নয় বছর আগে হারিয়ে গিয়েছিল জুডিথ মোনারেজের প্রিয় কুকুর ছানাটি। এটিকে আর ফিরে পাবেন কল্পনাও করেননি। কিন্তু অপ্রত্যাশিতভাবেই এটি ফিরে এসেছে তার কোলে। ঘটনাটি যুক্তরাষ্ট্রের লাস ভেগাস শহরের।
গিজমো নামের চিহুয়াহুয়া জাতের কুকুরটি সত্যি বলতে বাড়ি থেকে পালিয়েছিল। লাস ভেগাসের দক্ষিণ-পশ্চিম উপত্যকায় অবস্থিত জুডিথ মোনারেজের বাড়ি থেকে যখন পালায় তখন ওটা ছিল একেবারেই কম বয়স্ক একটি শাবক। এর শরীরে আটকানো মাইক্রোচিপের সাহায্যে খুঁজে পাওয়া যায় কুকুরটিকে।
জুডিথ অপ্রত্যাশিত এক ইমেইলে কুকুরটিকে খুঁজে পাওয়ার সংবাদ পান। দ্রুত লাস ভেগাস ও পাশের শহর হেন্ডারসনের অ্যানিমেল ইমার্জেন্সি সেন্টারের সঙ্গে যোগাযোগ করেন। সেখানকার পশু চিকিৎসকেরা তাঁর প্রাণীটি পাওয়া যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে।
এবার বরং নয় বছর আগের সেই ঘটনায় ফিরে যাওয়া যাক। মোনারেজের বাড়ির পেছনের উঠোন থেকে সেদিন গিজমোসহ দুটি কুকুর চম্পট দেয়। একজন প্রতিবেশী বাকি দুটি কুকুরকে পেয়ে ফিরিয়ে দিলেও জানান, একজন মানুষকে গিজমোকে তুলে নিয়ে যেতে দেখেছেন। মোনারেজ অবশ্য প্রিয় কুকুর ছানাটিকে খুঁজে পেতে চেষ্টা কম চালাননি। এমনকি একটি ফেসবুক গ্রুপেরও সাহায্য নিয়েছিলেন। কিন্তু একের পর এক বছর পেরোতে লাগল, কিন্তু গিজমোর নাম-নিশানাই পাওয়া গেল না।
তবে সবকিছু পাল্টে গেল গত সপ্তাহে। জরুরি সেবায় নিয়োজিত একজন পশু চিকিৎসক কুকুরটির মাইক্রোচিপ স্ক্যান করে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পান। আর এর ফলাফল হিসেবেই নয় বছর পর প্রিয় চিহুয়াহুয়া কুকুরটির সঙ্গে আবারও দেখা হয় মোনারেজের।
‘তাঁরা জানান, সামারিটান জাতি-গোষ্ঠীর এক নারী কুকুরটিতে রেখে গিয়েছেন।’ বলেন মোনারেজ।
ওই নারীটি অসুস্থ কুকুরটিকে খুঁজে পেয়ে পশু চিকিৎসকের কাছে নিয়ে আসেন। পরে তিনি এটাকে ফিরিয়ে নিতে চেয়েছিলেন। তারপরই তাঁরা নারীটিকে জানান, কুকুরটিকে তিনি নিতে পারবেন না। কারণ এর শরীরে একটি মাইক্রোচিপ আছে। ওটা স্ক্যান করা হয়েছে। এর মালিককে খুঁজে বের করা হচ্ছে।
পশুচিকিৎসকেরা মোনারেজক জানান, তাঁকে খুঁজে পেতে দুই মাস সময় লেগেছে তাঁদের।
এদিকে গিজমো, যার বয়স এখন ১১ বছর, তার মালিকের সেবা-যত্নে দ্রুতই সুস্থ হয়ে উঠছে। মোনারেজ জানিয়েছেন কুকুরটির কিছু স্বাস্থ্যগত সমস্যা আছে। এর চিকিৎসার খরচ মেটাবার জন্য, ‘গোফান্ডমি’র মাধ্যমে অর্থ সংগ্রহ শুরু করেছেন তিনি।
নয় বছর আগে হারিয়ে গিয়েছিল জুডিথ মোনারেজের প্রিয় কুকুর ছানাটি। এটিকে আর ফিরে পাবেন কল্পনাও করেননি। কিন্তু অপ্রত্যাশিতভাবেই এটি ফিরে এসেছে তার কোলে। ঘটনাটি যুক্তরাষ্ট্রের লাস ভেগাস শহরের।
গিজমো নামের চিহুয়াহুয়া জাতের কুকুরটি সত্যি বলতে বাড়ি থেকে পালিয়েছিল। লাস ভেগাসের দক্ষিণ-পশ্চিম উপত্যকায় অবস্থিত জুডিথ মোনারেজের বাড়ি থেকে যখন পালায় তখন ওটা ছিল একেবারেই কম বয়স্ক একটি শাবক। এর শরীরে আটকানো মাইক্রোচিপের সাহায্যে খুঁজে পাওয়া যায় কুকুরটিকে।
জুডিথ অপ্রত্যাশিত এক ইমেইলে কুকুরটিকে খুঁজে পাওয়ার সংবাদ পান। দ্রুত লাস ভেগাস ও পাশের শহর হেন্ডারসনের অ্যানিমেল ইমার্জেন্সি সেন্টারের সঙ্গে যোগাযোগ করেন। সেখানকার পশু চিকিৎসকেরা তাঁর প্রাণীটি পাওয়া যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে।
এবার বরং নয় বছর আগের সেই ঘটনায় ফিরে যাওয়া যাক। মোনারেজের বাড়ির পেছনের উঠোন থেকে সেদিন গিজমোসহ দুটি কুকুর চম্পট দেয়। একজন প্রতিবেশী বাকি দুটি কুকুরকে পেয়ে ফিরিয়ে দিলেও জানান, একজন মানুষকে গিজমোকে তুলে নিয়ে যেতে দেখেছেন। মোনারেজ অবশ্য প্রিয় কুকুর ছানাটিকে খুঁজে পেতে চেষ্টা কম চালাননি। এমনকি একটি ফেসবুক গ্রুপেরও সাহায্য নিয়েছিলেন। কিন্তু একের পর এক বছর পেরোতে লাগল, কিন্তু গিজমোর নাম-নিশানাই পাওয়া গেল না।
তবে সবকিছু পাল্টে গেল গত সপ্তাহে। জরুরি সেবায় নিয়োজিত একজন পশু চিকিৎসক কুকুরটির মাইক্রোচিপ স্ক্যান করে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পান। আর এর ফলাফল হিসেবেই নয় বছর পর প্রিয় চিহুয়াহুয়া কুকুরটির সঙ্গে আবারও দেখা হয় মোনারেজের।
‘তাঁরা জানান, সামারিটান জাতি-গোষ্ঠীর এক নারী কুকুরটিতে রেখে গিয়েছেন।’ বলেন মোনারেজ।
ওই নারীটি অসুস্থ কুকুরটিকে খুঁজে পেয়ে পশু চিকিৎসকের কাছে নিয়ে আসেন। পরে তিনি এটাকে ফিরিয়ে নিতে চেয়েছিলেন। তারপরই তাঁরা নারীটিকে জানান, কুকুরটিকে তিনি নিতে পারবেন না। কারণ এর শরীরে একটি মাইক্রোচিপ আছে। ওটা স্ক্যান করা হয়েছে। এর মালিককে খুঁজে বের করা হচ্ছে।
পশুচিকিৎসকেরা মোনারেজক জানান, তাঁকে খুঁজে পেতে দুই মাস সময় লেগেছে তাঁদের।
এদিকে গিজমো, যার বয়স এখন ১১ বছর, তার মালিকের সেবা-যত্নে দ্রুতই সুস্থ হয়ে উঠছে। মোনারেজ জানিয়েছেন কুকুরটির কিছু স্বাস্থ্যগত সমস্যা আছে। এর চিকিৎসার খরচ মেটাবার জন্য, ‘গোফান্ডমি’র মাধ্যমে অর্থ সংগ্রহ শুরু করেছেন তিনি।
সাম্প্রতিক সময়ে ইউরোপ ও এশিয়ায় বিপুল পরিমাণে পাচার হচ্ছে বড় আকারের লাখ লাখ পিঁপড়া। ইউরোপ ও এশিয়ার দেশগুলোতে এসব পিঁপড়া পোষা প্রাণী হিসেবে বিক্রি হচ্ছে। আফ্রিকার দেশ কেনিয়া থেকে সম্প্রতি হাজার হাজার জীবন্ত পিঁপড়া পাচারকালে ৪ চোরাকারবারিকে আটক করা হয়েছে।
৩ দিন আগেগত বছর একটি রাতের অনুষ্ঠানে এক ভ্লগারের ক্যামেরায় অপ্রত্যাশিত এবং অশালীন মন্তব্য করে রাতারাতি ভাইরাল হন হেইলি ওয়েলচ। দ্রুতই ‘হক তুয়াহ’ নামে খ্যাতি পান তিনি। সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন এই তরুণী। তিনি জানিয়েছেন, নিজের নামে চালু করা বিতর্কিত ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে...
৫ দিন আগেরাজনীতি তো বটেই, একের পর এক উদ্ভট কথা আর কাণ্ডের জন্যও আলোচনায় থাকেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার (২ এপ্রিল) বিশ্বজুড়ে শতাধিক দেশের ওপর পাল্টাপাল্টি শুল্ক আরোপ করেছেন তিনি। এরপর থেকেই এ নিয়ে বিভিন্ন মহলে নানা গুরুগম্ভীর আলোচনা, বিশ্লেষণ চলছে। আবার সামাজিক মাধ্যমে চলছে
১৫ দিন আগেচলচ্চিত্রের প্রতি উন্মাদনা যুগ যুগ ধরে। প্রিয় নায়কের, পছন্দের চলচ্চিত্রের পোস্টার ও কার্ড সংগ্রহে রাখার বাতিক অনেকেরই। এমনই একজন সংগ্রাহক যুক্তরাষ্ট্রের রিয়েল এস্টেট এজেন্ট ডুইট ক্লিভল্যান্ড। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে জমিয়েছেন চলচ্চিত্রের পোস্টার ও লবি কার্ড। এবার তিনি সিদ্ধান্ত নিয়েছেন তাঁর সংগ্র
১৬ মার্চ ২০২৫