বরিশাল প্রতিনিধি
ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে দেড় লাখ টাকা করে দেবে নৌপরিবহন মন্ত্রণালয়। আর আহতদের চিকিৎসার ব্যবস্থা করবে সরকার।
আজ শুক্রবার দুপুর ২টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে আহতদের দেখতে যান নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সেখানেই তিনি সাংবাদিকদের এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘এ ঘটনায় এরই মধ্যে যারা মারা গেছে, তাদের পরিবারকে আমরা দেড় লাখ টাকা করে দেব। যারা আহত আছে, তাদের সরকারের পক্ষ থেকে সব ধরনের চিকিৎসার ব্যবস্থা করা হবে।’
প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ জানান, বরিশাল মেডিকেলে আজই একটি বার্ন ইউনিট আসবে। যারা অতিরিক্ত দগ্ধ, তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হবে।
লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে উল্লেখ করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘তিন কার্যদিবসের মধ্যে তদন্ত টিম রিপোর্ট জমা দেবে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘তদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত আমি বলব না যে এটা রাজনৈতিক নাশকতা কিংবা দেশবিরোধী কোনো চক্রের কাজ। যান্ত্রিক কোনো ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে কি না, সেটাও তদন্তের মধ্য দিয়ে বেরিয়ে আসবে।’
যদিও এর আগে ‘একটি লঞ্চে আগুন লেগে পুরো লঞ্চ ভস্মীভূত হওয়ার পেছনে কোনো রহস্য থাকতে পারে’ বলে মন্তব্য করেছিলেন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ।
ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে আগুন লাগে। এতে এখন পর্যন্ত ৩৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া বরিশালের শেবাচিম হাসপাতাল ও ঝালকাঠি সদর হাসপাতালে শতাধিক যাত্রী দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন। বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। লঞ্চটিতে পাঁচ শতাধিক যাত্রী ছিল বলে জানিয়েছেন স্ত্রীসহ প্রাণে বেঁচে যাওয়া পাথরঘাটার ইউএনও।
ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে দেড় লাখ টাকা করে দেবে নৌপরিবহন মন্ত্রণালয়। আর আহতদের চিকিৎসার ব্যবস্থা করবে সরকার।
আজ শুক্রবার দুপুর ২টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে আহতদের দেখতে যান নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সেখানেই তিনি সাংবাদিকদের এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘এ ঘটনায় এরই মধ্যে যারা মারা গেছে, তাদের পরিবারকে আমরা দেড় লাখ টাকা করে দেব। যারা আহত আছে, তাদের সরকারের পক্ষ থেকে সব ধরনের চিকিৎসার ব্যবস্থা করা হবে।’
প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ জানান, বরিশাল মেডিকেলে আজই একটি বার্ন ইউনিট আসবে। যারা অতিরিক্ত দগ্ধ, তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হবে।
লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে উল্লেখ করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘তিন কার্যদিবসের মধ্যে তদন্ত টিম রিপোর্ট জমা দেবে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘তদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত আমি বলব না যে এটা রাজনৈতিক নাশকতা কিংবা দেশবিরোধী কোনো চক্রের কাজ। যান্ত্রিক কোনো ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে কি না, সেটাও তদন্তের মধ্য দিয়ে বেরিয়ে আসবে।’
যদিও এর আগে ‘একটি লঞ্চে আগুন লেগে পুরো লঞ্চ ভস্মীভূত হওয়ার পেছনে কোনো রহস্য থাকতে পারে’ বলে মন্তব্য করেছিলেন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ।
ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে আগুন লাগে। এতে এখন পর্যন্ত ৩৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া বরিশালের শেবাচিম হাসপাতাল ও ঝালকাঠি সদর হাসপাতালে শতাধিক যাত্রী দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন। বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। লঞ্চটিতে পাঁচ শতাধিক যাত্রী ছিল বলে জানিয়েছেন স্ত্রীসহ প্রাণে বেঁচে যাওয়া পাথরঘাটার ইউএনও।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা তিন দফা দাবিতে এবার কাঁথা–বালিশ নিয়ে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। আজ সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
১ মিনিট আগেপাবনার চাটমোহরে খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ বস্তা চালসহ আটক হওয়ার পর কৌশলে পালিয়ে গেছেন কৃষক দলের এক নেতা। আজ সোমবার দুপুরে পৌর শহরের জারদিস মোড়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সেলিম হোসেন ভাঙ্গুরা উপজেলার অষ্টমনীষা ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক।
৪ মিনিট আগেফ্যাসিস্ট বিচারপতিদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। আজ সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিট এই সমাবেশের আয়োজন করে।
১৩ মিনিট আগেবাংলাদেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজার এবার সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট সংযোগের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে। আগামী জুলাই থেকে কক্সবাজার বিমানবন্দর পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে। এটি হবে দেশের চতুর্থ আন্তর্জাতিক গেটওয়ে বা প্রবেশদ্বার। এই লক্ষ্য পূরণে বেসামরিক বিমান
২০ মিনিট আগে