কুমিরসদৃশ প্রাণীটি ড্রেনের পাইপে আটকে ছিল ৬ মাস
অ্যালিগেটর সম্পর্কে ধারণা আছে মোটামুটি সবারই। যাঁরা জানেন না তাঁদের বলছি, কুমিরসদৃশ এক সরীসৃপ এরা। অবশ্য কিছু পার্থক্যও আছে এদের কুমিরের সঙ্গে। এখন যদি শোনেন আস্ত এক অ্যালিগেটর একটা ড্রেনের মধ্যে আটকে ছিল ছয় মাস এবং একে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে নিশ্চয় চোখ কপালে উঠবে।