Ajker Patrika

কলাপাড়ায় নদীতে ভাসমান লাশ উদ্ধার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ১৩ মে ২০২৫, ১৭: ৪৬
লাশ পাওয়ার খবর শুনে নদীপাড়ে লোকজন জড়ো হয়। ছবি: আজকের পত্রিকা
লাশ পাওয়ার খবর শুনে নদীপাড়ে লোকজন জড়ো হয়। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালীর কলাপাড়ায় নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির ভাসমান লাশ পাওয়া গেছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের মেহেরপুর গ্রামের বড়ইতলা নদী থেকে লাশটি উদ্ধার করে কুয়াকাটা নৌ পুলিশ। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। তাঁর পরনে একটি কালো প্যান্ট ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্থানীয় লোকজন ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, লাশটি খাপড়াভাঙ্গা নদী থেকে কাটাভারানী খাল হয়ে বড়ইতলা নদীতে ভেসে এসেছে। লাশটির অনেক স্থানে পচন ধরে গিয়েছিল। তবে কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, সেটি নিশ্চিত করতে পারেনি পুলিশ। কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বিকাশ মন্ডল বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী সময়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত