ফিচার ডেস্ক
আফগান নারীদের যে স্টেরিওটাইপ চিত্র আমাদের সামনে উপস্থাপন করা হয়, সেটা যে মিথ্যা, তা নয়। বাস্তবতা আছে। ভীষণভাবেই আছে। তবে মলিন মুখের অবহেলিত, নির্যাতিত, স্বপ্নহীন আফগান নারীদের বাইরে হঠাৎ হঠাৎ কিছু স্বপ্নবাজ নারীর গল্প উঠে আসে সামনে। ২৯ বছর বয়সী লিদা হুজুরি সে রকমই একজন, যিনি আক্ষরিক অর্থেই আকাশ ছুঁতে চেয়েছিলেন।
কিন্তু জন্মসূত্রে আফগান হয়েও এখন তিনি একজন শরণার্থীমাত্র। যখন বিশ্ব বুঝতে শুরু করেছিল, তালেবান আফগানিস্তানের ক্ষমতায় বসছে, সে সময় নিজের স্বপ্ন বাঁচাতে পরিবারের সঙ্গে দেশ ছেড়েছিলেন হুজুরি। তাঁর ঠাঁই হয়েছিল পাকিস্তানের এক শরণার্থীশিবিরে। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আফগানিস্তানের পতনের সময় মেয়েরা তাদের ঘরে বন্দী ছিল। তখন মনে হয়েছিল, আমার স্বপ্ন ডানাসহ খাঁচায় আটকে থাকা একটি পাখি!’
মূলত লিদা হুজুরি একজন প্যারাগ্লাইডার। আফগানিস্তানের নারী প্যারাগ্লাইডার। দেশ ছাড়ার আগেই তিনি এর সঙ্গে যুক্ত হন। শুরুর দিকে তাঁরা দুজন নারী এই খেলার সঙ্গে যুক্ত ছিলেন। নারীদের মধ্যে প্যারাগ্লাইডিং ছড়িয়ে দিতে চেয়ে তাঁরা ব্যর্থ হন। কারণ, আফগানিস্তানের পুরুষতান্ত্রিক সমাজ মনে করত, প্যারাগ্লাইডিং নারীর কাজ নয়। আর তালেবান ক্ষমতায় আসার পর তো তিনি দেশই ছেড়ে দেন।
প্রতিবেশীসহ অন্যদের কাছ থেকে তো বটেই, প্যারাগ্লাইডিং শুরু করে পরিবারে বাবা ছাড়া অন্য সদস্যদের বিরোধিতার মুখোমুখি হতে হয় হুজুরিকে। অবশ্য পরে পরিবারের সবাই বিষয়টি ধীরে ধীরে মেনে নেন। ফলে এখন তিনি মনের আনন্দে উড়তে পারেন নীল আকাশে।
কাবুলের চমন-ই-নাই এলাকায় শুরু হয়েছিল হুজুরির প্যারাগ্লাইডিং জীবন। প্রথমে ১ হাজার ২০০ মিটার উচ্চতার একক ফ্লাইট করেছিলেন তিনি। প্রায় এক দশকের অনুশীলনের পরে এখন ৩ হাজার মিটার উচ্চতায় উড়তে পারেন। বাতাসে ভেসে থাকতে পারেন তিন ঘণ্টা পর্যন্ত। ২০১৮ সালে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে আফগানিস্তানের পক্ষে প্রথম প্রতিনিধিত্ব করেছিলেন হুজুরি। সে আসরে বিশ্বকে দেখিয়ে দিয়েছিলেন, আফগান নারীরাও এ ধরনের খেলাধুলা করতে পারে। হুজুরি লেখাপড়া করেছেন সাংবাদিকতা বিষয়ে। প্যারাগ্লাইডিং প্রশিক্ষণের পাশাপাশি তিনি কাবুলের বিভিন্ন মিডিয়া আউটলেটের সঙ্গে কাজ করেছেন। তারপরেও একটা সময় প্যারাগ্লাইডিং সম্পূর্ণভাবে ছেড়ে দিতে হয় তাঁকে।
শরণার্থী হিসেবে পাকিস্তানে যাওয়ার পর হুজুরি সে দেশে অনুষ্ঠিত একটি প্রতিযোগিতায় আফগানিস্তানের প্রতিনিধিত্ব করেছেন। কিন্তু শরণার্থী বলে পাকিস্তানের বাইরের প্রতিযোগিতার সবই তাঁর নাগালের বাইরে। হুজুরি বলেন, ‘সারা বছর প্রতিযোগিতা হয়। আমি অংশগ্রহণ করতে চাই। কিন্তু নির্দিষ্ট কারণে আমি সেগুলোতে অংশ নিতে পারি না। কারণ, আমি এখানে একজন শরণার্থী।’
সাংবাদিকতায় উচ্চশিক্ষা লাভ করা এবং প্যারাগ্লাইডিংয়ে উচ্চতর প্রশিক্ষণ পাওয়া হুজুরি স্বপ্ন দেখেন দেশে ফেরার। দেশের আকাশে মুক্ত পাখির মতো উড়ে বেড়ানোর। দেশের হয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার।
আফগান নারীদের যে স্টেরিওটাইপ চিত্র আমাদের সামনে উপস্থাপন করা হয়, সেটা যে মিথ্যা, তা নয়। বাস্তবতা আছে। ভীষণভাবেই আছে। তবে মলিন মুখের অবহেলিত, নির্যাতিত, স্বপ্নহীন আফগান নারীদের বাইরে হঠাৎ হঠাৎ কিছু স্বপ্নবাজ নারীর গল্প উঠে আসে সামনে। ২৯ বছর বয়সী লিদা হুজুরি সে রকমই একজন, যিনি আক্ষরিক অর্থেই আকাশ ছুঁতে চেয়েছিলেন।
কিন্তু জন্মসূত্রে আফগান হয়েও এখন তিনি একজন শরণার্থীমাত্র। যখন বিশ্ব বুঝতে শুরু করেছিল, তালেবান আফগানিস্তানের ক্ষমতায় বসছে, সে সময় নিজের স্বপ্ন বাঁচাতে পরিবারের সঙ্গে দেশ ছেড়েছিলেন হুজুরি। তাঁর ঠাঁই হয়েছিল পাকিস্তানের এক শরণার্থীশিবিরে। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আফগানিস্তানের পতনের সময় মেয়েরা তাদের ঘরে বন্দী ছিল। তখন মনে হয়েছিল, আমার স্বপ্ন ডানাসহ খাঁচায় আটকে থাকা একটি পাখি!’
মূলত লিদা হুজুরি একজন প্যারাগ্লাইডার। আফগানিস্তানের নারী প্যারাগ্লাইডার। দেশ ছাড়ার আগেই তিনি এর সঙ্গে যুক্ত হন। শুরুর দিকে তাঁরা দুজন নারী এই খেলার সঙ্গে যুক্ত ছিলেন। নারীদের মধ্যে প্যারাগ্লাইডিং ছড়িয়ে দিতে চেয়ে তাঁরা ব্যর্থ হন। কারণ, আফগানিস্তানের পুরুষতান্ত্রিক সমাজ মনে করত, প্যারাগ্লাইডিং নারীর কাজ নয়। আর তালেবান ক্ষমতায় আসার পর তো তিনি দেশই ছেড়ে দেন।
প্রতিবেশীসহ অন্যদের কাছ থেকে তো বটেই, প্যারাগ্লাইডিং শুরু করে পরিবারে বাবা ছাড়া অন্য সদস্যদের বিরোধিতার মুখোমুখি হতে হয় হুজুরিকে। অবশ্য পরে পরিবারের সবাই বিষয়টি ধীরে ধীরে মেনে নেন। ফলে এখন তিনি মনের আনন্দে উড়তে পারেন নীল আকাশে।
কাবুলের চমন-ই-নাই এলাকায় শুরু হয়েছিল হুজুরির প্যারাগ্লাইডিং জীবন। প্রথমে ১ হাজার ২০০ মিটার উচ্চতার একক ফ্লাইট করেছিলেন তিনি। প্রায় এক দশকের অনুশীলনের পরে এখন ৩ হাজার মিটার উচ্চতায় উড়তে পারেন। বাতাসে ভেসে থাকতে পারেন তিন ঘণ্টা পর্যন্ত। ২০১৮ সালে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে আফগানিস্তানের পক্ষে প্রথম প্রতিনিধিত্ব করেছিলেন হুজুরি। সে আসরে বিশ্বকে দেখিয়ে দিয়েছিলেন, আফগান নারীরাও এ ধরনের খেলাধুলা করতে পারে। হুজুরি লেখাপড়া করেছেন সাংবাদিকতা বিষয়ে। প্যারাগ্লাইডিং প্রশিক্ষণের পাশাপাশি তিনি কাবুলের বিভিন্ন মিডিয়া আউটলেটের সঙ্গে কাজ করেছেন। তারপরেও একটা সময় প্যারাগ্লাইডিং সম্পূর্ণভাবে ছেড়ে দিতে হয় তাঁকে।
শরণার্থী হিসেবে পাকিস্তানে যাওয়ার পর হুজুরি সে দেশে অনুষ্ঠিত একটি প্রতিযোগিতায় আফগানিস্তানের প্রতিনিধিত্ব করেছেন। কিন্তু শরণার্থী বলে পাকিস্তানের বাইরের প্রতিযোগিতার সবই তাঁর নাগালের বাইরে। হুজুরি বলেন, ‘সারা বছর প্রতিযোগিতা হয়। আমি অংশগ্রহণ করতে চাই। কিন্তু নির্দিষ্ট কারণে আমি সেগুলোতে অংশ নিতে পারি না। কারণ, আমি এখানে একজন শরণার্থী।’
সাংবাদিকতায় উচ্চশিক্ষা লাভ করা এবং প্যারাগ্লাইডিংয়ে উচ্চতর প্রশিক্ষণ পাওয়া হুজুরি স্বপ্ন দেখেন দেশে ফেরার। দেশের আকাশে মুক্ত পাখির মতো উড়ে বেড়ানোর। দেশের হয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার।
বিয়ে, তালাক, উত্তরাধিকার ও ভরণপোষণে সমান অধিকারের জন্য অধ্যাদেশ জারির সুপারিশ করেছে নারীবিষয়ক সংস্কার কমিশন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া প্রতিবেদনে এই সুপারিশ করা হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরীন
২ দিন আগেপ্রতিবন্ধী নারীদের জন্য সহজলভ্য ও নিরাপদ স্যানিটারি পণ্য উদ্ভাবনে সরকারি-বেসরকারি অংশীদারত্বের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। আজ বৃহস্পতিবার বাংলাদেশ পর্যটন করপোরেশনের মিলনায়তনে আয়োজিত ‘প্রতিবন্ধী নারীদের জন্য স্যানিটারি পণ্য উদ্ভাবন’ শীর্ষক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তাঁরা
৪ দিন আগেনারীর সংজ্ঞা জৈবিক লিঙ্গের ভিত্তিতে নির্ধারিত হবে বলে ঐতিহাসিক রায় দিয়েছেন যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট। ট্রান্সজেন্ডারদের লৈঙ্গিকভিত্তিক সুরক্ষার আবেদন খারিজ করে আদালত জানিয়েছেন, লিঙ্গ একটি দ্বৈত ধারণা—নারী অথবা পুরুষ। তবে ট্রান্সজেন্ডার ব্যক্তিরা বিদ্যমান আইনে বৈষম্যের বিরুদ্ধে সুরক্ষা পান।
৫ দিন আগেমধ্যবিত্ত এক পরিবারে বেড়ে ওঠা মানুষের গন্তব্য লেখাপড়া শেষ করে চাকরি পাওয়া। তারপর নিজেকে গুছিয়ে নেওয়া। কিন্তু কখনো কখনো কিছু মানুষ এই বৃত্ত ভেঙে ফেলার চেষ্টা করেন। সে এক বিশাল লড়াই। তেমনই লড়াই করে চলেছেন এক তরুণ উদ্যোক্তা ইফ্ফাত আলম জেসিকা। নিজের তো বটেই, কর্মসংস্থান করেছেন আরও প্রায় ৩২ জন নারীর।
৫ দিন আগে