মুলাদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের মুলাদীতে মেয়েকে উত্ত্যক্ত করার বিচার চাইতে গিয়ে বখাটেদের হামলার শিকার হয়েছেন এক বাবা। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার চরকালেখান ইউনিয়নের গলইভাঙ্গা বাজার এলাকায় তাঁকে পিটিয়ে মারাত্মক আহত করে বখাটেরা।
ভুক্তভোগী চরকালেখান ইউনিয়নের বড়কান্দি এলাকার বাসিন্দা। অভিযোগ রয়েছে, একই ইউনিয়নের দক্ষিণ গাছুয়া গ্রামের কালাম ঘরামীর ছেলে নাঈম ঘরামী, রুস্তুম আলী সরদারের ছেলে খবির সরদারের নেতৃত্বে পাঁচ-ছয়জন বখাটে এই হামলা চালায়।
ভুক্তভোগী বাবা বর্তমানে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তিনি জানান, তাঁর মেয়ে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে টমটম (অটোরিকশা) চালক নাঈম ঘরামী তাঁকে কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করছিল।
গতকাল বৃহস্পতিবার বিকেলে ওই ছাত্রী তার নানা বাড়ি যাওয়ার পথে মাস্তান বাজার এলাকায় নাঈম পথরোধ করে এবং হাত ধরে টানাহেঁচড়া করে। একপর্যায়ে ছাত্রী খালে ঝাঁপ দিয়ে চিৎকার করলে স্থানীয়রা এসে উদ্ধার করে। ওই সময় নাঈম ঘরামী পালিয়ে যায়।
বিকেলেই বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানিয়ে বিচার দাবি করেন ভুক্তভোগী। এরপর সন্ধ্যায় বখাটেরা দেশীয় অস্ত্র নিয়ে তাকে খুঁজতে বের হয়। ভয়ে পরদিন শুক্রবার সকালে তিনি বিদ্যালয়ে লিখিত অভিযোগ দেন। প্রধান শিক্ষক অভিযুক্তদের হাজির হতে নোটিশ দিলে তারা ক্ষিপ্ত হয়। স্কুল থেকে ফেরার পথে গলইভাঙ্গা স মিল এলাকায় আনোয়ার মাতুব্বরের ওপর হামলা চালায় বখাটেরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দীন বলেন, ‘স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের নোটিশ করা হয়েছিল। ছাত্রীর বাবাকে মারধরের ঘটনাও শুনেছি।’
এ বিষয়ে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, ‘ঘটনার বিষয়ে মোবাইল ফোনে অভিযোগ পেয়েছি। তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
বরিশালের মুলাদীতে মেয়েকে উত্ত্যক্ত করার বিচার চাইতে গিয়ে বখাটেদের হামলার শিকার হয়েছেন এক বাবা। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার চরকালেখান ইউনিয়নের গলইভাঙ্গা বাজার এলাকায় তাঁকে পিটিয়ে মারাত্মক আহত করে বখাটেরা।
ভুক্তভোগী চরকালেখান ইউনিয়নের বড়কান্দি এলাকার বাসিন্দা। অভিযোগ রয়েছে, একই ইউনিয়নের দক্ষিণ গাছুয়া গ্রামের কালাম ঘরামীর ছেলে নাঈম ঘরামী, রুস্তুম আলী সরদারের ছেলে খবির সরদারের নেতৃত্বে পাঁচ-ছয়জন বখাটে এই হামলা চালায়।
ভুক্তভোগী বাবা বর্তমানে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তিনি জানান, তাঁর মেয়ে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে টমটম (অটোরিকশা) চালক নাঈম ঘরামী তাঁকে কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করছিল।
গতকাল বৃহস্পতিবার বিকেলে ওই ছাত্রী তার নানা বাড়ি যাওয়ার পথে মাস্তান বাজার এলাকায় নাঈম পথরোধ করে এবং হাত ধরে টানাহেঁচড়া করে। একপর্যায়ে ছাত্রী খালে ঝাঁপ দিয়ে চিৎকার করলে স্থানীয়রা এসে উদ্ধার করে। ওই সময় নাঈম ঘরামী পালিয়ে যায়।
বিকেলেই বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানিয়ে বিচার দাবি করেন ভুক্তভোগী। এরপর সন্ধ্যায় বখাটেরা দেশীয় অস্ত্র নিয়ে তাকে খুঁজতে বের হয়। ভয়ে পরদিন শুক্রবার সকালে তিনি বিদ্যালয়ে লিখিত অভিযোগ দেন। প্রধান শিক্ষক অভিযুক্তদের হাজির হতে নোটিশ দিলে তারা ক্ষিপ্ত হয়। স্কুল থেকে ফেরার পথে গলইভাঙ্গা স মিল এলাকায় আনোয়ার মাতুব্বরের ওপর হামলা চালায় বখাটেরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দীন বলেন, ‘স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের নোটিশ করা হয়েছিল। ছাত্রীর বাবাকে মারধরের ঘটনাও শুনেছি।’
এ বিষয়ে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, ‘ঘটনার বিষয়ে মোবাইল ফোনে অভিযোগ পেয়েছি। তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
বরিশালের মুলাদীতে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে বাড়ির এক চাচাকে জুতাপেটা করেছে এক কলেজছাত্রী। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওই কলেজছাত্রীকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছেন চাচাতো ভাইয়েরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চরকালেখান ইউনিয়নের কায়েতমারা গ্রামে এ ঘটনা ঘটে।
২৬ মিনিট আগেনেত্রকোনার মোহনগঞ্জে মৃত দেখিয়ে দেড় বছর ধরে বয়স্ক ভাতাবঞ্চিত রাখা সেই সুরধ্বনী রানী করের (৭৮) অবশেষে টাকা পাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সুরধ্বনী চলতি মার্চ মাস থেকে ভাতা পাবেন। পাশাপাশি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা প্রশাসন।
৪৪ মিনিট আগেরাজধানীর হাতিরঝিলে দিনদুপুরে অস্ত্র ঠেকিয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই দৃশ্যটি শুটিংয়ের (অভিনয়) দৃশ্য বলে ডিএমপি জানিয়েছে।
২ ঘণ্টা আগেবিয়ের প্রলোভনে এক কিশোরীকে (১৬) ধর্ষণ করে আসছিলেন এক যুবক। এতে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ওই কিশোরী। এদিকে কথিত প্রেমিক মো. আবুল কালাম (২৬) গত বুধবার অন্যত্র বিয়ে করেন। এ ঘটনায় অভিযোগ পেয়ে গতকাল বৃহস্পতিবার রাতে বাসরঘর থেকে অভিযুক্ত কালামকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকারও করেন...
২ ঘণ্টা আগে