Ajker Patrika

বাংলাদেশ নাকি নেপাল—কাকে ভোট দেবে ভারত?

আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ১৯: ০৬
বাংলাদেশ নাকি নেপাল—কাকে ভোট দেবে ভারত?

ভারতীয় গণমাধ্যমগুলোর মতে, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশ ও নেপাল ভারতের কাছে অনেক গুরুত্বপূর্ণ। দুই দেশের সঙ্গেই অন্য যেকোনো সময়ের চেয়ে এখন ভালো সম্পর্ক বিরাজ করছে ভারতের। 

এ অবস্থায় আসন্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার (এসইএআরও) আঞ্চলিক পরিচালক পদে নির্বাচনকে কেন্দ্র করে বড় এক সমস্যায় পড়েছে ভারতের মোদি সরকার। কারণ, এই নির্বাচনে বাংলাদেশ ও নেপাল—দুই দেশই প্রার্থী দিয়েছে। এর মধ্যে বাংলাদেশি প্রার্থী হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা ও অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুল। শক্তিশালী প্রার্থী দিয়েছে নেপালও। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন শম্ভু প্রসাদ আচার্য তাদের প্রার্থী। এই দুই প্রার্থীর যেকোনো একজনকে বেছে নিতে হবে নয়াদিল্লির। 

এ বিষয়ে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের পদটিতে বর্তমানে আসীন আছেন ভারতীয় পুনম ক্ষেত্রপাল সিং। ২০১৪ সাল থেকেই এই পদে আছেন তিনি। আগামী দুই সপ্তাহের মধ্যেই নির্বাচিত নতুন পরিচালকের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন। 

নতুন পরিচালক নির্বাচন করতে দক্ষিণ এশিয়ার ১১টি দেশ ভোট প্রদান করবে। এই দেশগুলো হলো বাংলাদেশ, ভুটান, উত্তর কোরিয়া, ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও পূর্ব তিমুর। নিজেদের প্রার্থীর জন্য সমর্থন আদায় করতে এই দেশগুলোর মধ্যে এখন জোর কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে বাংলাদেশ ও নেপাল। 

এ অবস্থায় ভারত কাকে ভোট দেবে—জটিল এই বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে দেশটির গণমাধ্যমগুলোতে। বাংলাদেশ অবশ্য দাবি করছে, আসন্ন নির্বাচন উপলক্ষে ইতিমধ্যে আটটি দেশের সমর্থন আদায় করেছে। এই আট দেশের মধ্যে ভারতও আছে। 

উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছয়টি আঞ্চলিক কার্যালয়ের মধ্যে দক্ষিণ-পূর্ব এশিয়ার (এসইএআরও) আঞ্চলিক কার্যালয় একটি। এই কার্যালয়ের পরিচালক পদের জন্য গত ৪ সেপ্টেম্বর মনোনয়ন পেশ করেন সায়মা ওয়াজেদ। 

ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, সায়মা ওয়াজেদের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসকদের একটি সংস্থার প্রেসিডেন্ট অমিত চক্রবর্তী। তিনি বলেছেন, ‘সায়মার মনোনয়ন  নিয়ে যাঁরা কথা তুলছেন, তাঁরা পক্ষপাতদুষ্ট। এর মধ্যে কোনো সারবত্তা নেই। তাঁরা খুব সচেতনভাবে ভুয়ো খবর ছড়াতে চেষ্টা করছেন।’ 

সায়মা ওয়াজেদ সম্পর্কে অমিত বলেন, ‘উনি এই পদের জন্য সেরা পছন্দ। উনি যদি এই পদে আসেন, তাহলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও অনেক বেশি মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারবেন।’ 

১৯৯৭ সালে যুক্তরাষ্ট্রের ব্যারি বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতক এবং ২০০২ সালে ক্লিনিক্যাল সাইকোলজিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করা সায়মা ওয়াজেদ ২০০৪ সালে স্কুল সাইকোলজির ওপর বিশেষজ্ঞ ডিগ্রি অর্জন করেন। 

২০১৩ সাল থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ পরামর্শক হিসেবে কাজ করছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি

বিএনপি নেতা নাছিরের দুই মেয়ে ও স্ত্রীকে মারধরের অভিযোগ দুই সৎভাইয়ের বিরুদ্ধে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত