প্রতিনিধি, উজিরপুর (বরিশাল)
বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের মুন্সিরতাল্লুক গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল করছে গ্রামবাসী। যেকোনো সময় ব্রিজটি ভেঙে পড়তে পারে।
বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রিজটির পিলার ভেঙে প্রায় সম্পূর্ণ পড়ে আছে। ব্রিজের দুই পাশে রশি দিয়ে বেঁধে কোনো রকমে দাঁড় করিয়ে রেখে চলাচল করছে এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলজিএসপি-২ প্রকল্পের আওতায় পূর্ব মুন্সিরতাল্লুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য ইউনিয়ন পরিষদ ২০১৫–১৬ অর্থবছরে সোয়া ১ লাখ টাকা ব্যয়ে ব্রিজটি নির্মাণ করে। কিন্তু নির্মাণের কিছুদিন পর ব্রিজের খুঁটি ভেঙে হেলে পড়ে।
স্থানীয় বাসিন্দারা জানান, ব্রিজ দিয়ে শুধু শিক্ষার্থীরা নয়, এলাকাবাসীও যাতায়াত করতে ভয় পায়। যেকোনো সময় ব্রিজটি ভেঙে পড়তে পারে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিভা রানি মণ্ডল বলেন, `সরকারের নির্দেশ অনুযায়ী স্কুল খোলার প্রস্তুতি নিয়েছি। কিন্তু ছোট ছোট বাচ্চাদের নিয়ে খুব আতঙ্কে আছি। ওই ব্রিজ ছাড়া বিদ্যালয়ে আসার বিকল্প কোনো পথ নেই।
জল্লা ইউপি চেয়ারম্যান বেবি রানী বলেন, আমার স্বামী চেয়ারম্যান থাকাকালীন ব্রিজটি নির্মাণ করা হয়েছে। বর্তমানে ব্রিজটির অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ। দ্রুত ব্রিজের সমস্যার সমাধান করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাস বলেন, বিষয়টি জানার পর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে ঘটনাস্থল পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের মুন্সিরতাল্লুক গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল করছে গ্রামবাসী। যেকোনো সময় ব্রিজটি ভেঙে পড়তে পারে।
বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রিজটির পিলার ভেঙে প্রায় সম্পূর্ণ পড়ে আছে। ব্রিজের দুই পাশে রশি দিয়ে বেঁধে কোনো রকমে দাঁড় করিয়ে রেখে চলাচল করছে এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলজিএসপি-২ প্রকল্পের আওতায় পূর্ব মুন্সিরতাল্লুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য ইউনিয়ন পরিষদ ২০১৫–১৬ অর্থবছরে সোয়া ১ লাখ টাকা ব্যয়ে ব্রিজটি নির্মাণ করে। কিন্তু নির্মাণের কিছুদিন পর ব্রিজের খুঁটি ভেঙে হেলে পড়ে।
স্থানীয় বাসিন্দারা জানান, ব্রিজ দিয়ে শুধু শিক্ষার্থীরা নয়, এলাকাবাসীও যাতায়াত করতে ভয় পায়। যেকোনো সময় ব্রিজটি ভেঙে পড়তে পারে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিভা রানি মণ্ডল বলেন, `সরকারের নির্দেশ অনুযায়ী স্কুল খোলার প্রস্তুতি নিয়েছি। কিন্তু ছোট ছোট বাচ্চাদের নিয়ে খুব আতঙ্কে আছি। ওই ব্রিজ ছাড়া বিদ্যালয়ে আসার বিকল্প কোনো পথ নেই।
জল্লা ইউপি চেয়ারম্যান বেবি রানী বলেন, আমার স্বামী চেয়ারম্যান থাকাকালীন ব্রিজটি নির্মাণ করা হয়েছে। বর্তমানে ব্রিজটির অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ। দ্রুত ব্রিজের সমস্যার সমাধান করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাস বলেন, বিষয়টি জানার পর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে ঘটনাস্থল পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শনাক্ত ৮ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় দগ্ধ ও আহত আরও দেড় শতাধিক চিকিৎসাধীন আছে।
১৫ মিনিট আগেনিম্নচাপ কেটে গেছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকলেও থেমেছে ভারী বর্ষণ। তবে উজানে ভারতের ত্রিপুরায় ভারী বর্ষণ হচ্ছে। এতে বাড়ছে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি। উজানের সেই ঢলে আবার ডুবছে ফেনী। একাধিক ভাঙা বাঁধ দিয়ে গতকাল সোমবার সকাল থেকেই লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে।
১ ঘণ্টা আগে‘মাদ্রাসা থেকে ফিরলেই বাবা কোলে তুলে নিত, আদর করত, টাকা দিত। রাতে বাবার গা ঘেঁষে ঘুমাতাম। এখন আর কেউ আমাকে বাবার মতো আদর করে না। বাবাকে অনেক মিস করি।’ ফুঁপিয়ে ফুঁপিয়ে কথাগুলো বলছিল সাত বছরের তাইবা খাতুন। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে অংশ নিয়ে পুলিশের গুলিতে শহীদ হন তাঁর বাবা ইয়াহিয়া আলী।
১ ঘণ্টা আগেভাগাড় উঁচু হয়ে গেছে পাহাড়ের সমান। সেখানে আর বর্জ্য ফেলার জায়গা নেই। ফলে রাজশাহী শহরের শত শত টন বর্জ্য প্রতিদিনই এলোমেলোভাবে ফেলা হচ্ছে সড়কের পাশে, কৃষিজমিতে এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনেও। এসব বর্জ্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশ বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।
১ ঘণ্টা আগে