ইশতিয়াক হাসান
মালদ্বীপের দ্বীপগুলোর পর্যটকদের মুগ্ধ করার মতো অনেক কিছুই আছে। তবে এদের মধ্যে ভাধু দ্বীপে গেলে রীতিমতো চমকে উঠবেন। সাগরের ঢেউগুলো এমন উজ্জ্বল নীল রঙা, যেন জ্বলছে। তারপর এসে আছড়ে পড়ছে তীরের বালুময় সৈকতে। হয়তো আপনার মনে হতে পারে এটা পৃথিবীর কোনো দৃশ্য নয়, কল্পনার রাজ্যের কিছু একটা সামনে চলে এসেছে। স্বপ্ন দেখছেন ভেবে চোখ কচলে নিতে পারেন বার কয়েক। অবশ্য এই আশ্চর্য আলোর খেলা দেখার সৌভাগ্য হবে আপনার কেবল আঁধার নামার পরই।
মালদ্বীপের রা অ্যাটোলের একটি দ্বীপ ভাধু দ্বীপ। সাধারণত প্রবাল প্রাচীর ঘিরে থাকে উপহ্রদ বা ল্যাগুনকে বলা হয় অ্যাটোল। তো ভাদু দ্বীপ নিয়ে এমনিতে মাতামাতি করার কিছু ছিল না। ছোট্ট দ্বীপটির জনসংখ্যা টেনেটুনে ৫০০ পেরিয়েছে। কিন্তু এর সাগরের জলে এই নীলাভ আলো একে পৃথিবীর মানচিত্রে আলাদা জায়গা করে দিয়েছে। এটি এখন পরিচিতি পেয়ে গেছে সি অব স্টারস নামে।
পশ্চিম আকাশে সূর্য যখন ডুব দেয়, আকাশ ধরতে শুরু করে কালো রং, মালদ্বীপে ভাদু দ্বীপের পাশের সাগরের জল মেতে ওঠে আশ্চর্য এক আলোর খেলায়। হঠাৎ ভাবতে পারেন আকাশের তারারা খসে পড়েছে জ্বলে। আর এতেই ঢেউগুলো এমন নীল আলোয় জ্বলছে।
এখন নিশ্চয় আপনার মনে প্রশ্ন জাগছে, এই আলোর রহস্য কী? তাহলে চলুন বিষয়টি খোলাসা করি। বায়োলোমিনিসেন্স হলো জীবদেহে জৈব রাসায়নিক বিক্রিয়ায় আলো নিঃসৃত হওয়ার একটি প্রক্রিয়া। ব্যাকটেরিয়া, জেলি ফিশ, নানা ধরনের মাছ, কাঁকড়াজাতীয় কঠিন খোলের প্রাণী এমনকি মাশরুম কিংবা শৈবালের মতো উদ্ভিদের মধ্যেও এটা ঘটতে পারে।
মালদ্বীপের সাগরের জলে বায়োলোমিনিসেন্স ঘটে আণুবীক্ষণিক এক প্ল্যাংকটন ডাইনোফ্লাজেলেইটে। এই প্ল্যাংকটনেরা লুসিফেরিন নামের একধরনের রাসায়নিক ব্যবহার করে উজ্জ্বল নীল আলোর বিচ্ছুরণ ঘটনায়। এটা এরা এমনি এমনি করে না, করে এদের শিকার করে এমন প্রাণীদের থেকে আত্মরক্ষার জন্য। ডাইনোফ্লাজেলেইটদের বিচ্ছুরিত আলোয় শিকারি প্রাণীরা অনেক সময়ই বিভ্রান্ত হয় এবং অন্যদিকে চলে যায়। এই আলো বিচ্ছুরণের ক্ষেত্রে সাগরের ঢেউয়ের অবস্থাও ভূমিকা রাখে।
ডাইনোফ্লাজেলেইটদের নীল আলো খুব প্রশান্তিদায়ক মনে হলেও এদের খুব বন্ধুভাবাপন্ন বলা যাবে না। কিছু কিছু ডাইনোফ্লাজেলেইট মানুষ, মাছসহ বিভিন্ন প্রাণীর জন্য ক্ষতিকর বিষাক্ত পদার্থ উৎপাদন করে।
আরেকটি মজার ব্যাপার আছে এই নীল আলোর। অন্য প্রাণীরা এই জ্বলজ্বলে প্লাংকটন খেয়েও অনেক সময় বিপদে পড়ে। কারণ এটা অন্য প্রাণীর শরীরে গিয়েও জ্বলতে পারে। তখন সেই আলো আবার আরও বড় শিকারি জলজ প্রাণীদের আকৃষ্ট করে।
এই নীল আলো নিয়ে নানা গল্পগাথা প্রচলিত আছে মালদ্বীপে। আর এগুলো পরিষ্কার করে দেয়, প্রাচীন মালদ্বীপবাসী প্রকৃতির এই শক্তিকে সমীহের চোখে দেখত এমনকি ভয়ও করত। তাঁরা সম্ভবত বিশ্বাস করত এই আলো দেখা দেওয়া অশুভ ইঙ্গিতবাহী। একই সঙ্গে একে সাগরের ক্ষমতার প্রতীক মনে করা হতো।
তবে বায়োলোমিনিসেন্স প্ল্যাংকটনের উপস্থিতি কয়েকটি বিষয়ের ওপর নির্ভরশীল। এগুলোর মধ্যে আছে পানির তাপমাত্রা, লবণাক্ততা, ঢেউ, পুষ্টির মাত্রা ইত্যাদি। আর এটাকে দেখার জন্য তাই সঠিক সময়ে সঠিক জায়গায় থাকাটা জরুরি। চাঁদের আলো নেই এমন রাতে এই আলো বেশি চোখে পড়ে সাগরে।
বুঝতেই পারছেন, এই নীল আলোর খেলা মালদ্বীপে আসা পর্যটকদের কাছে একটি বড় আকর্ষণ। তবে মালদ্বীপের ভাধু দ্বীপ সি অব স্টারস বা নীল আলোর খেলার জন্য নাম কামালেও এটা নিয়মিত দেখা যায় আরও কিছু জায়গায়। এমনকি সাগরের যে কোনো জায়গায় এর দেখা মিলতে পারে। মালদ্বীপের কথা যদি বিবেচনা করেন তবে মাধধু কিংবা রাংগালি দ্বীপের জলেও আশ্চর্য এই খেলা দেখতে পারবেন।
এ ছাড়া ক্যালিফোর্নিয়ার লিওকাডিয়া উপকূলেও জোয়ারের সময় ঢেউয়ে আলোর খেলা দেখতে পারবেন। তেমনি বায়োলোমিনিসেন্সের দেখা পেতে পারেন ভারতের লক্ষা দ্বীপের উপকূলে ও পুয়ের্তো রিকোর মসকুইটো উপসাগরে।
সূত্র: ইভেনিং স্ট্যান্ডার্ড, ভিজিট মালদ্বীপ ডট কম, হোয়েন অন আর্থ ডট নেট
মালদ্বীপের দ্বীপগুলোর পর্যটকদের মুগ্ধ করার মতো অনেক কিছুই আছে। তবে এদের মধ্যে ভাধু দ্বীপে গেলে রীতিমতো চমকে উঠবেন। সাগরের ঢেউগুলো এমন উজ্জ্বল নীল রঙা, যেন জ্বলছে। তারপর এসে আছড়ে পড়ছে তীরের বালুময় সৈকতে। হয়তো আপনার মনে হতে পারে এটা পৃথিবীর কোনো দৃশ্য নয়, কল্পনার রাজ্যের কিছু একটা সামনে চলে এসেছে। স্বপ্ন দেখছেন ভেবে চোখ কচলে নিতে পারেন বার কয়েক। অবশ্য এই আশ্চর্য আলোর খেলা দেখার সৌভাগ্য হবে আপনার কেবল আঁধার নামার পরই।
মালদ্বীপের রা অ্যাটোলের একটি দ্বীপ ভাধু দ্বীপ। সাধারণত প্রবাল প্রাচীর ঘিরে থাকে উপহ্রদ বা ল্যাগুনকে বলা হয় অ্যাটোল। তো ভাদু দ্বীপ নিয়ে এমনিতে মাতামাতি করার কিছু ছিল না। ছোট্ট দ্বীপটির জনসংখ্যা টেনেটুনে ৫০০ পেরিয়েছে। কিন্তু এর সাগরের জলে এই নীলাভ আলো একে পৃথিবীর মানচিত্রে আলাদা জায়গা করে দিয়েছে। এটি এখন পরিচিতি পেয়ে গেছে সি অব স্টারস নামে।
পশ্চিম আকাশে সূর্য যখন ডুব দেয়, আকাশ ধরতে শুরু করে কালো রং, মালদ্বীপে ভাদু দ্বীপের পাশের সাগরের জল মেতে ওঠে আশ্চর্য এক আলোর খেলায়। হঠাৎ ভাবতে পারেন আকাশের তারারা খসে পড়েছে জ্বলে। আর এতেই ঢেউগুলো এমন নীল আলোয় জ্বলছে।
এখন নিশ্চয় আপনার মনে প্রশ্ন জাগছে, এই আলোর রহস্য কী? তাহলে চলুন বিষয়টি খোলাসা করি। বায়োলোমিনিসেন্স হলো জীবদেহে জৈব রাসায়নিক বিক্রিয়ায় আলো নিঃসৃত হওয়ার একটি প্রক্রিয়া। ব্যাকটেরিয়া, জেলি ফিশ, নানা ধরনের মাছ, কাঁকড়াজাতীয় কঠিন খোলের প্রাণী এমনকি মাশরুম কিংবা শৈবালের মতো উদ্ভিদের মধ্যেও এটা ঘটতে পারে।
মালদ্বীপের সাগরের জলে বায়োলোমিনিসেন্স ঘটে আণুবীক্ষণিক এক প্ল্যাংকটন ডাইনোফ্লাজেলেইটে। এই প্ল্যাংকটনেরা লুসিফেরিন নামের একধরনের রাসায়নিক ব্যবহার করে উজ্জ্বল নীল আলোর বিচ্ছুরণ ঘটনায়। এটা এরা এমনি এমনি করে না, করে এদের শিকার করে এমন প্রাণীদের থেকে আত্মরক্ষার জন্য। ডাইনোফ্লাজেলেইটদের বিচ্ছুরিত আলোয় শিকারি প্রাণীরা অনেক সময়ই বিভ্রান্ত হয় এবং অন্যদিকে চলে যায়। এই আলো বিচ্ছুরণের ক্ষেত্রে সাগরের ঢেউয়ের অবস্থাও ভূমিকা রাখে।
ডাইনোফ্লাজেলেইটদের নীল আলো খুব প্রশান্তিদায়ক মনে হলেও এদের খুব বন্ধুভাবাপন্ন বলা যাবে না। কিছু কিছু ডাইনোফ্লাজেলেইট মানুষ, মাছসহ বিভিন্ন প্রাণীর জন্য ক্ষতিকর বিষাক্ত পদার্থ উৎপাদন করে।
আরেকটি মজার ব্যাপার আছে এই নীল আলোর। অন্য প্রাণীরা এই জ্বলজ্বলে প্লাংকটন খেয়েও অনেক সময় বিপদে পড়ে। কারণ এটা অন্য প্রাণীর শরীরে গিয়েও জ্বলতে পারে। তখন সেই আলো আবার আরও বড় শিকারি জলজ প্রাণীদের আকৃষ্ট করে।
এই নীল আলো নিয়ে নানা গল্পগাথা প্রচলিত আছে মালদ্বীপে। আর এগুলো পরিষ্কার করে দেয়, প্রাচীন মালদ্বীপবাসী প্রকৃতির এই শক্তিকে সমীহের চোখে দেখত এমনকি ভয়ও করত। তাঁরা সম্ভবত বিশ্বাস করত এই আলো দেখা দেওয়া অশুভ ইঙ্গিতবাহী। একই সঙ্গে একে সাগরের ক্ষমতার প্রতীক মনে করা হতো।
তবে বায়োলোমিনিসেন্স প্ল্যাংকটনের উপস্থিতি কয়েকটি বিষয়ের ওপর নির্ভরশীল। এগুলোর মধ্যে আছে পানির তাপমাত্রা, লবণাক্ততা, ঢেউ, পুষ্টির মাত্রা ইত্যাদি। আর এটাকে দেখার জন্য তাই সঠিক সময়ে সঠিক জায়গায় থাকাটা জরুরি। চাঁদের আলো নেই এমন রাতে এই আলো বেশি চোখে পড়ে সাগরে।
বুঝতেই পারছেন, এই নীল আলোর খেলা মালদ্বীপে আসা পর্যটকদের কাছে একটি বড় আকর্ষণ। তবে মালদ্বীপের ভাধু দ্বীপ সি অব স্টারস বা নীল আলোর খেলার জন্য নাম কামালেও এটা নিয়মিত দেখা যায় আরও কিছু জায়গায়। এমনকি সাগরের যে কোনো জায়গায় এর দেখা মিলতে পারে। মালদ্বীপের কথা যদি বিবেচনা করেন তবে মাধধু কিংবা রাংগালি দ্বীপের জলেও আশ্চর্য এই খেলা দেখতে পারবেন।
এ ছাড়া ক্যালিফোর্নিয়ার লিওকাডিয়া উপকূলেও জোয়ারের সময় ঢেউয়ে আলোর খেলা দেখতে পারবেন। তেমনি বায়োলোমিনিসেন্সের দেখা পেতে পারেন ভারতের লক্ষা দ্বীপের উপকূলে ও পুয়ের্তো রিকোর মসকুইটো উপসাগরে।
সূত্র: ইভেনিং স্ট্যান্ডার্ড, ভিজিট মালদ্বীপ ডট কম, হোয়েন অন আর্থ ডট নেট
আজ ফোর টুয়েন্টি (৪২০) দিবস। সংখ্যাটা পড়েই ভাবছেন প্রতারকদের দিবস আজ? না না। এই ফোর টুয়েন্টি সেই ফোর টুয়েন্টি নয়। পশ্চিমা বিশ্বে এই সংখ্যা গাঁজা সংস্কৃতির কোড ভাষা।
১৮ ঘণ্টা আগেসাম্প্রতিক সময়ে ইউরোপ ও এশিয়ায় বিপুল পরিমাণে পাচার হচ্ছে বড় আকারের লাখ লাখ পিঁপড়া। ইউরোপ ও এশিয়ার দেশগুলোতে এসব পিঁপড়া পোষা প্রাণী হিসেবে বিক্রি হচ্ছে। আফ্রিকার দেশ কেনিয়া থেকে সম্প্রতি হাজার হাজার জীবন্ত পিঁপড়া পাচারকালে ৪ চোরাকারবারিকে আটক করা হয়েছে।
৫ দিন আগেগত বছর একটি রাতের অনুষ্ঠানে এক ভ্লগারের ক্যামেরায় অপ্রত্যাশিত এবং অশালীন মন্তব্য করে রাতারাতি ভাইরাল হন হেইলি ওয়েলচ। দ্রুতই ‘হক তুয়াহ’ নামে খ্যাতি পান তিনি। সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন এই তরুণী। তিনি জানিয়েছেন, নিজের নামে চালু করা বিতর্কিত ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে...
৭ দিন আগেরাজনীতি তো বটেই, একের পর এক উদ্ভট কথা আর কাণ্ডের জন্যও আলোচনায় থাকেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার (২ এপ্রিল) বিশ্বজুড়ে শতাধিক দেশের ওপর পাল্টাপাল্টি শুল্ক আরোপ করেছেন তিনি। এরপর থেকেই এ নিয়ে বিভিন্ন মহলে নানা গুরুগম্ভীর আলোচনা, বিশ্লেষণ চলছে। আবার সামাজিক মাধ্যমে চলছে
১৭ দিন আগে