বরগুনা প্রতিনিধি
মা, স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে ছুটিতে গ্রামের বাড়ি বরগুনায় ফিরছিলেন বায়িং হাউসের কর্মকর্তা ইসমাইল হোসেন। লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের মুহূর্তে উদ্ধারকারীদের একজন লাথি দিয়ে নদীতে ফেলে দেয় এক মেয়ে লামিয়াকে। পরে নদী থেকে উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
গুরুতর দগ্ধ হয়েছে লামিয়া, তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আর ইসমাইলের মা মমতাজ বেগমকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তবে অগ্নিকাণ্ডের মুহূর্তেই ইসমাইল হোসেন হারিয়ে ফেলেছেন তাঁর স্ত্রী রাজিয়া ও ছোট মেয়ে নুসরাতকে।
সপরিবারে ঢাকার উত্তর বাড্ডার সাঁতারকুলে থাকেন ইসমাইল হোসেন। গ্রামের বাড়ি বরগুনার সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নে। মেয়ে লামিয়া অষ্টম শ্রেণি আর নুসরাত দ্বিতীয় শ্রেণিতে পড়ে।
ইসমাইল হোসেন বলেন, ‘রাত পৌনে ৩টার দিকে চিৎকার-চেঁচামেচিতে ঘুম ভেঙে যায়। সবাই ছোটাছুটি করছে। আমি তখন বোধশূন্য অবস্থা। একদিকে বৃদ্ধ মা, সঙ্গে শিশুকন্যা ও স্ত্রী। দ্রুত ছুটে যাই নিচে। লাইফ বয়া নিয়ে ফিরে এসে দেখি আমার মা ছাড়া আর কেউ সেখানে নেই। তখন আগুনে ছেয়ে গেছে গোটা লঞ্চ। মাকে নিয়ে কোনোমতে উদ্ধারকারী ট্রলারে উঠে তীরে আসি। মাকে তীরে রেখে ট্রলারে করে খুঁজতে যাই আমার স্ত্রী ও সন্তানদের। কিন্তু কোথাও খুঁজে পাইনি। সকালে হাসপাতালে খুঁজে পাই মেয়ে লামিয়াকে। লামিয়ার মুখমণ্ডল আগুনে ঝলসে গেছে। আর মায়ের দুই হাত আগুনে পুড়ে বাঁকা হয়ে গেছে। তাদের দুজন চিকিৎসাধীন। ছোট মেয়ে নুসরাত আর স্ত্রী রাজিয়াকে খুঁজে পাইনি।’
ইসমাইল জানান, লামিয়ার সামনেই সিলিন্ডার বিস্ফোরিত হয়। এ সময় কেউ একজন লাথি মেরে পানিতে ফেলে দেয় তাকে। পরে উদ্ধারকারী ট্রলারে করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বরগুনায় গ্রামের বাড়িতে থাকা ইসমাইল হোসেনের বড় মেয়ে তানজিলা ইমু বলে, ‘রাত সাড়ে ১১টার দিকে বাবা-মা ও বোনদের সঙ্গে ফোনে কথা হয়। রাত ৩টা ২৫ মিনিটের দিকে বাবা ফোন করে বলেন, “লঞ্চে আগুন লেগেছে, মা দোয়া করিস”, বলেই লাইন কেটে দেন। এরপর অনেক চেষ্টায় ৩টা ৪০ মিনিটের দিকে বাবা কল রিসিভ করলে চিৎকার ছাড়া কিছু শুনিনি। সকালে বাবা, দাদি ও মেজ বোনের খোঁজ মিললেও মা আর ছোট বোন নুসরাতের এখনো খোঁজ পাইনি।’
মা, স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে ছুটিতে গ্রামের বাড়ি বরগুনায় ফিরছিলেন বায়িং হাউসের কর্মকর্তা ইসমাইল হোসেন। লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের মুহূর্তে উদ্ধারকারীদের একজন লাথি দিয়ে নদীতে ফেলে দেয় এক মেয়ে লামিয়াকে। পরে নদী থেকে উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
গুরুতর দগ্ধ হয়েছে লামিয়া, তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আর ইসমাইলের মা মমতাজ বেগমকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তবে অগ্নিকাণ্ডের মুহূর্তেই ইসমাইল হোসেন হারিয়ে ফেলেছেন তাঁর স্ত্রী রাজিয়া ও ছোট মেয়ে নুসরাতকে।
সপরিবারে ঢাকার উত্তর বাড্ডার সাঁতারকুলে থাকেন ইসমাইল হোসেন। গ্রামের বাড়ি বরগুনার সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নে। মেয়ে লামিয়া অষ্টম শ্রেণি আর নুসরাত দ্বিতীয় শ্রেণিতে পড়ে।
ইসমাইল হোসেন বলেন, ‘রাত পৌনে ৩টার দিকে চিৎকার-চেঁচামেচিতে ঘুম ভেঙে যায়। সবাই ছোটাছুটি করছে। আমি তখন বোধশূন্য অবস্থা। একদিকে বৃদ্ধ মা, সঙ্গে শিশুকন্যা ও স্ত্রী। দ্রুত ছুটে যাই নিচে। লাইফ বয়া নিয়ে ফিরে এসে দেখি আমার মা ছাড়া আর কেউ সেখানে নেই। তখন আগুনে ছেয়ে গেছে গোটা লঞ্চ। মাকে নিয়ে কোনোমতে উদ্ধারকারী ট্রলারে উঠে তীরে আসি। মাকে তীরে রেখে ট্রলারে করে খুঁজতে যাই আমার স্ত্রী ও সন্তানদের। কিন্তু কোথাও খুঁজে পাইনি। সকালে হাসপাতালে খুঁজে পাই মেয়ে লামিয়াকে। লামিয়ার মুখমণ্ডল আগুনে ঝলসে গেছে। আর মায়ের দুই হাত আগুনে পুড়ে বাঁকা হয়ে গেছে। তাদের দুজন চিকিৎসাধীন। ছোট মেয়ে নুসরাত আর স্ত্রী রাজিয়াকে খুঁজে পাইনি।’
ইসমাইল জানান, লামিয়ার সামনেই সিলিন্ডার বিস্ফোরিত হয়। এ সময় কেউ একজন লাথি মেরে পানিতে ফেলে দেয় তাকে। পরে উদ্ধারকারী ট্রলারে করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বরগুনায় গ্রামের বাড়িতে থাকা ইসমাইল হোসেনের বড় মেয়ে তানজিলা ইমু বলে, ‘রাত সাড়ে ১১টার দিকে বাবা-মা ও বোনদের সঙ্গে ফোনে কথা হয়। রাত ৩টা ২৫ মিনিটের দিকে বাবা ফোন করে বলেন, “লঞ্চে আগুন লেগেছে, মা দোয়া করিস”, বলেই লাইন কেটে দেন। এরপর অনেক চেষ্টায় ৩টা ৪০ মিনিটের দিকে বাবা কল রিসিভ করলে চিৎকার ছাড়া কিছু শুনিনি। সকালে বাবা, দাদি ও মেজ বোনের খোঁজ মিললেও মা আর ছোট বোন নুসরাতের এখনো খোঁজ পাইনি।’
চট্টগ্রাম নগরীর একটি কনভেনশন হলে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক ফখরুল আনোয়ার আটক হয়েছেন। একই সঙ্গে তাঁর ভাতিজি খাদিজাতুল আনোয়ার সনি (সাবেক এমপি) আটক হয়েছেন বলে গুঞ্জন উঠলেও তা নিশ্চিত হওয়া যায়নি।
৩ ঘণ্টা আগেমানিকগঞ্জের ঘিওরে পচা মিষ্টির রসের সঙ্গে ক্ষতিকর রং ও রাসায়নিক দ্রব্য মিশিয়ে তৈরি করা হচ্ছে শিশুদের প্রিয় খাবার সন্দেশ ও টফি; যা প্যাকেটজাত করে কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয় বিভিন্ন জেলায়। অর্থ লেনদেন হয় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে।
৪ ঘণ্টা আগেপ্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিইসি) জিপিএ-৫ না পেয়ে হতাশ হয়েছিলেন ইমা আক্তার। তারপর অদম্য ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রমের ফলে বাকি সব পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। এবার তিনি ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন।
৪ ঘণ্টা আগেঝিনাইদহে পিকনিকে গিয়ে বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে পড়েছে বাগেরহাট সদরের চুলকাঠি এলাকার শিশু কানন আদর্শ বিদ্যাপীঠের শিক্ষক, শিক্ষার্থীসহ অন্তত অর্ধশতাধিক লোক। শনিবার বিকেল সাড়ে ৫ টা থেকে রাত ৮টা পর্যন্ত সময়ের মধ্যে ৫ম শ্রেণির শিক্ষার্থী অহনা ইসলাম মৌ, ৪র্থ শ্রেণির আম্মার, উজান কর্মকার, ১ম শ্রেণির মায়াং
৪ ঘণ্টা আগে