নস্ত্রাদামুস বলেছিলেন—দ্বীপপুঞ্জের রাজা (কিং অব দ্য আইলস) ক্ষমতা হারাতে বাধ্য হবেন এবং এমন একজন অভিষিক্ত হবেন যার রাজা হওয়ার কথা ছিল না।
গত সোমবার (৫ ফেব্রুয়ারি) বাকিংহ্যাম প্যালেসের এক বিবৃতিতে ব্রিটিশ রাজা চার্লসের ক্যানসার ধরা পড়ার খবর দিয়েছে। বলা হয়েছে, চিকিৎসা চলা অবস্থায় ৭৫ বছর বয়সী রাজা জনসাধারণের মুখোমুখি হয়ে দায়িত্ব পালন স্থগিত রাখবেন। তবে যত তাড়াতাড়ি সম্ভব আবারও জনসম্মুখে ফিরে আসার অপেক্ষায় আছেন তিনি। এ অবস্থায় ষোড়শ শতকের আলোচিত ফরাসি জ্যোতিষী নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী আবারও আলোচনার কেন্দ্রে চলে এসেছে। প্রায় ৫০০ বছর আগেই বর্তমান সময়ের প্রেক্ষাপটে নস্ত্রাদামুস একটি রাজকীয় অস্থিরতার আভাস দিয়েছিলেন।
নস্ত্রাদামুসের বিভিন্ন ভবিষ্যদ্বাণী নিয়ে ১৫৫৫ সালে প্রকাশিত সংকলন ‘লেস প্রফেসিস’-এর বরাত দিয়ে সম্প্রতি দ্য মেট্রোর এক প্রতিবেদনে বলা হয়েছিল, রাজা সম্ভবত সিংহাসন ত্যাগ করবেন এবং প্রিন্স হ্যারি সম্ভবত সিংহাসনে আরোহণ করবেন।
এমনটি হলে, ‘দ্বীপপুঞ্জের রাজা (কিং অব দ্য আইলস) ক্ষমতা হারাতে বাধ্য হবেন এবং এমন একজন অভিষিক্ত হবেন যার রাজা হওয়ার কথা ছিল না’—নস্ত্রাদামুসের সেই ভবিষ্যদ্বাণীই যেন এবার সত্যি হবে যাচ্ছে!
‘নস্ত্রাদামুস: দ্য কমপ্লিট প্রফেসিস ফর দ্য ফিউচার’ বইটির ব্রিটিশ লেখক মারিও রিডিংয়ের বিশ্লেষণেও যেন একই কথা উচ্চারিত হয়েছিল অতীতে। তিনি দাবি করেছিলেন—নস্ত্রাদামুস এমন একজন ব্রিটিশ রাজার ভবিষ্যদ্বাণী করেছিলেন যিনি অপ্রিয় এবং ক্ষমতা হারাতে বাধ্য হবেন। এ ক্ষেত্রে উল্লেখ করা যায়, প্রিন্সেস ডায়ানার সঙ্গে চার্লসের বিবাহ-বিচ্ছেদ নিয়ে জনগণের অস্বস্তি, এমনকি অনেকেই তাঁকে রাজা হওয়ার অযোগ্য বিবেচনা করেছিল। প্রকারান্তরে তিনি চাপে পড়ে সিংহাসন ত্যাগ করতে বাধ্য হবেন। আর এমন একজন ব্যক্তি তাঁর উত্তরসূরি হবেন, যার কখনো রাজা হওয়ার আশা ছিল না।
বর্তমান রাজা চার্লসের প্রথম উত্তরসূরি হিসেবে রয়েছেন তাঁর বড় পুত্র প্রিন্স উইলিয়াম। স্বাভাবিকভাবেই চার্লসের পর তাঁরই রাজা হওয়ার কথা। কিন্তু নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণীর কথা উল্লেখ করে অনেকেই নতুন রাজা হিসেবে উইলিয়ামের ছোট ভাই প্রিন্স হ্যারির অভিষিক্ত হওয়ার সম্ভাবনার কথা বলেন।
ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকার প্রশ্নে প্রিন্স হ্যারি অনেক পেছনের সারিতে রয়েছেন। উপরন্তু অভিনেত্রী মেগান ম্যার্কেলকে বিয়ের পর তিনি রাজ দায়িত্ব ত্যাগ করে যুক্তরাষ্ট্র প্রবাসী হয়েছেন। এসব বিবেচনা করলে সত্যিকার অর্থেই হ্যারির রাজা হওয়ার কথা নয়। কিন্তু নস্ত্রাদামুস তো বলেছিলেন—এমন কেউ রাজা হবেন যার রাজা হওয়ার কথা ছিল না!
জানা গেছে, নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণীর মতোই এগিয়ে চলে ব্রিটিশ রাজতন্ত্রের কাহিনি। রাজা চার্লসের ক্যানসার ধরা পড়ার পর আবারও আলোচনার কেন্দ্রে চলে এসেছেন হ্যারি। শুধু তাই নয়, অভিমানী এই রাজকুমার চিকিৎসাধীন রাজাকে দেখার জন্য ক্যানসার ধরা পড়ার পরদিনই লন্ডনে হাজির হন।
রাজকীয় পর্যবেক্ষকেরা বলছেন, চার্লসের অসুস্থতা পিতা ও পুত্রের মধ্যে ফাটল সম্পর্ক পুনরুদ্ধারের ক্ষেত্রে অনুঘটক হতে পারে। আর কে জানে, ইতিহাসের অমোঘ বিধান মেনে হয়তো হ্যারিই হতে যাচ্ছেন পরবর্তী ব্রিটিশ রাজা।
উল্লেখ্য, ফরাসি জ্যোতিষী নস্ত্রাদামুস ব্রিটিশ রাজতন্ত্র নিয়ে আরও বেশ কয়েকটি ভবিষ্যদ্বাণী করেছিলেন, যেগুলো সত্যি হয়েছিল। এর মধ্যে ২০২২ সালে এলিজাবেথের মৃত্যু অন্যতম।
নস্ত্রাদামুস বলেছিলেন—দ্বীপপুঞ্জের রাজা (কিং অব দ্য আইলস) ক্ষমতা হারাতে বাধ্য হবেন এবং এমন একজন অভিষিক্ত হবেন যার রাজা হওয়ার কথা ছিল না।
গত সোমবার (৫ ফেব্রুয়ারি) বাকিংহ্যাম প্যালেসের এক বিবৃতিতে ব্রিটিশ রাজা চার্লসের ক্যানসার ধরা পড়ার খবর দিয়েছে। বলা হয়েছে, চিকিৎসা চলা অবস্থায় ৭৫ বছর বয়সী রাজা জনসাধারণের মুখোমুখি হয়ে দায়িত্ব পালন স্থগিত রাখবেন। তবে যত তাড়াতাড়ি সম্ভব আবারও জনসম্মুখে ফিরে আসার অপেক্ষায় আছেন তিনি। এ অবস্থায় ষোড়শ শতকের আলোচিত ফরাসি জ্যোতিষী নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী আবারও আলোচনার কেন্দ্রে চলে এসেছে। প্রায় ৫০০ বছর আগেই বর্তমান সময়ের প্রেক্ষাপটে নস্ত্রাদামুস একটি রাজকীয় অস্থিরতার আভাস দিয়েছিলেন।
নস্ত্রাদামুসের বিভিন্ন ভবিষ্যদ্বাণী নিয়ে ১৫৫৫ সালে প্রকাশিত সংকলন ‘লেস প্রফেসিস’-এর বরাত দিয়ে সম্প্রতি দ্য মেট্রোর এক প্রতিবেদনে বলা হয়েছিল, রাজা সম্ভবত সিংহাসন ত্যাগ করবেন এবং প্রিন্স হ্যারি সম্ভবত সিংহাসনে আরোহণ করবেন।
এমনটি হলে, ‘দ্বীপপুঞ্জের রাজা (কিং অব দ্য আইলস) ক্ষমতা হারাতে বাধ্য হবেন এবং এমন একজন অভিষিক্ত হবেন যার রাজা হওয়ার কথা ছিল না’—নস্ত্রাদামুসের সেই ভবিষ্যদ্বাণীই যেন এবার সত্যি হবে যাচ্ছে!
‘নস্ত্রাদামুস: দ্য কমপ্লিট প্রফেসিস ফর দ্য ফিউচার’ বইটির ব্রিটিশ লেখক মারিও রিডিংয়ের বিশ্লেষণেও যেন একই কথা উচ্চারিত হয়েছিল অতীতে। তিনি দাবি করেছিলেন—নস্ত্রাদামুস এমন একজন ব্রিটিশ রাজার ভবিষ্যদ্বাণী করেছিলেন যিনি অপ্রিয় এবং ক্ষমতা হারাতে বাধ্য হবেন। এ ক্ষেত্রে উল্লেখ করা যায়, প্রিন্সেস ডায়ানার সঙ্গে চার্লসের বিবাহ-বিচ্ছেদ নিয়ে জনগণের অস্বস্তি, এমনকি অনেকেই তাঁকে রাজা হওয়ার অযোগ্য বিবেচনা করেছিল। প্রকারান্তরে তিনি চাপে পড়ে সিংহাসন ত্যাগ করতে বাধ্য হবেন। আর এমন একজন ব্যক্তি তাঁর উত্তরসূরি হবেন, যার কখনো রাজা হওয়ার আশা ছিল না।
বর্তমান রাজা চার্লসের প্রথম উত্তরসূরি হিসেবে রয়েছেন তাঁর বড় পুত্র প্রিন্স উইলিয়াম। স্বাভাবিকভাবেই চার্লসের পর তাঁরই রাজা হওয়ার কথা। কিন্তু নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণীর কথা উল্লেখ করে অনেকেই নতুন রাজা হিসেবে উইলিয়ামের ছোট ভাই প্রিন্স হ্যারির অভিষিক্ত হওয়ার সম্ভাবনার কথা বলেন।
ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকার প্রশ্নে প্রিন্স হ্যারি অনেক পেছনের সারিতে রয়েছেন। উপরন্তু অভিনেত্রী মেগান ম্যার্কেলকে বিয়ের পর তিনি রাজ দায়িত্ব ত্যাগ করে যুক্তরাষ্ট্র প্রবাসী হয়েছেন। এসব বিবেচনা করলে সত্যিকার অর্থেই হ্যারির রাজা হওয়ার কথা নয়। কিন্তু নস্ত্রাদামুস তো বলেছিলেন—এমন কেউ রাজা হবেন যার রাজা হওয়ার কথা ছিল না!
জানা গেছে, নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণীর মতোই এগিয়ে চলে ব্রিটিশ রাজতন্ত্রের কাহিনি। রাজা চার্লসের ক্যানসার ধরা পড়ার পর আবারও আলোচনার কেন্দ্রে চলে এসেছেন হ্যারি। শুধু তাই নয়, অভিমানী এই রাজকুমার চিকিৎসাধীন রাজাকে দেখার জন্য ক্যানসার ধরা পড়ার পরদিনই লন্ডনে হাজির হন।
রাজকীয় পর্যবেক্ষকেরা বলছেন, চার্লসের অসুস্থতা পিতা ও পুত্রের মধ্যে ফাটল সম্পর্ক পুনরুদ্ধারের ক্ষেত্রে অনুঘটক হতে পারে। আর কে জানে, ইতিহাসের অমোঘ বিধান মেনে হয়তো হ্যারিই হতে যাচ্ছেন পরবর্তী ব্রিটিশ রাজা।
উল্লেখ্য, ফরাসি জ্যোতিষী নস্ত্রাদামুস ব্রিটিশ রাজতন্ত্র নিয়ে আরও বেশ কয়েকটি ভবিষ্যদ্বাণী করেছিলেন, যেগুলো সত্যি হয়েছিল। এর মধ্যে ২০২২ সালে এলিজাবেথের মৃত্যু অন্যতম।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি দ্রুত অগ্রগতির কোনো ইঙ্গিত না পান, তাহলে কয়েক দিনের মধ্যেই তিনি রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনার প্রক্রিয়া থেকে সরে দাঁড়াবেন। ট্রাম্পের এমন মনোভাব নিয়ে এখন চলছে চুলচেরা বিশ্লেষণ।
১৭ ঘণ্টা আগেট্রাম্পের শুল্ক ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার মতো দ্রুত বর্ধনশীল অর্থনীতির জন্য বিশাল ধাক্কা। এই দেশগুলো চিপস থেকে শুরু করে বৈদ্যুতিক গাড়ির মতো গুরুত্বপূর্ণ শিল্পে জড়িত। তারা এখন বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির দ্বন্দ্বের মাঝে আটকা পড়েছে। যেখানে চীন তাদের শক্তিশালী প্রতিবেশী ও সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার।
১ দিন আগেআজ ১৭ এপ্রিল। প্রতি বছর এই দিনটিতে পালিত হয় ‘ফিলিস্তিনি বন্দী দিবস’। এর মধ্য দিয়ে ইসরায়েলের কারাগারে আটক ফিলিস্তিনিদের মুক্তির সংগ্রাম ও নিপীড়নের বিরুদ্ধে তাঁদের লড়াইয়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। ১৯৭৪ সালে বন্দী বিনিময়ের মাধ্যমে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়া প্রথম ফিলিস্তিনি মাহমুদ বাকর হিজ
২ দিন আগেচীন ও যুক্তরাষ্ট্র একে অপরের পণ্যের ওপর পাল্টাপাল্টি শুল্ক আরোপ করছে। এই অবস্থায় দুই দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ ক্রমশ বাড়ছে। তবে চীন শুধু যুক্তরাষ্ট্রের ওপর শুল্ক চাপিয়েই চীনের প্রতিশোধ নেওয়ায় সীমাবদ্ধ থাকেনি। বেইজিং এখন বেশ কিছু গুরুত্বপূর্ণ বিরল মৃত্তিকা খনিজ ও চুম্বক রপ্তানির রাশ টেনেছে।
২ দিন আগে