Ajker Patrika

ভোলায় চোর সন্দেহে ২ জনকে গাছে বেঁধে পিটিয়ে হত্যা

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ভোলার তজুমদ্দিনে চোর সন্দেহে দুই যুবককে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভূঁইয়াবাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন তজুমদ্দিনের বালিয়াকান্দি গ্রামের বাসিন্দা মো. নয়ন (২৬) এবং বোরহানউদ্দিন উপজেলার খাসমহল এলাকার বাসিন্দা আমির হোসেন (২৭)। তাঁদের গাছের সঙ্গে বেঁধে মারধরের একপর্যায়ে ঘটনাস্থলেই তাঁরা মারা যান।

আজ বৃহস্পতিবার সকালে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নয়ন ও আমির হোসেন সোনাপুর ইউনিয়নের ভূঁইয়াবাড়ির আব্দুল খালেকের গোয়ালঘর থেকে গরু চুরির প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় আব্দুল খালেক বিষয়টি টের পেয়ে চিৎকার দেন। তখন আশপাশের লোকজন এসে নয়ন ও আমিরকে ধাওয়া দিয়ে ধরে ফেলেন এবং বেঁধে বেধড়ক মারধর করেন। এতে ঘটনাস্থলেই নয়ন ও আমির হোসেনের মৃত্যু হয়।

ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, নয়ন ও আমির হোসেন গরু চুরি করতে গিয়েছিলেন। পরে স্থানীয়রা তাঁদের ধরে চোর সন্দেহে গণপিটুনি দিয়েছেন। এতে ঘটনাস্থলেই তাঁরা মারা যান। পুলিশ খবর পেয়ে গিয়ে তাঁদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। তবে এখনো কোনো মামলা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত