ঝালকাঠি প্রতিনিধি
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, খুনিদের বিচারে গড়িমসি না করে দ্রুত বিচারের দাবি জানিয়েছেন। আজ সোমবার ঝালকাঠি পৌর স্টেডিয়ামের সামনে (প্রেসক্লাব চত্বরে) আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি জানান।
পথসভায় শফিকুর রহমান বলেন, ‘আন্দোলনে অনেকে আহত হয়েছেন, অনেকে জীবন হারিয়েছেন। অনেকে হাত হারিয়েছেন, পা হারিয়েছেন। চোখ হারিয়ে হাসপাতালের বেডে কেউবা বাড়িতে বিছানায় কাতরাচ্ছেন। এই আন্দোলনে যারা জীবন বাজি রেখে লড়াই করেছেন, সেই ছাত্র-জনতার প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ তাআলা তাঁদের সবাইকে সুস্থ, ভালো রাখুক।’
শফিকুর রহমান বলেন, ‘এই ঘটনায় যারা জড়িত, সেই জালিমদের আমরা বিচার নিশ্চিত দেখতে চাই। গড়িমসি করে সময়ক্ষেপণ করা নয়; স্বল্প সময়ের মধ্যে নির্দেশকারী, পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারী সবাইকে আমরা শাস্তির আওতায় দেখতে চাই। বাংলাদেশের পেনাল কোড অনুযায়ী এই খুনিদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে শহীদ সেলিম তালুকদারের নবজাতক সন্তানকে দেখার জন্য দুপুরে ঝালকাঠিতে আসেন দলটির আমির। এ সময় জামায়াতের কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
পথসভা শেষে ছাত্র আন্দোলনে শহীদ সেলিম তালুকদারের সদ্য জন্ম নেওয়া শিশুকন্যাকে দেখার জন্য জামাতের আমি তাঁর বাড়ি শহরের কৃষ্ণকাঠি গ্রামে যান। শিশুটির ভরণপোষণসহ তার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন এবং তার নাম রাখেন সাইমা সেলিম রোজা।
সেলিম মারা যাওয়ার এক বছর আগে ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি মুসলিমপাড়া এলাকার মতিউর রহমান চুন্নুর মেয়ে সুমিকে বিয়ে করেন সেলিম। মারা যাওয়ার চার দিন পর সুমি অসুস্থ হয়ে পড়লে পরীক্ষা করিয়ে পরিবারের সদস্যরা জানতে পারেন অন্তঃসত্ত্বা তিনি। ৮ মার্চ ঝালকাঠির একটি বেসরকারি ক্লিনিকে সেলিমের স্ত্রী সুমি কন্যাসন্তান প্রসব করেন।
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, খুনিদের বিচারে গড়িমসি না করে দ্রুত বিচারের দাবি জানিয়েছেন। আজ সোমবার ঝালকাঠি পৌর স্টেডিয়ামের সামনে (প্রেসক্লাব চত্বরে) আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি জানান।
পথসভায় শফিকুর রহমান বলেন, ‘আন্দোলনে অনেকে আহত হয়েছেন, অনেকে জীবন হারিয়েছেন। অনেকে হাত হারিয়েছেন, পা হারিয়েছেন। চোখ হারিয়ে হাসপাতালের বেডে কেউবা বাড়িতে বিছানায় কাতরাচ্ছেন। এই আন্দোলনে যারা জীবন বাজি রেখে লড়াই করেছেন, সেই ছাত্র-জনতার প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ তাআলা তাঁদের সবাইকে সুস্থ, ভালো রাখুক।’
শফিকুর রহমান বলেন, ‘এই ঘটনায় যারা জড়িত, সেই জালিমদের আমরা বিচার নিশ্চিত দেখতে চাই। গড়িমসি করে সময়ক্ষেপণ করা নয়; স্বল্প সময়ের মধ্যে নির্দেশকারী, পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারী সবাইকে আমরা শাস্তির আওতায় দেখতে চাই। বাংলাদেশের পেনাল কোড অনুযায়ী এই খুনিদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে শহীদ সেলিম তালুকদারের নবজাতক সন্তানকে দেখার জন্য দুপুরে ঝালকাঠিতে আসেন দলটির আমির। এ সময় জামায়াতের কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
পথসভা শেষে ছাত্র আন্দোলনে শহীদ সেলিম তালুকদারের সদ্য জন্ম নেওয়া শিশুকন্যাকে দেখার জন্য জামাতের আমি তাঁর বাড়ি শহরের কৃষ্ণকাঠি গ্রামে যান। শিশুটির ভরণপোষণসহ তার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন এবং তার নাম রাখেন সাইমা সেলিম রোজা।
সেলিম মারা যাওয়ার এক বছর আগে ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি মুসলিমপাড়া এলাকার মতিউর রহমান চুন্নুর মেয়ে সুমিকে বিয়ে করেন সেলিম। মারা যাওয়ার চার দিন পর সুমি অসুস্থ হয়ে পড়লে পরীক্ষা করিয়ে পরিবারের সদস্যরা জানতে পারেন অন্তঃসত্ত্বা তিনি। ৮ মার্চ ঝালকাঠির একটি বেসরকারি ক্লিনিকে সেলিমের স্ত্রী সুমি কন্যাসন্তান প্রসব করেন।
ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শনাক্ত ৮ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় দগ্ধ ও আহত আরও দেড় শতাধিক চিকিৎসাধীন আছে।
৩ ঘণ্টা আগেনিম্নচাপ কেটে গেছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকলেও থেমেছে ভারী বর্ষণ। তবে উজানে ভারতের ত্রিপুরায় ভারী বর্ষণ হচ্ছে। এতে বাড়ছে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি। উজানের সেই ঢলে আবার ডুবছে ফেনী। একাধিক ভাঙা বাঁধ দিয়ে গতকাল সোমবার সকাল থেকেই লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে।
৪ ঘণ্টা আগে‘মাদ্রাসা থেকে ফিরলেই বাবা কোলে তুলে নিত, আদর করত, টাকা দিত। রাতে বাবার গা ঘেঁষে ঘুমাতাম। এখন আর কেউ আমাকে বাবার মতো আদর করে না। বাবাকে অনেক মিস করি।’ ফুঁপিয়ে ফুঁপিয়ে কথাগুলো বলছিল সাত বছরের তাইবা খাতুন। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে অংশ নিয়ে পুলিশের গুলিতে শহীদ হন তাঁর বাবা ইয়াহিয়া আলী।
৪ ঘণ্টা আগেভাগাড় উঁচু হয়ে গেছে পাহাড়ের সমান। সেখানে আর বর্জ্য ফেলার জায়গা নেই। ফলে রাজশাহী শহরের শত শত টন বর্জ্য প্রতিদিনই এলোমেলোভাবে ফেলা হচ্ছে সড়কের পাশে, কৃষিজমিতে এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনেও। এসব বর্জ্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশ বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।
৪ ঘণ্টা আগে