সাগরের নিচে এসব জাহাজ, যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ এলো কীভাবে
দক্ষিণ প্রশান্ত মহাসাগরের বুকে প্রবাল প্রাচীর ঘেরা এক ল্যাগুন বা উপহ্রদ চাক অ্যাটোল। এর স্বচ্ছ নীল জলে ডুব দিলে আশ্চর্য এক জগতে চলে আসবেন। যেদিকে তাকাবেন বিভিন্ন ধরনের ধ্বংসাবশেষ। যুদ্ধ জাহাজ, সওদাগরি জাহাজ, যুদ্ধ বিমান, সাবমেরিন কী নেই সেখানে! বর্ণিল প্রবাল এগুলোর শরীরে জড়িয়ে আশ্চর্য এক পরিবেশ তৈরি