Ajker Patrika

মেয়র সাদিকের ‘খলিফা’ মান্নার মনোনয়নপত্র বাতিল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
মেয়র সাদিকের ‘খলিফা’ মান্নার মনোনয়নপত্র বাতিল

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সদ্য বিলুপ্ত মহানগর ছাত্রলীগের আহ্বায়ক কারাবন্দী রইজ আহমেদ মান্নার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ঋণখেলাপি, তথ্যে গরমিল ও সশরীরে মনোনয়নপত্র দাখিল না করায় আজ বৃহস্পতিবার তাঁর মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির।

জানা গেছে, মান্না সিটি মেয়র সাদিক আবদুল্লাহর আলোচিত ছয় খলিফার অন্যতম। নৌকা প্রতীকের তিন কর্মীকে কুপিয়ে জখম করার মামলায় গত রোববার গভীররাতে ১৩ সহযোগীসহ গ্রেপ্তার হন তিনি। পরদিন সোমবার মহানগর ছাত্রলীগের কমিটির বাতিল করে কেন্দ্রীয় ছাত্রলীগ। মান্না ও তাঁর সহযোগীরা বরিশাল কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

মঙ্গলবার মান্নার পক্ষে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন তাঁর বাবা আব্দুল কাদের হাওলাদার। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মান্নাসহ একই ওয়ার্ডে মনোনয়নপত্র দাখিলকারী মুন্না হাওলাদার ও ইমরান হোসেন সজীবের মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে। তাঁরা দুজন মান্নার অনুসারী বলে জানা গেছে।

প্রসঙ্গত, বরিশাল সিটি নির্বাচনে মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহর নির্বাচনী প্রচারে নেই সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও তাঁর অনুসারীরা। খোকন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর চাচা। এ নিয়ে বরিশাল আওয়ামী লীগের দুই পক্ষে প্রকাশ্যে বিরোধ চলছে। এরই জের ধরে সাদিক অনুসারী ছাত্রলীগ নেতা মান্না রোববার রাত ৮টার দিকে নৌকার তিন কর্মীকে কুপিয়ে জখম করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত