বরগুনা প্রতিনিধি
নির্বাচিত হলে ‘আখের মতো চিবিয়ে টাকা আদায় করা হবে’ বলে মন্তব্য করে নির্বাচন কমিশনের (ইসি) শোকজ পেলেন বরগুনার আমতলী পৌরসভার মেয়র প্রার্থী নাজমুল আহসান নান্নু। আজ সোমবার তাকে এই শোকজের চিঠি দেওয়া হয়।
একই সঙ্গে উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ধীরাজ কুমার বিশ্বাসের ওপর হামলার বিষয় জানতে চেয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন তপুকেও চিঠি দিয়েছেন।
এর আগে গত ২৩ জানুয়ারি আমতলী পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এর পরপরই মেয়র প্রার্থী নাজমুল আহসান নান্নু ও তার সমর্থকদের বিরুদ্ধে অপর মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র মতিয়ার রহমানের সমর্থকদের মারধরের অভিযোগে রিটার্নিং কর্মকর্তার কাছে একাধিক লিখিত ও থানায় দুইটি মামলা দায়ের করা হয়।
আমতলী পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবদুল হাই আল হাদি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মেয়র প্রার্থী নাজমুল আহসান নান্নুর বিরুদ্ধে অপর মেয়র প্রার্থী মতিয়ার রহমান একটি লিখিত অভিযোগ দিয়েছেন। একই সঙ্গে ওই বক্তব্যের ভিডিও আমাদের কাছে এসেছে।
তিনি বলেন, মেয়র প্রার্থী নাজমুল আহসান নান্নুর বক্তব্য পৌরসভা নির্বাচন আচরণ বিধিমালা ২০১৫ এর ৫ ও ১৮ ধারা লঙ্ঘন। যে কারণে আগামী দুই দিনের মধ্যে লিখিত জবাব চেয়ে তাঁকে (নান্নুকে) চিঠি দেওয়া হয়েছে। এ ছাড়া মেয়র প্রার্থী নাজমুল আহসান নান্নু ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে আমতলী উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ধীরাজ কুমারকে মারধরের অভিযোগে আমতলী থানায় মামলা হয়েছে। বিষয়টি জানতে চেয়ে ওসিকে আমরা চিঠি দিয়েছি।
চিঠিতে বলা হয়েছে, গত শুক্রবার সন্ধ্যায় পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নির্বাচনী কার্যালয়ে নেতা-কর্মী ও সমর্থকের এক সভায় প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী নাজমুল আহসান নান্নু বলেন, ‘আমি নির্বাচিত হলে যেসব ভোটার আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতিবাদ ও আমার পক্ষে কাজ করবেন তাহাদের ট্রেড লাইসেন্স, বাড়ির প্ল্যান, ওয়ারিশ সার্টিফিকেট সহ সব কাজ চোখের পলকে করে দেব। আর যারা ওসব প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রশংসা করবেন তাহাদের আখের মেশিনে যেভাবে রস বের করে–সেইভাবে নিংড়িয়ে নিংড়িয়ে টাকা আদায় করা হবে।’
এ বিষয়ে জানতে চাইলে মেয়র পদ প্রার্থী নাজমুল আহসান নান্নু মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘আমি শোকজ পেয়েছি। যথাসময়ে লিখিত জবাব দেওয়া হবে। অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।
অপর দিকে বর্তমান মেয়র মতিয়ার রহমান বলেন, ‘তফসিল ঘোষণার পরপরই মেয়র প্রার্থী নাজমুল আহসান নান্নুর সমর্থকেরা বেপরোয়া হয়ে উঠেছে। তারা আমার একাধিক কর্মী–সমর্থকে মারধর করেছে। এসব ঘটনায় থানায় মামলা হয়েছে। আমি রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছি। নির্বাচনে সুষ্ঠু পরিবেশ যাতে বজায় থাকে আমার সেটাই প্রত্যাশা।’
আমতলী পৌরসভা নির্বাচনে মেয়র পদে ১০ জন, সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে মোট ৪৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি। আর প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৩ ফেব্রুয়ারি। ইভিএমে ভোটগ্রহণ হবে ৯ মার্চ।
নির্বাচিত হলে ‘আখের মতো চিবিয়ে টাকা আদায় করা হবে’ বলে মন্তব্য করে নির্বাচন কমিশনের (ইসি) শোকজ পেলেন বরগুনার আমতলী পৌরসভার মেয়র প্রার্থী নাজমুল আহসান নান্নু। আজ সোমবার তাকে এই শোকজের চিঠি দেওয়া হয়।
একই সঙ্গে উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ধীরাজ কুমার বিশ্বাসের ওপর হামলার বিষয় জানতে চেয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন তপুকেও চিঠি দিয়েছেন।
এর আগে গত ২৩ জানুয়ারি আমতলী পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এর পরপরই মেয়র প্রার্থী নাজমুল আহসান নান্নু ও তার সমর্থকদের বিরুদ্ধে অপর মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র মতিয়ার রহমানের সমর্থকদের মারধরের অভিযোগে রিটার্নিং কর্মকর্তার কাছে একাধিক লিখিত ও থানায় দুইটি মামলা দায়ের করা হয়।
আমতলী পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবদুল হাই আল হাদি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মেয়র প্রার্থী নাজমুল আহসান নান্নুর বিরুদ্ধে অপর মেয়র প্রার্থী মতিয়ার রহমান একটি লিখিত অভিযোগ দিয়েছেন। একই সঙ্গে ওই বক্তব্যের ভিডিও আমাদের কাছে এসেছে।
তিনি বলেন, মেয়র প্রার্থী নাজমুল আহসান নান্নুর বক্তব্য পৌরসভা নির্বাচন আচরণ বিধিমালা ২০১৫ এর ৫ ও ১৮ ধারা লঙ্ঘন। যে কারণে আগামী দুই দিনের মধ্যে লিখিত জবাব চেয়ে তাঁকে (নান্নুকে) চিঠি দেওয়া হয়েছে। এ ছাড়া মেয়র প্রার্থী নাজমুল আহসান নান্নু ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে আমতলী উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ধীরাজ কুমারকে মারধরের অভিযোগে আমতলী থানায় মামলা হয়েছে। বিষয়টি জানতে চেয়ে ওসিকে আমরা চিঠি দিয়েছি।
চিঠিতে বলা হয়েছে, গত শুক্রবার সন্ধ্যায় পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নির্বাচনী কার্যালয়ে নেতা-কর্মী ও সমর্থকের এক সভায় প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী নাজমুল আহসান নান্নু বলেন, ‘আমি নির্বাচিত হলে যেসব ভোটার আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতিবাদ ও আমার পক্ষে কাজ করবেন তাহাদের ট্রেড লাইসেন্স, বাড়ির প্ল্যান, ওয়ারিশ সার্টিফিকেট সহ সব কাজ চোখের পলকে করে দেব। আর যারা ওসব প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রশংসা করবেন তাহাদের আখের মেশিনে যেভাবে রস বের করে–সেইভাবে নিংড়িয়ে নিংড়িয়ে টাকা আদায় করা হবে।’
এ বিষয়ে জানতে চাইলে মেয়র পদ প্রার্থী নাজমুল আহসান নান্নু মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘আমি শোকজ পেয়েছি। যথাসময়ে লিখিত জবাব দেওয়া হবে। অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।
অপর দিকে বর্তমান মেয়র মতিয়ার রহমান বলেন, ‘তফসিল ঘোষণার পরপরই মেয়র প্রার্থী নাজমুল আহসান নান্নুর সমর্থকেরা বেপরোয়া হয়ে উঠেছে। তারা আমার একাধিক কর্মী–সমর্থকে মারধর করেছে। এসব ঘটনায় থানায় মামলা হয়েছে। আমি রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছি। নির্বাচনে সুষ্ঠু পরিবেশ যাতে বজায় থাকে আমার সেটাই প্রত্যাশা।’
আমতলী পৌরসভা নির্বাচনে মেয়র পদে ১০ জন, সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে মোট ৪৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি। আর প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৩ ফেব্রুয়ারি। ইভিএমে ভোটগ্রহণ হবে ৯ মার্চ।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিক্রি করে আমরা কোনো কিছু হতে দেব না। বাংলাদেশ প্রশ্নে আমরা আপসহীন। মাথা ঠান্ডা রেখে-সজাগ থেকে আমাদের সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে হবে। শনিবার (১০ মে) বিকেলে নগরের টাইগারপাস মোড় সংলগ্ন পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের সমাবেশে প্
৩ মিনিট আগেআ.লীগ নিষিদ্ধের বিষয়টি দেশের জন্য একটি বড় ইস্যু বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান। তিনি বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টা বাংলাদেশের জন্য একটি বড় ইস্যু। এই ইস্যুকে বাস্তবায়নের জন্য একটি রাজনৈতিক দল নয়, সব রাজনৈতিক দল, সরকার ও জনগণের ঐক্য দরকার।’
৯ মিনিট আগেনাটোরের লালপুরে পর্নোগ্রাফি মামলায় নর্থ বেঙ্গল সুগার মিলের (নবেসুমি) ইক্ষু উন্নয়ন সহকারী (সিডিএ) পদে কর্মরত মো. শাফিউদৌলাকে (৩৮) গ্রেপ্তার করেছে লালপুর থানার পুলিশ। আজ শনিবার (১০ মে) দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন লালপুর থানার পরিদর্শক (তদন্ত)
১৭ মিনিট আগেসিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু হবে আগামী বুধবার। ওই দিন বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ৪১৯ যাত্রী নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের মদিনার উদ্দেশে যাত্রা করবে।
২০ মিনিট আগে