Ajker Patrika

ফেনীতে গুমের শিকার ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন

ফেনী প্রতিনিধি
আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ১৬: ৪৩
ফেনীতে গুমের শিকার ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন

গুমের শিকার হওয়া ব্যক্তিদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে ফেনীতে মানববন্ধন করেছে মানবাধিকার সংগঠন অধিকার। এ সময় জেলায় গুমের শিকার মাহবুবুর রহমান রিপন নামের যুবককে তাঁর মায়ের বুকে ফিরিয়ে দেওয়ার দাবি জানান স্বজনেরা। 

আজ বৃহস্পতিবার দুপুরে ফেনী শহরের জিরো পয়েন্ট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন গুমের শিকার যুবদল নেতা মাহবুবুর রহমান রিপনের মা রৌশন আরা। 

ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল হক রবিরের সভাপতিত্বে ও অধিকার ফেনীর ফোকাল পারসন সাংবাদিক নাজমুল হক শামীমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুকদেব নাথ তপন, সুজন-সুশাসনের জন্য নাগরিক ফেনী জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান দারা, ইয়ুথ জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি) ফেনী জেলার সভাপতি শাহজালাল ভূঁইয়া, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আলী হায়দার মানিক, সাপ্তাহিক স্বদেশ কণ্ঠের সম্পাদক এন এন জীবন, দৈনিক স্টার লাইনের সহযোগী সম্পাদক জসিম মাহমুদ, দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি শেখ ফরিদ আত্তার, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন খোন্দকার, ফেনী থিয়েটারের সাবেক প্রধান সমন্বয়কারী কাজী ইকবাল আহমেদ পরান, অধিকার সদস্য তন্বী সোম ও গুম হওয়া যুবক নেতা মাহবুবুল হক রিপনের বড় ভাই শিপু। 

মানববন্ধনে মাবুবুর রহমান রিপনের মা রৌশন আরা বলেন, ‘১০ বছর আগে ২০১৪ সালে আমার ছেলে যুবদল নেতা মাহবুবুর রহমান রিপনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে (র‍্যাব) ঘর থেকে তুলে নেওয়া হয়। থানায় মামলা করতে চাইলেও মামলা নেয়নি। আজও হদিস পাইনি ছেলের। ১০ বছর দ্বারে দ্বারে ঘুরেও মেলেনি এর বিচার।’ 

রৌশন আরা আরও বলেন, ‘ডিজিএফআইয়ের আয়নাঘর থেকে একে একে অনেকে মুক্তি পাচ্ছেন। যদি আমার ছেলে সেখানে থাকে, তাঁকে ফেরত দিন। রিপনের মতো আর কোনো ব্যক্তি যেন গুমের শিকার না হয়, সে জন্য রাষ্ট্রকে জোরালো ভূমিকা রাখার দাবি করি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত