নিজস্ব প্রতিবেদক, বরিশাল
কোরাম সংকটে বরিশাল জেলা পরিষদের ২০২৩-২৪ অর্থবছরের বাজেট সভা হয়নি। প্রস্তাবিত বাজেট অনুমোদনে আজ মঙ্গলবার আহ্বান করা পরিষদের সভায় ১৪ জনের মধ্যে মাত্র তিনজন উপস্থিত ছিলেন। বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আড়াই কোটি টাকা নিয়ে চেয়ারম্যানের সঙ্গে দ্বন্দ্বের কারণে অধিকাংশ সদস্য সভা বর্জন করে পণ্ড করে দিয়েছেন বলে জানা গেছে। এর ফলে বরিশাল জেলা পরিষদের স্থবিরতা আরও দৃঢ় হলো।
জানতে চাইলে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এম এম মহিউদ্দিন কবির মাহিন বলেন, ২০২৩-২৪ অর্থবছরের বাজেট অনুমোদনের জন্য আজ সভা আহ্বান করা হয়। কিন্তু কোরাম সংকটের কারণে সভা করা যায়নি। পরিষদের বাজেট অনুমোদিত হলে সেটা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে।
জেলা পরিষদের তথ্যমতে, আজ সভায় উপস্থিত হওয়া মাত্র ৩ জন সদস্য হলেন সাধারণ ৭ নম্বর ওয়ার্ডের (মেহেন্দিগঞ্জ) মো. জিল্লুর মিয়া, ৮ নম্বর ওয়ার্ডের (আগৈলঝাড়া) পিয়ারা বেগম এবং সংরক্ষিত সদস্য (বাকেরগঞ্জ ও বরিশাল সদর) আইরিন রেজা।
মোট ১৪ সদস্যের মধ্যে মাত্র ৩ জন উপস্থিত হওয়ায় কোরাম সংকটের কারণে সভা হয়নি। পরে ৩ সদস্য ও জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে বরিশাল ক্লাবে গিয়ে দুপুরের ভোজে অংশ নেন চেয়ারম্যান জাহাঙ্গীর। সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহও সেখানে উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক সময়ে চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীরের বিরুদ্ধে এককভাবে পরিষদ পরিচালনার অভিযোগ তুলেছেন সদস্যরা। এ নিয়ে ৬ মাস ধরে বরিশাল জেলা পরিষদের স্থবিরতা চলছে। দেশের সব জেলাতে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট সম্পন্ন হলেও বরিশালে এখনো হয়নি।
সভায় অংশ না নেওয়ার বিষয়ে সাধারণ ওয়ার্ড-১ (বাকেরগঞ্জ) সদস্য ইমাম হোসেন ঢাকায় অবস্থান করার কথা জানিয়ে বলেন, ‘চেয়ারম্যানের সঙ্গে তাঁদের অনেক সমস্যা আছে। এসব বিষয় নিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহর সঙ্গে তাঁদের বসার কথা রয়েছে। এর আগে সদস্যরা জেলা পরিষদের কোনো সভায় যাবেন না।’
সংরক্ষিত সদস্য শিউলি রহমান বলেন, ‘বাজেট সভা ডাকার আগে চেয়ারম্যানের উচিত ছিল আমাদের সঙ্গে বসে মতামত নেওয়ার। তিনি সেটা করেননি। সদস্যরাও দেখবেন তাঁদের বাদ দিয়ে কীভাবে চেয়ারম্যান বাজেট করেন।
সাধারণ ওয়ার্ড-৯ (গৌরনদী) সদস্য এইচ এম হারুন অর রশিদ এবং সংরক্ষিত মুক্তি রাণী দাস বাজেট সভায় না যাওয়ার কারণ হিসাবে শারীরিক অসুস্থতার অজুহাত দেখান।’
এ বিষয়ে জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গির সাংবাদিকদের বলেন, ‘বাজেট সভা মুলতবি করা হয়েছে। কারণ কোরাম হয়নি। সদস্যরা অসুস্থ, তাঁদের ডেঙ্গু জ্বরে পেয়েছে।’
কোরাম সংকটে বরিশাল জেলা পরিষদের ২০২৩-২৪ অর্থবছরের বাজেট সভা হয়নি। প্রস্তাবিত বাজেট অনুমোদনে আজ মঙ্গলবার আহ্বান করা পরিষদের সভায় ১৪ জনের মধ্যে মাত্র তিনজন উপস্থিত ছিলেন। বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আড়াই কোটি টাকা নিয়ে চেয়ারম্যানের সঙ্গে দ্বন্দ্বের কারণে অধিকাংশ সদস্য সভা বর্জন করে পণ্ড করে দিয়েছেন বলে জানা গেছে। এর ফলে বরিশাল জেলা পরিষদের স্থবিরতা আরও দৃঢ় হলো।
জানতে চাইলে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এম এম মহিউদ্দিন কবির মাহিন বলেন, ২০২৩-২৪ অর্থবছরের বাজেট অনুমোদনের জন্য আজ সভা আহ্বান করা হয়। কিন্তু কোরাম সংকটের কারণে সভা করা যায়নি। পরিষদের বাজেট অনুমোদিত হলে সেটা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে।
জেলা পরিষদের তথ্যমতে, আজ সভায় উপস্থিত হওয়া মাত্র ৩ জন সদস্য হলেন সাধারণ ৭ নম্বর ওয়ার্ডের (মেহেন্দিগঞ্জ) মো. জিল্লুর মিয়া, ৮ নম্বর ওয়ার্ডের (আগৈলঝাড়া) পিয়ারা বেগম এবং সংরক্ষিত সদস্য (বাকেরগঞ্জ ও বরিশাল সদর) আইরিন রেজা।
মোট ১৪ সদস্যের মধ্যে মাত্র ৩ জন উপস্থিত হওয়ায় কোরাম সংকটের কারণে সভা হয়নি। পরে ৩ সদস্য ও জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে বরিশাল ক্লাবে গিয়ে দুপুরের ভোজে অংশ নেন চেয়ারম্যান জাহাঙ্গীর। সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহও সেখানে উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক সময়ে চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীরের বিরুদ্ধে এককভাবে পরিষদ পরিচালনার অভিযোগ তুলেছেন সদস্যরা। এ নিয়ে ৬ মাস ধরে বরিশাল জেলা পরিষদের স্থবিরতা চলছে। দেশের সব জেলাতে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট সম্পন্ন হলেও বরিশালে এখনো হয়নি।
সভায় অংশ না নেওয়ার বিষয়ে সাধারণ ওয়ার্ড-১ (বাকেরগঞ্জ) সদস্য ইমাম হোসেন ঢাকায় অবস্থান করার কথা জানিয়ে বলেন, ‘চেয়ারম্যানের সঙ্গে তাঁদের অনেক সমস্যা আছে। এসব বিষয় নিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহর সঙ্গে তাঁদের বসার কথা রয়েছে। এর আগে সদস্যরা জেলা পরিষদের কোনো সভায় যাবেন না।’
সংরক্ষিত সদস্য শিউলি রহমান বলেন, ‘বাজেট সভা ডাকার আগে চেয়ারম্যানের উচিত ছিল আমাদের সঙ্গে বসে মতামত নেওয়ার। তিনি সেটা করেননি। সদস্যরাও দেখবেন তাঁদের বাদ দিয়ে কীভাবে চেয়ারম্যান বাজেট করেন।
সাধারণ ওয়ার্ড-৯ (গৌরনদী) সদস্য এইচ এম হারুন অর রশিদ এবং সংরক্ষিত মুক্তি রাণী দাস বাজেট সভায় না যাওয়ার কারণ হিসাবে শারীরিক অসুস্থতার অজুহাত দেখান।’
এ বিষয়ে জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গির সাংবাদিকদের বলেন, ‘বাজেট সভা মুলতবি করা হয়েছে। কারণ কোরাম হয়নি। সদস্যরা অসুস্থ, তাঁদের ডেঙ্গু জ্বরে পেয়েছে।’
ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শনাক্ত ৮ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় দগ্ধ ও আহত আরও দেড় শতাধিক চিকিৎসাধীন আছে।
৫ ঘণ্টা আগেনিম্নচাপ কেটে গেছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকলেও থেমেছে ভারী বর্ষণ। তবে উজানে ভারতের ত্রিপুরায় ভারী বর্ষণ হচ্ছে। এতে বাড়ছে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি। উজানের সেই ঢলে আবার ডুবছে ফেনী। একাধিক ভাঙা বাঁধ দিয়ে গতকাল সোমবার সকাল থেকেই লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে।
৫ ঘণ্টা আগে‘মাদ্রাসা থেকে ফিরলেই বাবা কোলে তুলে নিত, আদর করত, টাকা দিত। রাতে বাবার গা ঘেঁষে ঘুমাতাম। এখন আর কেউ আমাকে বাবার মতো আদর করে না। বাবাকে অনেক মিস করি।’ ফুঁপিয়ে ফুঁপিয়ে কথাগুলো বলছিল সাত বছরের তাইবা খাতুন। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে অংশ নিয়ে পুলিশের গুলিতে শহীদ হন তাঁর বাবা ইয়াহিয়া আলী।
৬ ঘণ্টা আগেভাগাড় উঁচু হয়ে গেছে পাহাড়ের সমান। সেখানে আর বর্জ্য ফেলার জায়গা নেই। ফলে রাজশাহী শহরের শত শত টন বর্জ্য প্রতিদিনই এলোমেলোভাবে ফেলা হচ্ছে সড়কের পাশে, কৃষিজমিতে এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনেও। এসব বর্জ্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশ বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।
৬ ঘণ্টা আগে