নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে এক পুলিশ সদস্যের বাসায় ঢুকে তাঁকে মারধর, স্ত্রীকে শ্লীলতাহানিসহ বাসায় থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। গত রোববার (১১ আগস্ট) নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন চৌধুরীনগর এলাকায় এই হামলা ও মারধরের ঘটনা ঘটলেও বিষয়টি আজ শনিবার জানাজানি হয়।
এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দুজন হলেন রকিবুল ইসলাম সেলিম ও মো. ফরহাদ ওরফে সাব্বির। তাঁরা চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির অনুসারী হিসেবে পরিচিত বলে জানিয়েছেন স্থানীয়রা।
আহত ওই পুলিশ সদস্য হলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কর্ণফুলী থানায় কর্মরত কনস্টেবল ফৌজুল করিম। ঘটনার পর ওই পুলিশ সদস্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে ও তাঁর স্ত্রীও হাসপাতালটিতে চিকিৎসা নিচ্ছেন। হামলার সময় ওই পুলিশ সদস্য সারা দেশের অন্য পুলিশের মতো কর্মবিরতিতে ছিলেন।
ওই ঘটনায় ১২ আগস্ট নগরের বায়েজিদ থানায় পুলিশ সদস্যের স্ত্রী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ঘটনার দিন সন্ধ্যায় পুলিশ সদস্য ফৌজুল স্থানীয় মসজিদে নামাজ পড়তে যান। এ সময় ১০–১৫ জন সন্ত্রাসী হাতে কিরিচ, চাপাতি ও লোহার রড নিয়ে ফৌজুলের বাসায় এসে তাঁকে খুঁজতে থাকেন। এ সময় স্বামীকে না পেয়ে সন্ত্রাসীরা পুলিশ সদস্যের স্ত্রীকে শ্লীলতাহানির পাশাপাশি মারধর, ঘরে থাকা নগদ অর্থ, স্বর্ণালংকার নিয়ে যায়।
ঘটনা শুনে তখন ওই পুলিশ দ্রুত বাসায় আসেন। এ সময় হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে ওই পুলিশ সদস্যকেও পিটিয়ে জখম করার পর হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাঁদের দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। একই সময় স্থানীয়রা সেনাবাহিনীর টহল টিমকে খবর দিলে তারা রকিবুল ইসলাম সেলিম ও মো. ফরহাদ ওরফে সাব্বির নামের দুজনকে গ্রেপ্তার করে থানা-পুলিশের কাছে সোপর্দ করেন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, আসামিদের বিরুদ্ধে মামলার পর ফোনে মামলা তুলে নিতে বিভিন্ন সময় হুমকি দেওয়া হচ্ছে।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজয় কুমার সিনহা আজকের পত্রিকাকে সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ সদস্যকে মারধর, লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত দুজনকে গ্রেপ্তার রয়েছে।
চট্টগ্রামে এক পুলিশ সদস্যের বাসায় ঢুকে তাঁকে মারধর, স্ত্রীকে শ্লীলতাহানিসহ বাসায় থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। গত রোববার (১১ আগস্ট) নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন চৌধুরীনগর এলাকায় এই হামলা ও মারধরের ঘটনা ঘটলেও বিষয়টি আজ শনিবার জানাজানি হয়।
এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দুজন হলেন রকিবুল ইসলাম সেলিম ও মো. ফরহাদ ওরফে সাব্বির। তাঁরা চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির অনুসারী হিসেবে পরিচিত বলে জানিয়েছেন স্থানীয়রা।
আহত ওই পুলিশ সদস্য হলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কর্ণফুলী থানায় কর্মরত কনস্টেবল ফৌজুল করিম। ঘটনার পর ওই পুলিশ সদস্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে ও তাঁর স্ত্রীও হাসপাতালটিতে চিকিৎসা নিচ্ছেন। হামলার সময় ওই পুলিশ সদস্য সারা দেশের অন্য পুলিশের মতো কর্মবিরতিতে ছিলেন।
ওই ঘটনায় ১২ আগস্ট নগরের বায়েজিদ থানায় পুলিশ সদস্যের স্ত্রী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ঘটনার দিন সন্ধ্যায় পুলিশ সদস্য ফৌজুল স্থানীয় মসজিদে নামাজ পড়তে যান। এ সময় ১০–১৫ জন সন্ত্রাসী হাতে কিরিচ, চাপাতি ও লোহার রড নিয়ে ফৌজুলের বাসায় এসে তাঁকে খুঁজতে থাকেন। এ সময় স্বামীকে না পেয়ে সন্ত্রাসীরা পুলিশ সদস্যের স্ত্রীকে শ্লীলতাহানির পাশাপাশি মারধর, ঘরে থাকা নগদ অর্থ, স্বর্ণালংকার নিয়ে যায়।
ঘটনা শুনে তখন ওই পুলিশ দ্রুত বাসায় আসেন। এ সময় হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে ওই পুলিশ সদস্যকেও পিটিয়ে জখম করার পর হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাঁদের দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। একই সময় স্থানীয়রা সেনাবাহিনীর টহল টিমকে খবর দিলে তারা রকিবুল ইসলাম সেলিম ও মো. ফরহাদ ওরফে সাব্বির নামের দুজনকে গ্রেপ্তার করে থানা-পুলিশের কাছে সোপর্দ করেন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, আসামিদের বিরুদ্ধে মামলার পর ফোনে মামলা তুলে নিতে বিভিন্ন সময় হুমকি দেওয়া হচ্ছে।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজয় কুমার সিনহা আজকের পত্রিকাকে সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ সদস্যকে মারধর, লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত দুজনকে গ্রেপ্তার রয়েছে।
ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শনাক্ত ৮ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় দগ্ধ ও আহত আরও দেড় শতাধিক চিকিৎসাধীন আছে।
১০ মিনিট আগেনিম্নচাপ কেটে গেছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকলেও থেমেছে ভারী বর্ষণ। তবে উজানে ভারতের ত্রিপুরায় ভারী বর্ষণ হচ্ছে। এতে বাড়ছে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি। উজানের সেই ঢলে আবার ডুবছে ফেনী। একাধিক ভাঙা বাঁধ দিয়ে গতকাল সোমবার সকাল থেকেই লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে।
১ ঘণ্টা আগে‘মাদ্রাসা থেকে ফিরলেই বাবা কোলে তুলে নিত, আদর করত, টাকা দিত। রাতে বাবার গা ঘেঁষে ঘুমাতাম। এখন আর কেউ আমাকে বাবার মতো আদর করে না। বাবাকে অনেক মিস করি।’ ফুঁপিয়ে ফুঁপিয়ে কথাগুলো বলছিল সাত বছরের তাইবা খাতুন। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে অংশ নিয়ে পুলিশের গুলিতে শহীদ হন তাঁর বাবা ইয়াহিয়া আলী।
১ ঘণ্টা আগেভাগাড় উঁচু হয়ে গেছে পাহাড়ের সমান। সেখানে আর বর্জ্য ফেলার জায়গা নেই। ফলে রাজশাহী শহরের শত শত টন বর্জ্য প্রতিদিনই এলোমেলোভাবে ফেলা হচ্ছে সড়কের পাশে, কৃষিজমিতে এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনেও। এসব বর্জ্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশ বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।
১ ঘণ্টা আগে