুমার চক্রবর্তী।
ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের (ঢাকা) চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের পরিচালক প্রীতি চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সদস্য উকিল আবদুস সাত্তার ভূঁইয়া, সংরক্ষিত নারী আসনের সাংসদ উম্মে ফাতেমা নাজমা বেগম, জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম মৃদুল, সরাইল সার্কেলের সিনিয়র এএসপি মোহাম্মদ আনিছুর রহমান, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম হোসেন প্রমুখ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র চলছে। তাঁকে হত্যা করতে পারলে দেশটা শোষকেরা পরিচালনা করবেন। আমাদের প্রয়োজন শেখ হাসিনার শক্তিকে সুসংহত রাখা বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম. এ মান্নান এমপি। আজ রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল প্রাণিসম্পদ অধিদপ্তর প্রাঙ্গণে আশুতোষ চক্রবর্তী স্মারক শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
পরিকল্পনামন্ত্রী বলেন, সরকারের একার পক্ষে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। আশুতোষ চক্রবর্তীর পরিবারের সদস্যরা স্থানীয়ভাবে শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য যে কাজ করছেন তা প্রশংসার দাবিদার।
পরিকল্পনামন্ত্রী আরও বলেন, শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। তাই শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ জোর দিতে হবে। গত ১২ বছরে বাংলাদেশের বিশাল পরিবর্তন হয়েছে। আগে আমাদের উপোস করে দিন কাটাতে হতো। এখন তিন বেলা ভাত খেতে পারি।
অনুষ্ঠানে সরাইল উপজেলার শীর্ষ স্থানীয় ১৩টি মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির মেধাতালিকায় প্রথম স্থান অধিকারী ৭৫ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। প্রত্যেক শিক্ষার্থীকে আর্থিক অনুদানের পাশাপাশি মেডেল, ক্রেস্ট, সার্টিফিকেট ও গিফট বক্স দেওয়া হয়েছে।
শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন-বাংলাদেশ জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী। এতে স্বাগত বক্তব্য দেন, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও আশুতোষ চক্রবর্তী স্মারক শিক্ষাবৃত্তির সদস্যসচিব ডা. আশীষ কুমার চক্রবর্তী।
ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের (ঢাকা) চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের পরিচালক প্রীতি চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সদস্য উকিল আবদুস সাত্তার ভূঁইয়া, সংরক্ষিত নারী আসনের সাংসদ উম্মে ফাতেমা নাজমা বেগম, জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম মৃদুল, সরাইল সার্কেলের সিনিয়র এএসপি মোহাম্মদ আনিছুর রহমান, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম হোসেন প্রমুখ।
ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শনাক্ত ৮ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় দগ্ধ ও আহত আরও দেড় শতাধিক চিকিৎসাধীন আছে।
১ ঘণ্টা আগেনিম্নচাপ কেটে গেছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকলেও থেমেছে ভারী বর্ষণ। তবে উজানে ভারতের ত্রিপুরায় ভারী বর্ষণ হচ্ছে। এতে বাড়ছে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি। উজানের সেই ঢলে আবার ডুবছে ফেনী। একাধিক ভাঙা বাঁধ দিয়ে গতকাল সোমবার সকাল থেকেই লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে।
২ ঘণ্টা আগে‘মাদ্রাসা থেকে ফিরলেই বাবা কোলে তুলে নিত, আদর করত, টাকা দিত। রাতে বাবার গা ঘেঁষে ঘুমাতাম। এখন আর কেউ আমাকে বাবার মতো আদর করে না। বাবাকে অনেক মিস করি।’ ফুঁপিয়ে ফুঁপিয়ে কথাগুলো বলছিল সাত বছরের তাইবা খাতুন। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে অংশ নিয়ে পুলিশের গুলিতে শহীদ হন তাঁর বাবা ইয়াহিয়া আলী।
২ ঘণ্টা আগেভাগাড় উঁচু হয়ে গেছে পাহাড়ের সমান। সেখানে আর বর্জ্য ফেলার জায়গা নেই। ফলে রাজশাহী শহরের শত শত টন বর্জ্য প্রতিদিনই এলোমেলোভাবে ফেলা হচ্ছে সড়কের পাশে, কৃষিজমিতে এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনেও। এসব বর্জ্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশ বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।
২ ঘণ্টা আগে