আমতলী (বরগুনা) প্রতিনিধি
‘প্রাইমারি স্কুলের বাচ্চারা লেখাপড়া করবে, কোনো নেতা আসলে বাচ্চাদের রাস্তায় নামাবেন না। আমি এটা পছন্দ করি না!’ এমন মন্তব্য করে এক প্রাথমিকের প্রধান শিক্ষকের দেওয়া ফুল ছিঁড়ে ফেলেন বরগুনা-১ আসনের নবনির্বাচিত সাংসদ গোলাম সরোয়ার টুকু।
আজ মঙ্গলবার দুপুরে বরগুনা জেলার আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া বাজারে এ ঘটনা ঘটে। ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করলে দ্রুতই তা ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে সাধারণ মানুষ সংসদ সদস্য টুকুর ভূয়সী প্রশংসা করে অভিনন্দন জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দা ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলছেন, মঙ্গলবার দুপুরে আমতলী উপজেলাবাসীর আয়োজিত গণসংবর্ধনা শেষে গোলাম সরোয়ার টুকু, এমপি তালতলী যাচ্ছিলেন। পথিমধ্যে আড়পাঙ্গাশিয়া বাজারের মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এ মুহূর্তে আড়পাঙ্গাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন্নাহার আসমার নেতৃত্বে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা এমপিকে ফুলেল শুভেচ্ছা জানাতে আসে। এ সময় গোলাম সরোয়ার টুকু প্রাথমিকের শিশুদের দেখেই ক্ষুব্ধ হন।
ভিডিওতে দেখা যায়, প্রধান শিক্ষকের দেওয়া ফুলের মালা গলা থেকে ছুড়ে ফেলছেন সংসদ সদস্য টুকু এবং শিক্ষককে উদ্দেশ্য করে তিনি বলছেন, ‘প্রাইমারি স্কুলের বাচ্চারা লেখাপড়া করবে, কেন তাদের আপনি রাস্তায় নামিয়ে আনলেন? কোনো নেতা আসলে বাচ্চাদের রাস্তায় আনবেন না, আমি এটা পছন্দ করি না! আগে যেমন চলেছে, এখন আর তেমন চলবে না।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে বিভিন্নজন শেয়ার করছেন এবং সাধুবাদ জানাচ্ছেন।
এ বিষয়ে সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু আজকের পত্রিকাকে বলেন, ‘শিশুরা হলো আগামী দিনের কান্ডারি। এরা লেখাপড়া করে মানুষ হবে, এই বয়সে তাদের কেন রাস্তায় নামিয়ে নেতাদের সংবর্ধনা দেয়ার নামে দাঁড় করিয়ে রাখতে হবে। এটা কোনো দিন কাম্য হওয়া উচিত নয়।’
‘প্রাইমারি স্কুলের বাচ্চারা লেখাপড়া করবে, কোনো নেতা আসলে বাচ্চাদের রাস্তায় নামাবেন না। আমি এটা পছন্দ করি না!’ এমন মন্তব্য করে এক প্রাথমিকের প্রধান শিক্ষকের দেওয়া ফুল ছিঁড়ে ফেলেন বরগুনা-১ আসনের নবনির্বাচিত সাংসদ গোলাম সরোয়ার টুকু।
আজ মঙ্গলবার দুপুরে বরগুনা জেলার আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া বাজারে এ ঘটনা ঘটে। ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করলে দ্রুতই তা ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে সাধারণ মানুষ সংসদ সদস্য টুকুর ভূয়সী প্রশংসা করে অভিনন্দন জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দা ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলছেন, মঙ্গলবার দুপুরে আমতলী উপজেলাবাসীর আয়োজিত গণসংবর্ধনা শেষে গোলাম সরোয়ার টুকু, এমপি তালতলী যাচ্ছিলেন। পথিমধ্যে আড়পাঙ্গাশিয়া বাজারের মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এ মুহূর্তে আড়পাঙ্গাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন্নাহার আসমার নেতৃত্বে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা এমপিকে ফুলেল শুভেচ্ছা জানাতে আসে। এ সময় গোলাম সরোয়ার টুকু প্রাথমিকের শিশুদের দেখেই ক্ষুব্ধ হন।
ভিডিওতে দেখা যায়, প্রধান শিক্ষকের দেওয়া ফুলের মালা গলা থেকে ছুড়ে ফেলছেন সংসদ সদস্য টুকু এবং শিক্ষককে উদ্দেশ্য করে তিনি বলছেন, ‘প্রাইমারি স্কুলের বাচ্চারা লেখাপড়া করবে, কেন তাদের আপনি রাস্তায় নামিয়ে আনলেন? কোনো নেতা আসলে বাচ্চাদের রাস্তায় আনবেন না, আমি এটা পছন্দ করি না! আগে যেমন চলেছে, এখন আর তেমন চলবে না।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে বিভিন্নজন শেয়ার করছেন এবং সাধুবাদ জানাচ্ছেন।
এ বিষয়ে সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু আজকের পত্রিকাকে বলেন, ‘শিশুরা হলো আগামী দিনের কান্ডারি। এরা লেখাপড়া করে মানুষ হবে, এই বয়সে তাদের কেন রাস্তায় নামিয়ে নেতাদের সংবর্ধনা দেয়ার নামে দাঁড় করিয়ে রাখতে হবে। এটা কোনো দিন কাম্য হওয়া উচিত নয়।’
ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শনাক্ত ৮ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় দগ্ধ ও আহত আরও দেড় শতাধিক চিকিৎসাধীন আছে।
৪ ঘণ্টা আগেনিম্নচাপ কেটে গেছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকলেও থেমেছে ভারী বর্ষণ। তবে উজানে ভারতের ত্রিপুরায় ভারী বর্ষণ হচ্ছে। এতে বাড়ছে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি। উজানের সেই ঢলে আবার ডুবছে ফেনী। একাধিক ভাঙা বাঁধ দিয়ে গতকাল সোমবার সকাল থেকেই লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে।
৫ ঘণ্টা আগে‘মাদ্রাসা থেকে ফিরলেই বাবা কোলে তুলে নিত, আদর করত, টাকা দিত। রাতে বাবার গা ঘেঁষে ঘুমাতাম। এখন আর কেউ আমাকে বাবার মতো আদর করে না। বাবাকে অনেক মিস করি।’ ফুঁপিয়ে ফুঁপিয়ে কথাগুলো বলছিল সাত বছরের তাইবা খাতুন। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে অংশ নিয়ে পুলিশের গুলিতে শহীদ হন তাঁর বাবা ইয়াহিয়া আলী।
৫ ঘণ্টা আগেভাগাড় উঁচু হয়ে গেছে পাহাড়ের সমান। সেখানে আর বর্জ্য ফেলার জায়গা নেই। ফলে রাজশাহী শহরের শত শত টন বর্জ্য প্রতিদিনই এলোমেলোভাবে ফেলা হচ্ছে সড়কের পাশে, কৃষিজমিতে এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনেও। এসব বর্জ্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশ বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।
৫ ঘণ্টা আগে