Ajker Patrika

যুবদলের সম্পাদককে গ্রেপ্তারের প্রতিবাদ বরিশালে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ০৯ মার্চ ২০২৩, ১৭: ৪৯
Thumbnail image

যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে গ্রেপ্তারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিলসহ সমাবেশ করেছেন দলটির নেতা-কর্মীরা। নগরীর সদর রোডে বিএনপির কার্যালয়ের সামনে আজ বৃহস্পতিবার দুপুরে সমাবেশ করে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবদল। পরে নগরীতে বিক্ষোভ মিছিল বের করেন নেতা-কর্মীরা।

দক্ষিণ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খানের সভাপতিত্বে ও উত্তর জেলা যুবদলের সদস্যসচিব গোলাম মোর্শেদ মামুনের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশ হয়েছে। এতে বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এ এইচ এম তসলিম উদ্দিন, সহসাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, সহসাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন পিকলু, মহানগর যুবদলের সহসভাপতি মাসুদুর রহমান মাসুদ ও দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ আহম্মেদ বাবলু।

সমাবেশে নেতারা বলেন, ‘ফ্যাসিস্ট সরকার জনগণের জানমাল রক্ষার কাজে নিরাপত্তা দেওয়া পুলিশ বাহিনীকে আওয়ামী পুলিশ বাহিনীতে রূপান্তর করেছে। এই বাহিনী দিয়ে সরকার বিরোধী দলের নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করছে। নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই বিরোধী নেতা-কর্মীদের ওপর নির্যাতন বাড়ানো হচ্ছে। এর অংশ হিসেবে মুন্নাকে গ্রেপ্তার করা হয়েছে।’ অবিলম্বে মুন্নাকে নিঃশর্ত মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত