গাঁটের পয়সায় ১০ হাজার কর্মীকে ডিজনি ঘোরার সুযোগ দিলেন সিইও
এখানেই থেমে থাকেননি সিইও গ্রিফিন। নিউইয়র্ক, হিউস্টন, প্যারিস, জুরিখ এবং অন্যান্য শহরের কর্মীদের উড়োজাহাজের ভাড়াও দিয়েছেন তিনি। হোটেল বিল, পার্ক টিকিট, সেই সঙ্গে সমস্ত খাবারের বিলও গ্রিফিন দিয়েছেন।