অনলাইন ডেস্ক
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মাত্র এক সপ্তাহের ব্যবধানে বিশ্বকূটনীতিতে নাটকীয় পরিবর্তন এনেছেন। এসবের শুরু হয় ১২ ফেব্রুয়ারি ট্রাম্প-পুতিন ফোনালাপের মধ্য দিয়ে। এই ফোনালাপে তাঁরা সম্পর্ক পুনর্গঠনের প্রতিশ্রুতি দেন। এরপরই মিউনিখে নিরাপত্তা সম্মেলনের ডাক দেয় ইউরোপের দেশগুলো; যা আমেরিকার সঙ্গে তাদের বিভাজনকে আরও প্রকট করে।
অন্যদিকে, রাশিয়া-আমেরিকার বৈঠক আয়োজন করে কূটনৈতিকভাবে নিজেদের শক্তিশালী অবস্থান প্রকাশ করেছে সৌদি আরব। একসময় প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়া সৌদি আরবের জন্য একটি বড় অর্জন।
তবে এই কূটনৈতিক পালাবদলে কঠিন অবস্থায় পড়েছে ইউরোপ ও ইউক্রেন। ইউরোপের নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে নতুন শঙ্কা। অন্যদিকে, এই সুযোগে রাশিয়া তাঁর কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করেছে; কাউকে কোনো ছাড় না দিয়েই আন্তর্জাতিক আলোচনার শীর্ষ টেবিলে জায়গা করে নিয়েছে।
রাশিয়ার সংবাদপত্রগুলো তাদের প্রথম পাতায় সৌদি আরবে হওয়া আমেরিকা-রাশিয়া বৈঠকের ছবি ছেপেছে। তাদের বার্তা স্পষ্ট—‘পশ্চিমাদের নিষেধাজ্ঞা রাশিয়াকে একঘরে করতে ব্যর্থ হয়েছে।’
ক্রেমলিনের একটি পত্রিকা লিখেছে, ‘ট্রাম্প জানেন, রাশিয়াকে কিছু ছাড় দিতে হবে। কারণ ইউক্রেনে রাশিয়া বিজয়ী পক্ষ। কিন্তু তিনি আমেরিকার স্বার্থ জলাঞ্জলি দেবেন না, বরং ইউরোপ ও ইউক্রেনকেই এর জন্য চরম মূল্য দিতে হবে।’
পত্রিকাটি আরও লিখেছে, ‘ইউরোপ এত দিন নিজেকে ‘‘সভ্য জগতের’’ অংশ ভেবে অহংকার করত। অথচ এখন তাদের গায়ে কাপড় নেই।’
তবে মস্কোর রাস্তায় সাধারণ মানুষের মাঝে এতটা উচ্ছ্বাস দেখা যায়নি। তাঁরা দেখছেন, অপেক্ষা করছেন আর ভাবছেন—ট্রাম্প সত্যিই রাশিয়ার নতুন বন্ধু হয়ে উঠবেন কি না এবং ইউক্রেন যুদ্ধ বন্ধে কোনো ভূমিকা রাখবেন কি না।
নাদেজদা নামে ক্রেমলিনের এক বাসিন্দা বলেন, ‘ট্রাম্প একজন ব্যবসায়ী। তিনি শুধু টাকা কামাতে চান। আমি মনে করি না যে, কোনো কিছুর পরিবর্তন হবে।’
জিওর্গি নামের আরেকজন বলেন, ‘সৌদি আরবের এই আলোচনা হয়তো কাজে দেবে। আমাদের শত্রুতা বন্ধ করার সময় এসেছে।’
ইরিনা নামের একজন বলেন, ‘ট্রাম্প খুবই সক্রিয় ও উদ্যমী ব্যক্তি। কিন্তু তিনি যে কথা বললেন, তেমনটা করবেন তো?’
রাশিয়ার অনেক মানুষই আশা করছেন, এই আলোচনার মাধ্যমে যুদ্ধ শেষ হবে এবং রাশিয়ার অর্থনীতির উন্নতি হবে। ইউক্রেন যুদ্ধে জড়িয়ে খাদ্য ও অন্যান্য পণ্যের দাম বৃদ্ধি, রাশিয়ার সাধারণ মানুষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
রিয়াদে মার্কিন-রুশ প্রতিনিধিদের একটি আলোচনা হয়েছে। এখানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপস্থিত ছিলেন। তিনি আলোচনা শেষে সাংবাদিকদের জানান, ইউক্রেন ইস্যুতে ট্রাম্প-পুতিন শীর্ষ সম্মেলনের জন্য কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারিত হয়নি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার বলেছেন, তিনি এ মাসেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে পারেন।
বিশেষজ্ঞরা মনে করছেন, পুতিন ও ট্রাম্পের সম্ভাব্য বৈঠক বিশ্বরাজনীতিতে একটি বড় পরিবর্তন আনতে পারে। তবে এটি ন্যাটো ও ইউক্রেনের জন্য ঝুঁকি বয়ে আনবে। আর ইউক্রেনকে যদি বেশি ছাড় দিতে হয়, তবে দেশটি সার্বভৌমত্ব হারাবে।
রুশ সংবাদপত্র মস্কোভোস্কি কমসোমোলেটস মজার ছলে লিখেছে, পুতিনকে ফোন করেছেন ট্রাম্প—ট্রাম্প: ‘পুতিন! তোমার দেশ তো দারুণ, আমার দেশও দারুণ। আমরা পুরো বিশ্বটা ভাগাভাগি করে নিতে পারি না?’
পুতিন: ‘আমি তো এমনটাই বলেছিলাম! চল শুরু করি!...’
এটি কি কেবলই কল্পনা? নাকি বাস্তবতা? সময়ই দেবে এর উত্তর।
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মাত্র এক সপ্তাহের ব্যবধানে বিশ্বকূটনীতিতে নাটকীয় পরিবর্তন এনেছেন। এসবের শুরু হয় ১২ ফেব্রুয়ারি ট্রাম্প-পুতিন ফোনালাপের মধ্য দিয়ে। এই ফোনালাপে তাঁরা সম্পর্ক পুনর্গঠনের প্রতিশ্রুতি দেন। এরপরই মিউনিখে নিরাপত্তা সম্মেলনের ডাক দেয় ইউরোপের দেশগুলো; যা আমেরিকার সঙ্গে তাদের বিভাজনকে আরও প্রকট করে।
অন্যদিকে, রাশিয়া-আমেরিকার বৈঠক আয়োজন করে কূটনৈতিকভাবে নিজেদের শক্তিশালী অবস্থান প্রকাশ করেছে সৌদি আরব। একসময় প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়া সৌদি আরবের জন্য একটি বড় অর্জন।
তবে এই কূটনৈতিক পালাবদলে কঠিন অবস্থায় পড়েছে ইউরোপ ও ইউক্রেন। ইউরোপের নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে নতুন শঙ্কা। অন্যদিকে, এই সুযোগে রাশিয়া তাঁর কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করেছে; কাউকে কোনো ছাড় না দিয়েই আন্তর্জাতিক আলোচনার শীর্ষ টেবিলে জায়গা করে নিয়েছে।
রাশিয়ার সংবাদপত্রগুলো তাদের প্রথম পাতায় সৌদি আরবে হওয়া আমেরিকা-রাশিয়া বৈঠকের ছবি ছেপেছে। তাদের বার্তা স্পষ্ট—‘পশ্চিমাদের নিষেধাজ্ঞা রাশিয়াকে একঘরে করতে ব্যর্থ হয়েছে।’
ক্রেমলিনের একটি পত্রিকা লিখেছে, ‘ট্রাম্প জানেন, রাশিয়াকে কিছু ছাড় দিতে হবে। কারণ ইউক্রেনে রাশিয়া বিজয়ী পক্ষ। কিন্তু তিনি আমেরিকার স্বার্থ জলাঞ্জলি দেবেন না, বরং ইউরোপ ও ইউক্রেনকেই এর জন্য চরম মূল্য দিতে হবে।’
পত্রিকাটি আরও লিখেছে, ‘ইউরোপ এত দিন নিজেকে ‘‘সভ্য জগতের’’ অংশ ভেবে অহংকার করত। অথচ এখন তাদের গায়ে কাপড় নেই।’
তবে মস্কোর রাস্তায় সাধারণ মানুষের মাঝে এতটা উচ্ছ্বাস দেখা যায়নি। তাঁরা দেখছেন, অপেক্ষা করছেন আর ভাবছেন—ট্রাম্প সত্যিই রাশিয়ার নতুন বন্ধু হয়ে উঠবেন কি না এবং ইউক্রেন যুদ্ধ বন্ধে কোনো ভূমিকা রাখবেন কি না।
নাদেজদা নামে ক্রেমলিনের এক বাসিন্দা বলেন, ‘ট্রাম্প একজন ব্যবসায়ী। তিনি শুধু টাকা কামাতে চান। আমি মনে করি না যে, কোনো কিছুর পরিবর্তন হবে।’
জিওর্গি নামের আরেকজন বলেন, ‘সৌদি আরবের এই আলোচনা হয়তো কাজে দেবে। আমাদের শত্রুতা বন্ধ করার সময় এসেছে।’
ইরিনা নামের একজন বলেন, ‘ট্রাম্প খুবই সক্রিয় ও উদ্যমী ব্যক্তি। কিন্তু তিনি যে কথা বললেন, তেমনটা করবেন তো?’
রাশিয়ার অনেক মানুষই আশা করছেন, এই আলোচনার মাধ্যমে যুদ্ধ শেষ হবে এবং রাশিয়ার অর্থনীতির উন্নতি হবে। ইউক্রেন যুদ্ধে জড়িয়ে খাদ্য ও অন্যান্য পণ্যের দাম বৃদ্ধি, রাশিয়ার সাধারণ মানুষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
রিয়াদে মার্কিন-রুশ প্রতিনিধিদের একটি আলোচনা হয়েছে। এখানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপস্থিত ছিলেন। তিনি আলোচনা শেষে সাংবাদিকদের জানান, ইউক্রেন ইস্যুতে ট্রাম্প-পুতিন শীর্ষ সম্মেলনের জন্য কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারিত হয়নি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার বলেছেন, তিনি এ মাসেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে পারেন।
বিশেষজ্ঞরা মনে করছেন, পুতিন ও ট্রাম্পের সম্ভাব্য বৈঠক বিশ্বরাজনীতিতে একটি বড় পরিবর্তন আনতে পারে। তবে এটি ন্যাটো ও ইউক্রেনের জন্য ঝুঁকি বয়ে আনবে। আর ইউক্রেনকে যদি বেশি ছাড় দিতে হয়, তবে দেশটি সার্বভৌমত্ব হারাবে।
রুশ সংবাদপত্র মস্কোভোস্কি কমসোমোলেটস মজার ছলে লিখেছে, পুতিনকে ফোন করেছেন ট্রাম্প—ট্রাম্প: ‘পুতিন! তোমার দেশ তো দারুণ, আমার দেশও দারুণ। আমরা পুরো বিশ্বটা ভাগাভাগি করে নিতে পারি না?’
পুতিন: ‘আমি তো এমনটাই বলেছিলাম! চল শুরু করি!...’
এটি কি কেবলই কল্পনা? নাকি বাস্তবতা? সময়ই দেবে এর উত্তর।
ট্রাম্প প্রশাসন পূর্ব এশিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করছে, বিশেষ করে আমেরিকান জীবাশ্ম জ্বালানি, মূলত তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি)–এ বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে। এই প্রচেষ্টার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র এশিয়ার দেশগুলোর মধ্যে শুল্ক এবং জ্বালানি আমদানির সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে উদ্বেগকে কাজে
১ দিন আগেইউক্রেনের সাবেক এক কূটনীতিক বলেন, ‘ট্রাম্প জেলেনস্কিকে সরাতে চান বলে মনে হচ্ছে। কারণ, তিনি কখনোই তাঁকে পছন্দ করেননি। জেলেনস্কিকে সামলোনো কঠিন বলে মনে করেন ট্রাম্প। তাই, নির্বাচন তাঁর কাছে কোনো ইস্যু নয়, উদ্দেশ্য জেলেনস্কিকে সরিয়ে দেওয়া।’
২ দিন আগেরাখাইনের সংকট জটিল হলেও এটি অমীমাংসিত নয়। অন্তর্ভুক্তিমূলক শাসন, কৌশলগত সহযোগিতা এবং টেকসই আন্তর্জাতিক সহায়তার মাধ্যমে অঞ্চলটি সংঘাত থেকে স্থিতিশীলতার দিকে অগ্রসর হতে পারে। ঐতিহাসিক ক্ষোভের সমাধান ও সহযোগিতামূলক পরিবেশ তৈরি করা গেলে রাখাইন একসময় সংকটপূর্ণ অঞ্চল থেকে ঘুরে দাঁড়িয়ে স্থিতিশীলতা ও উন্নয়ন
২ দিন আগেপুতিন ‘বাজি ধরছেন’ যে, তিনি ইউক্রেনের চেয়ে দীর্ঘ সময় লড়াই চালিয়ে যেতে পারবেন, অথবা তিনি এমন একটি সমঝোতা ট্রাম্পের মাধ্যমে আদায় করতে পারবেন, যা রাশিয়াকে বিশ্ব অর্থনীতিতে পুনরায় যুক্ত হওয়ার সুযোগ দেবে, ইউক্রেনকে বিভক্ত ও আধা–ব্যর্থ রাষ্ট্রে পরিণত করবে এবং ইউরোপকে এতটাই হতবাক করে দেবে যে...
৩ দিন আগে