Ajker Patrika

শেবাচিমের অব্যবস্থাপনায় প্রতিমন্ত্রীর অসন্তোষ, দগ্ধদের আহাজারি

খান রফিক, বরিশাল
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ২৩: ৩৩
শেবাচিমের অব্যবস্থাপনায় প্রতিমন্ত্রীর অসন্তোষ, দগ্ধদের আহাজারি

অগ্নিদগ্ধদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম)। আজ শুক্রবার সকাল থেকে এসব রোগীর ঠাঁই হয়েছে হাসপাতালের বারান্দায়। দুপুর পর্যন্ত সুগন্ধা নদীতে যাত্রীবাহী লঞ্চে আগুনে দগ্ধ ৭১ জন রোগী ভর্তি হয়েছে বলে শেবাচিম হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে আটজনকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

এদিকে হাসপাতালের অব্যবস্থাপনায় অসন্তোষ প্রকাশ করে দ্রুত অগ্নিদগ্ধ সব রোগীকে একটি ইউনিটে পাঠানোর নির্দেশ দিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি।

শেবাচিম হাসপাতালের পঞ্চম তলার বারান্দায় শুক্রবার বেলা ১১টায় কমপক্ষে ৩০ জন অগ্নিদগ্ধ ছিল। কথা হয় মো. রিমন নামে মঠবাড়িয়ার এক মাদ্রাসাছাত্রের সঙ্গে। তিনি জানান, মধ্যরাতে হঠাৎ আগুন লাগে লঞ্চের ইঞ্জিনরুমে। ঝালকাঠির কাছাকাছি আসার ১০ মিনিট আগে এ ঘটনার পর এমভি অভিযান-১০ লঞ্চের মাস্টার এটি তীরে নিয়ে এলেও দরজা খুলছিলেন না স্টাফরা। পরে আবার লঞ্চটি নদীর মাঝে নিয়ে যাওয়ায় অবস্থা বেগতিক দেখে তিনিসহ বহু যাত্রী সুগন্ধা নদীতে ঝাঁপ দেন। একই কথা জানান সেখানে ভর্তি হওয়া রোগী আব্দুল্লাহ।

সরেজমিন হাসপাতালের পঞ্চম তলা ঘুরে দেখা গেছে পুরুষ রোগীর সংখ্যা বেশি। বারান্দায় নার্স কোনো রকমে চিকিৎসা দিচ্ছেন। তৃতীয় তলায় নারী রোগীদের অবস্থা আরও খারাপ। আমেনা নামে এক স্কুলছাত্রীর দুই হাত পুড়ে গেছে। সে স্বজনদের খুঁজছে।

দ্বিতীয় তলা ঘুরে দেখা গেছে, শিশু ওয়ার্ডে আটজন রোগী ভর্তি হয়েছে, এর মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

শেবাচিম হাসপাতালের পরিচালক সাইফুল ইসলাম জানান, অগ্নিদগ্ধদের চিকিৎসাসেবার জন্য সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। জরুরি রোগীদের ঢাকায় পাঠানো হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত