Ajker Patrika

শেবাচিম হাসপাতালে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
শেবাচিম হাসপাতালে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারীর বিরুদ্ধে নার্সিংয়ের এক ছাত্রীর সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে আজ সোমবার দুপুরে বিক্ষোভ করেছেন নার্সিংয়ের শিক্ষার্থীরা। সকাল সাড়ে ১০টার দিকে নার্সিংয়ের এক ছাত্রী চিকিৎসার জন্য মেডিসিন বিভাগে গেলে তাঁর সঙ্গ অসদাচরণ এবং শ্লীলতাহানি করেন হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী ইফাত সন্যামত। এর প্রতিবাদে জরুরি বিভাগের সামনে বিক্ষোভ করেন নার্সিং শিক্ষার্থীরা। ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ ওই কর্মচারীকে সাময়িক বরখাস্তের পাশাপাশি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। 

ঘটনার শিকার নার্সিং ছাত্রী আজকের পত্রিকাকে বলেন, ‘আমি মেডিসিন বিভাগে গিয়ে ডাক্তার দেখানোর জন্য এন্ট্রি করতে চাইলে কর্মচারী ইফাত গড়িমসি করেন। তিনি বলেন আপনারা তো রোগ দেখাতে আসেন না, ওষুধ নিতে আসেন। পরে উনি আমার গায়ে হাত দেন এবং আইডি কার্ডের ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন।’ 

বরিশালে শেবাচিম হাসপাতালে বিক্ষোভ করেন নার্সিংয়ের শিক্ষার্থীরাঅভিযুক্ত চতুর্থ শ্রেণির কর্মচারী ইফাত সন্যামত সটকে পড়ায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।’ 

নার্সিং শিক্ষার্থীদের অভিযোগ, তাঁদের দ্বিতীয় বর্ষের এক ছাত্রী হাসপাতালের বহি:বিভাগে চিকিৎসা নিতে যায়। কিন্তু সেখানে কর্তব্যরত কর্মচারী ইফাত ওই ছাত্রীর এন্ট্রি নিতে অপারগতা প্রকাশ করে। কিছুক্ষণ ঘোরাঘুরির পর ইউনিফর্ম পরিহিত ওই ছাত্রী জানতে চান কেন এন্ট্রি নেবেন না। জবাবে কর্মচারী জানায় আপনার তো ডাক্তার দেখাতে আসেন না, ফ্রি ওষুধ নিতে আসেন। এ সময় ঘটনার শিকার ছাত্রী তর্কে জড়ালে কর্মচারী ইফাত হিজাব ধরে টান দেয় এবং আইডি কার্ডের ছবি তুলে রাখে। ছাত্রীদের প্রশ্ন কেন আমরা হেনস্তার শিকার হব? কেন আমাদের সঙ্গে অসদাচরণে করা হবে? এ সময় ইফাতের বিচার দাবি করেন নার্সিং ছাত্র-ছাত্রীরা। 

এব্যাপারে শেবাচিম হাসপাতালের পরিচালক সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘নার্সিং শিক্ষার্থীদের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এরই মধ্যে অভিযুক্ত ইফাত সন্যামতকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় ৩ সদস্যদের একটি কমিটি গঠন করা হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত