Ajker Patrika

স্কুলছাত্র রাব্বি হত্যায় প্রধান আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
স্কুলছাত্র রাব্বি হাওলাদার হত্যার ঘটনায় মামলার প্রধান আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি: আজকের পত্রিকা
স্কুলছাত্র রাব্বি হাওলাদার হত্যার ঘটনায় মামলার প্রধান আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি: আজকের পত্রিকা

বরিশালের বাবুগঞ্জে স্কুলছাত্র রাব্বি হাওলাদার (১৮) হত্যা মামলার প্রধান দুই আসামির গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে রাব্বির সহপাঠী ও এলাকাবাসী এ কর্মসূচি পালন করেন।

রাব্বির মা পারভিন বেগম, বোন লামিয়া ও সহপাঠীরা সমাবেশে অংশ নেন। তাঁরা প্রধান দুই আসামির দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান।

লামিয়া বলেন, ‘আসামিরা মাদক কারবারি এবং পূর্বশত্রুতার জেরে রাব্বিকে নৃশংসভাবে হত্যা করেছে। চার আসামির মধ্যে প্রধান দুই আসামি গ্রেপ্তার না হওয়ায় আমরা আতঙ্কে আছি, তাই দ্রুত তাঁদের গ্রেপ্তার চাই। অন্যথায় কঠোর আন্দোলনে যাব।’

স্থানীয় ও তদন্ত সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের শিকার রাব্বি মাদকসেবন ও কারবারে যুক্ত ছিলেন। মাদক কারবারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার পর থেকে এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

উল্লেখ্য, গত বুধবার সকালে বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকার রাস্তার পাশে রাব্বি হাওলাদারের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তাঁর বড় ভাই সাব্বির রহমান বাদী হয়ে বরিশাল নগর পুলিশের এয়ারপোর্ট থানায় চারজনকে আসামি করে হত্যা মামলা করেন। এরপর পুলিশ ও র‍্যাব পৃথক অভিযানে মামলার ৩ নম্বর আসামি সাকিব এবং ৪ নম্বর আসামি সাগর খন্দকারকে গ্রেপ্তার করে। তবে প্রধান দুই আসামি এখনো পলাতক।

উল্লেখ্য, গত বুধবার সকালে বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকার রাস্তার পাশে রাব্বি হাওলাদারের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তাঁর বড় ভাই সাব্বির রহমান বাদী হয়ে বরিশাল নগর পুলিশের এয়ারপোর্ট থানায় চারজনকে আসামি করে হত্যা মামলা করেন। এরপর পুলিশ ও র‍্যাব পৃথক অভিযানে মামলার ৩ নম্বর আসামি সাকিব এবং ৪ নম্বর আসামি সাগর খন্দকারকে গ্রেপ্তার করে। তবে প্রধান দুই আসামি এখনো পলাতক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২২, আহত দেড় শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

৯ লাখ টন চাল কিনবে বাংলাদেশ, আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

পাইলটের মা-বাবাকে বিমানবাহিনীর উড়োজাহাজে নেওয়া হলো ঢাকায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত