Ajker Patrika

বরিশাল সিটি নির্বাচন: ভোটের আগে নগরে ফেরা অনিশ্চিত মেয়র সাদিকের

নিজস্ব প্রতিবেদক, বরিশাল ও গৌরনদী প্রতিনিধি
বরিশাল সিটি নির্বাচন: ভোটের আগে নগরে ফেরা অনিশ্চিত মেয়র সাদিকের

সিটি করপোরেশন নির্বাচন শেষ না হওয়ার আগে বরিশালে ফিরছেন না মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। বরিশাল সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে আজ শুক্রবার গৌরনদীতে অনুষ্ঠিত বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় উপস্থিত ছিলেন না। 

এমনকি নৌকার মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাতও ভাইয়ের ডাকে সাড়া না দিয়ে দিনভর নগরে প্রচারে ব্যস্ত ছিলেন। যে কারণে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে আজ বর্ধিত সভা ছিল অনেকটা নিষ্প্রাণ। ফলে চাচা-ভাতিজার পারিবারিক বিরোধ আওয়ামী লীগের বর্ধিত সভায়ও অবসান হলো না। জেলা ও মহানগর আওয়ামী লীগের এ বর্ধিত সভার নেতৃত্ব দেন দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির নেতারা। 

এ প্রসঙ্গে কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম সাংবাদিকদের বলেন, মেয়র সাদিক ঢাকা থেকে নির্বাচন পরিচালনা করবেন। তিনি তাঁর অনুসারীদের মাঠে নামার নির্দেশ দিয়েছেন। 

বর্তমান মেয়র সাদিক বরিশাল সিটি নির্বাচনের মাঠে থাকছেন কি না এ প্রসঙ্গে বাহাউদ্দিন নাছিম বলেন, ১ জুন আবারও সভা আছে। তখন দেখা যাবে। প্রার্থী খোকনের না আসা প্রসঙ্গে নাছিম বলেন, নৌকার প্রার্থী প্রচারে ব্যস্ত রয়েছেন। 

জানা গেছে, সংসদ সদস্য আবুল হাসানাতের ছেলে বর্তমান মেয়র সাদিক আব্দুল্লাহ ফের মনোনয়ন না পাওয়ায় নৌকার প্রার্থী খোকন সেরনিয়াবাতের পারিবারিক বিরোধ প্রকাশ্যে আসে। গত ১৫ এপ্রিল আবুল খায়েরকে প্রার্থী ঘোষণা করার পর এ পর্যন্ত সাদিক বরিশালে আসেননি এবং নগরীতে তাঁদের অনুসারীরা খোকন সেরনিয়াবাতের নির্বাচনী কাজে যুক্ত হননি। খোকন সেরনিয়াবাতকে ঘিরে সৃষ্ট আওয়ামী লীগের নতুনবলয়ের নেতা-কর্মীরা মেয়র সাদিককে ইতিমধ্যে বরিশাল নগরে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন। 

বিরোধ মেটাতে আজ কাঙ্ক্ষিত বর্ধিত সভা বরিশাল নগর থেকে ৪১ কিলোমিটার দূরে গৌরনদী উপজেলায় অনুষ্ঠিত হয়। নৌকার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মঈন তুষার বলেন, এর আগের সব নির্বাচনে আচরণবিধির প্রতি সম্মান রেখে দলের সব ধরনের সভা হতো নগর থেকে ১০ কিলোমিটার দূরে বাবুগঞ্জ উপজেলার রহমতপুরে। এবার গৌরনদীতে কেন বিশেষ বর্ধিত সভার আয়োজন, এ নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে। মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাতও বলেছেন, প্রার্থী ঘোষণার দেড় মাস পর আনুষ্ঠানিক প্রচার শুরুর প্রথম দিন শুক্রবারই কেন বর্ধিত সভা ডাকা হলো? 

বর্ধিত সভার সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ বলেন, ‘যেহেতু বরিশাল সিটি করপোরেশনে আমার ছেলে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ মেয়র ছিল। সে (সাদিক) যেহেতু মনোনয়ন পায়নি। তাই তাঁর অনেক অনুসারীর মনে কষ্ট থাকতে পারে। তবে নৌকা মার্কার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থেকে যেকোনো মূল্যে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে।’ 

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক, সংসদ সদস্য পঙ্কজ নাথ, শাহে আলম, সৈয়দা রুবিনা আক্তার মীরা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত