Ajker Patrika

শাহরাস্তিতে উপজেলা জামায়াতের আমিরসহ ১৪ জন গ্রেপ্তার

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ১০ মার্চ ২০২৩, ১৫: ৫৯
শাহরাস্তিতে উপজেলা জামায়াতের আমিরসহ ১৪ জন গ্রেপ্তার

নাশকতার অভিযোগে চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা জামায়াতের আমিরসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

শাহরাস্তি মডেল থানা সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার রাত ১০টায় উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের সূচীপাড়া নূরানী তালিমুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার একটি কক্ষ থেকে পুলিশ তাঁদের গ্রেপ্তার করেছে। সেখান থেকে বই, লিফলেট ও অর্থ সংগ্রহের রসিদ জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শাহরাস্তি উপজেলা জামায়াতের আমির মো. মোস্তফা কামাল (৪৪), ওই মাদ্রাসার মুহতামিম মো. মিজানুর রহমান (৪৩), সূচীপাড়া উত্তর ইউনিয়নের লাকামতা গ্রামের মৌলভী বাড়ির মৃত আনোয়ার হোসেনের পুত্র জালাল হোসেন (৩০), সূচীপাড়া গ্রামের সফিকুল ইসলামের পুত্র সামছুল আরেফিন (৩৩), দৈয়ারা গ্রামের মৃত আব্দুল হাইর পুত্র ইমাম হোসেন (৩৩), শোরসাক গ্রামের ইউসুফ আলীর পুত্র পারভেজ হোসাইন (৩০), একই গ্রামের মৃত তরিক উল্লার পুত্র মোশারফ হোসেন (৫০), দৈকামতা গ্রামের মৃত হাবিব উল্লাহ খানের পুত্র কাউছার খান (৫৩), সূচীপাড়া ভূঁইয়া বাড়ির মৃত জুনাব আলীর পুত্র মো. সোহরাব হোসেন (৪৬), বসুপাড়া গ্রামের মফিজুর রহমানের পুত্র মনির হোসেন (২৭), সূচীপাড়া দীঘিরপাড়ের সামছুদ্দিনের পুত্র জাহাঙ্গীর আলম (৪৮), চাঁদপুর গ্রামের মো. নিজাম উদ্দিনের পুত্র মো. জসিম উদ্দিন (৪৩), লাকামতা গ্রামের আ. মতিনের পুত্র আক্তার হোসেন (৩০) ও সূচীপাড়া পোদ্দার বাড়ির মৃত হাবিব উল্যাহর পুত্র আক্তার হোসেন (8৬)।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, ওই মাদ্রাসার পাঠদান কক্ষে অভিযান চালিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহরাস্তি উপজেলার আমিরসহ ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা নাশকতামূলক কর্মকাণ্ড করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে নাশকতামূলক কর্মকাণ্ড করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন।

ওসি আরও জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত ২০-২৫ জন নেতা-কর্মী ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে বই, লিফলেট ও অর্থ সংগ্রহের রসিদ জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত