Ajker Patrika

ভোলায় কোস্ট গার্ডের অভিযান: ৯টি অবৈধ ট্রলিং বোট জব্দ

ভোলা সংবাদদাতা
জব্দ করা ট্রলিং বোট।  ছবি: আজকের পত্রিকা
জব্দ করা ট্রলিং বোট। ছবি: আজকের পত্রিকা

ভোলার লালমোহনে অভিযান চালিয়ে ৯টি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড। আজ রোববার বিকেলে লালমোহন উপজেলার গজারিয়া খাল গোড়ায় এই অভিযান চালানো হয়।

কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার ও স্টাফ অফিসার (অপারেশনস) রিফাত আহমেদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, সামুদ্রিক মৎস্য বিধিমালা অনুযায়ী বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই মৎস্য আহরণের জন্য প্রতিবছর ১৫ এপ্রিল থেকে ২১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন সবধরনের মৎস্য নৌযান কর্তৃক যেকোনো প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ ধরার গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার দুপুর থেকে আজ দুপুর পর্যন্ত কোস্ট গার্ড ভোলা ও লালমোহনের আউটপোস্ট উপজেলার গজারিয়া খালের মাথাসংলগ্ন তেঁতুলিয়া নদীতে বিশেষ অভিযান চালায়।

এ সময় বৈধ কাগজপত্র ও লাইফ সেভিং ইকুইপমেন্ট না থাকায় ৯টি আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। বোর্ডগুলো হলো এফবি মায়ের আর্শিবাদ ২, মায়ের আর্শিবাদ ৩, এফবি মা বাবার দোয়া, এফবি ভাই ভাই, এফবি নবীপুর, এফবি নবীপুর ২, এফবি নবীপুর ৩, এফবি শীতারাম, এফবি শীতারাম ১।

কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ড কমান্ডার মো. সিয়াম-উল-হক জানান, জব্দ করা ট্রলিং বোটসমূহ ভোলায় মৎস্য বিভাগের নিকট হস্তান্তর করে মেরিন কোর্টে মামলা করা হয়।

সিয়াম-উল-হক আরও জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় ও নদীর তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের তৎপর অভিযান অব্যাহত থাকবে।

প্রেস ব্রিফিংয়ে কোস্ট গার্ডের সদস্যসহ লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত