হারানো কুকুরের খোঁজ মিলল বাড়ি থেকে ২০০০ মাইল দূরে
হারিয়ে যাওয়া একটি কুকুর তার মালিকের কাছে ফিরেছে সাড়ে আট মাস পর। অবিশ্বাস্য ব্যাপার হলো, ক্যালিফোর্নিয়ার এক শহর থেকে হারালেও তাকে পাওয়া গেছে মিশিগানে। দুটি জায়গার দূরত্ব ২০০০ মাইল। এই বিশাল দূরত্ব ছোট্ট কুকুরটি পেরোল কীভাবে?