ডয়চে ভেলে
স্পেনের এক লুপ্তপ্রায় গ্রামের মানুষ বহির্বিশ্বের নজর আকর্ষণ করতে এক অভিনব পথ বেছে নিয়েছে৷ ক্যালেন্ডারের জন্য ক্যামেরার সামনে নগ্ন অবস্থায় হাজির হয়েছে তাঁরা৷ ইতিবাচক সাড়া পেয়ে পরের বছরও একই কাজ করতে চায় গ্রামবাসী৷
খুয়ানখো পেরেসের মতো গ্রামের অনেকেই জামাকাপড় খুলেছে৷ ৬৮ বছর বয়সী মানুষটি আবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন৷ এক বছর আগে সেই জায়গায় গ্রামের প্রায় সব মানুষ বিবস্ত্র হয়ে ছবি তুলিয়েছিল৷ খুয়ানখো বলেন, ‘অংশ না নিয়ে পারিনি৷ ওরা বলল, মানুষ কম পড়ছে৷ জনসংখ্যা এত কম হওয়ায় অন্য কোনো উপায় ছিল না।’
স্পেনের মোরিকা অঞ্চলের পেনিয়া সাফরা দে আবাখো নামে গ্রামটির বাসিন্দারা ভাগ্যান্বেষণের জন্য একে একে গ্রাম ছেড়েছে। টিকে রয়েছে শুধু ১৬ জন। গ্রামটিকে মৃত্যুর মুখ থেকে বাঁচাতে মরিয়া হয়ে তারা ক্যালেন্ডারের জন্য নিজেদের নগ্ন ছবি তুলিয়েছিল৷
স্পেনের রক্ষণশীল দক্ষিণ-পূর্ব অঞ্চলে এমন ঘটনা বেশ আলোড়ন তুলেছিল৷ আন্তোনিয়া পেরেয়াও সেই শুটিংয়ে অংশ নিয়েছিলেন৷ সেখানকার মানুষ যে অনেক খোলা মনের অধিকারী এবং অগ্রগতির পক্ষে, ৬৪ বছর বয়সী এই নারী তা দেখাতে চান৷ আন্তোনিয়া বলেন, ‘আমাদের ভাবমূর্তি বেশ খারাপ৷ আমরাও বড় জনপদের মানুষের মতো ইমেজ চাই৷ আমরাও তো কর দিই৷ অথচ আমাদের ছোট এই জায়গা যেন কিছুটা অবহেলিত৷’
ফটোগ্রাফার দাবিদ কান্তো ও খুয়ানখো রামিরেস গ্রামের বাসিন্দাদের সহজেই বোঝাতে পেরেছিলেন৷ দাবিদ বলেন, ‘গ্রামে মুখে-মুখেই খবর ছড়িয়ে পড়ে৷ প্রতিবেশীরা কী করছে, কত ভালো করছে, মানুষ তা দেখে৷ এভাবে তারা একে অপরের পথ অনুসরণ করে৷’
গ্রামের মেয়রের মথায় নগ্ন ক্যালেন্ডারের আইডিয়া আসে৷ ৩০ বছর বয়সী লুসিয়া নিকোলাস গ্রামের অন্যতম তরুণদের মধ্যে পড়েন৷ তিনি প্রতিবেশীদের সাহস দেখে গর্বিত৷ তিনি মনে করেন, ‘এটা শুধু একধরনের মুক্তি নয়৷ আমরা অনেক বদ্ধমূল ধারণাও ভেঙে দিচ্ছি৷ শারীরিক কসরত করা মানুষের ছবি তোলা হয়নি৷ এরা সাধারণ মানুষ৷ এখানে সবাই নিজেকে নিজের মতো করেই দেখাতে পারে৷ আমাদের দেখা অন্যান্য নগ্ন ছবির মতো নয়৷ আমি নিজেও এভাবে ছবি তুলিয়েছি৷ ফটো দারুণ হয়েছে৷’
লুসিয়া ও তাঁর সতীর্থরা এসব ছবির মাধ্যমে অন্য একটি বার্তাও দিতে চেয়েছেন৷ গত শতাব্দীর ষাটের দশক থেকে সেই অঞ্চলে বালু ও মার্বেল পাথর সংগ্রহ করা হচ্ছে৷ এককালের সুন্দর গ্রাম আজ পাথর ভাঙার বিকট শব্দ, ধুলা ও নোংরার ভারে আক্রান্ত৷ লুসিয়া বলেন, ‘এ ছাড়া অনেক সম্পদ রয়েছে৷ আমাদের একটা সংস্কৃতিও আছে৷ আমরা সেটাই দেখাতে চাই৷ ওয়াইন সেলার আছে, পাইনগাছ আছে, যেটির বয়স নিশ্চয় আমাদের সবার চেয়ে বেশি৷ আমাদের আশপাশের সবকিছুর থেকেও আমাদের নিজস্ব মূল্য রয়েছে৷ সেটাই আমরা দেখাতে চাই৷’
ইতিমধ্যে সেই ক্যালেন্ডার স্পেনের সীমানার বাইরেও পরিচিতি পেয়েছে৷ কুমড়োচাষি হিসেবে খুয়ানখো পেরেস তাতে খুশি৷ তিনি নিজের সম্পূর্ণ এক নতুন দিক আবিষ্কার করেছেন৷ খুয়ানখো বলেন, ‘আগে কখনো এমনটা না করলেও আমার আর কোনো সংকোচ নেই৷ পরেরবারও অবশ্যই সঙ্গে থাকব৷’
পেনিয়া সাফরা দে আবাখো গ্রামের মানুষ এরই মধ্যে পরের বছরের জন্য নতুন ক্যালেন্ডারের পরিকল্পনা করছে৷ তখন গ্রামের আরও মানুষ নগ্ন হতে চায়৷
স্পেনের এক লুপ্তপ্রায় গ্রামের মানুষ বহির্বিশ্বের নজর আকর্ষণ করতে এক অভিনব পথ বেছে নিয়েছে৷ ক্যালেন্ডারের জন্য ক্যামেরার সামনে নগ্ন অবস্থায় হাজির হয়েছে তাঁরা৷ ইতিবাচক সাড়া পেয়ে পরের বছরও একই কাজ করতে চায় গ্রামবাসী৷
খুয়ানখো পেরেসের মতো গ্রামের অনেকেই জামাকাপড় খুলেছে৷ ৬৮ বছর বয়সী মানুষটি আবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন৷ এক বছর আগে সেই জায়গায় গ্রামের প্রায় সব মানুষ বিবস্ত্র হয়ে ছবি তুলিয়েছিল৷ খুয়ানখো বলেন, ‘অংশ না নিয়ে পারিনি৷ ওরা বলল, মানুষ কম পড়ছে৷ জনসংখ্যা এত কম হওয়ায় অন্য কোনো উপায় ছিল না।’
স্পেনের মোরিকা অঞ্চলের পেনিয়া সাফরা দে আবাখো নামে গ্রামটির বাসিন্দারা ভাগ্যান্বেষণের জন্য একে একে গ্রাম ছেড়েছে। টিকে রয়েছে শুধু ১৬ জন। গ্রামটিকে মৃত্যুর মুখ থেকে বাঁচাতে মরিয়া হয়ে তারা ক্যালেন্ডারের জন্য নিজেদের নগ্ন ছবি তুলিয়েছিল৷
স্পেনের রক্ষণশীল দক্ষিণ-পূর্ব অঞ্চলে এমন ঘটনা বেশ আলোড়ন তুলেছিল৷ আন্তোনিয়া পেরেয়াও সেই শুটিংয়ে অংশ নিয়েছিলেন৷ সেখানকার মানুষ যে অনেক খোলা মনের অধিকারী এবং অগ্রগতির পক্ষে, ৬৪ বছর বয়সী এই নারী তা দেখাতে চান৷ আন্তোনিয়া বলেন, ‘আমাদের ভাবমূর্তি বেশ খারাপ৷ আমরাও বড় জনপদের মানুষের মতো ইমেজ চাই৷ আমরাও তো কর দিই৷ অথচ আমাদের ছোট এই জায়গা যেন কিছুটা অবহেলিত৷’
ফটোগ্রাফার দাবিদ কান্তো ও খুয়ানখো রামিরেস গ্রামের বাসিন্দাদের সহজেই বোঝাতে পেরেছিলেন৷ দাবিদ বলেন, ‘গ্রামে মুখে-মুখেই খবর ছড়িয়ে পড়ে৷ প্রতিবেশীরা কী করছে, কত ভালো করছে, মানুষ তা দেখে৷ এভাবে তারা একে অপরের পথ অনুসরণ করে৷’
গ্রামের মেয়রের মথায় নগ্ন ক্যালেন্ডারের আইডিয়া আসে৷ ৩০ বছর বয়সী লুসিয়া নিকোলাস গ্রামের অন্যতম তরুণদের মধ্যে পড়েন৷ তিনি প্রতিবেশীদের সাহস দেখে গর্বিত৷ তিনি মনে করেন, ‘এটা শুধু একধরনের মুক্তি নয়৷ আমরা অনেক বদ্ধমূল ধারণাও ভেঙে দিচ্ছি৷ শারীরিক কসরত করা মানুষের ছবি তোলা হয়নি৷ এরা সাধারণ মানুষ৷ এখানে সবাই নিজেকে নিজের মতো করেই দেখাতে পারে৷ আমাদের দেখা অন্যান্য নগ্ন ছবির মতো নয়৷ আমি নিজেও এভাবে ছবি তুলিয়েছি৷ ফটো দারুণ হয়েছে৷’
লুসিয়া ও তাঁর সতীর্থরা এসব ছবির মাধ্যমে অন্য একটি বার্তাও দিতে চেয়েছেন৷ গত শতাব্দীর ষাটের দশক থেকে সেই অঞ্চলে বালু ও মার্বেল পাথর সংগ্রহ করা হচ্ছে৷ এককালের সুন্দর গ্রাম আজ পাথর ভাঙার বিকট শব্দ, ধুলা ও নোংরার ভারে আক্রান্ত৷ লুসিয়া বলেন, ‘এ ছাড়া অনেক সম্পদ রয়েছে৷ আমাদের একটা সংস্কৃতিও আছে৷ আমরা সেটাই দেখাতে চাই৷ ওয়াইন সেলার আছে, পাইনগাছ আছে, যেটির বয়স নিশ্চয় আমাদের সবার চেয়ে বেশি৷ আমাদের আশপাশের সবকিছুর থেকেও আমাদের নিজস্ব মূল্য রয়েছে৷ সেটাই আমরা দেখাতে চাই৷’
ইতিমধ্যে সেই ক্যালেন্ডার স্পেনের সীমানার বাইরেও পরিচিতি পেয়েছে৷ কুমড়োচাষি হিসেবে খুয়ানখো পেরেস তাতে খুশি৷ তিনি নিজের সম্পূর্ণ এক নতুন দিক আবিষ্কার করেছেন৷ খুয়ানখো বলেন, ‘আগে কখনো এমনটা না করলেও আমার আর কোনো সংকোচ নেই৷ পরেরবারও অবশ্যই সঙ্গে থাকব৷’
পেনিয়া সাফরা দে আবাখো গ্রামের মানুষ এরই মধ্যে পরের বছরের জন্য নতুন ক্যালেন্ডারের পরিকল্পনা করছে৷ তখন গ্রামের আরও মানুষ নগ্ন হতে চায়৷
দাতব্য তহবিল সংগ্রহে অভিনব এক নিলামের আয়োজন করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। বিশেষ নম্বরের যানবাহনের রেজিস্ট্রেশন প্লেট আর মোবাইল নম্বর তোলা হবে নিলামে। এসব নম্বরকে বলা হচ্ছে ‘মোস্ট নোবল নাম্বার’।
৩ দিন আগেনেই অফিসে যাওয়ার ঝক্কি। তবে, আছে অফিসের কাজ। বর্তমানে বেশ জনপ্রিয় একটি ধারণা এই ‘হোম অফিস’। যুক্তরাষ্ট্রে আজ ‘অর্গানাইজ ইওর হোম অফিস ডে’, অর্থাৎ নিজের কাজের জায়গা ও পরিবেশকে সুশৃঙ্খল করার দিন এটি।
৪ দিন আগেফ্যাশন জগৎ সব সময়ই নতুনত্বের খোঁজে থাকে। কখনো ক্ল্যাসিক, কখনো আবার উদ্ভট—ফ্যাশনের এই বিবর্তন যেন থামেই না কখনো। তবে মাঝে মাঝে এমন কিছু ট্রেন্ড সামনে আসে, যা দেখে চোখ কপালে ওঠে যায়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে এক পায়ের জিনস। হ্যাঁ, ঠিক শুনেছেন—এক পায়ের জিনস!
৬ দিন আগেএক টুকরো টোস্টে যিশুর অবয়ব দেখার কথা হয়তো শুনেছেন, কিন্তু একটি চিটো বা চিপস যদি দেখতে হয় জনপ্রিয় কার্টুন পোকেমন চরিত্রের মতো? সম্প্রতি চারিজার্ডের আকৃতির একটি ফ্লেমিন হট চিটো নিলামে ৮৭ হাজার ৮৪০ ডলারে বিক্রি হয়েছে, যা সংগ্রহশালার দুনিয়ায় আলোড়ন তুলেছে।
৭ দিন আগে