অতিরিক্ত কৌতূহল কখনো কখনো বিপদের কারণ হতে পারে। কথাটি শুধু মানুষ নয়, যে কোনো প্রাণীর বেলাতেই খাটতে পারে। ওয়েলসের তিনটা ভেড়ার বাচ্চার কথাই ধরুন। ঘুরতে ঘুরতে কালভার্টের এক সুড়ঙ্গের মধ্যে আটকা পড়ে তারা। কোনোভাবেই আর বেরোতে পারছিল না।
দুই-চার ঘণ্টা নয় এভাবে দুই থেকে তিন দিন আটকা ছিল এরা। শেষ পর্যন্ত অবশ্য উদ্ধার পায় প্রাণী তিনটি।
ওয়েলসের কামার্দেনশায়ারের সান্তোবেরির একটি রাস্তার নিচ দিয়ে যাওয়া ছোট্ট একটা সুড়ঙ্গের চার মিটার (১৩ ফুট) গভীরে আটকা পড়েছিল ভেড়াগুলো। সৌভাগ্যক্রমে বিষয়টি জানতে পেরে গত শনিবার সান্তোবেরি ফায়ার স্টেশনের কর্মীরা এদের উদ্ধার করতে সক্ষম হয়।
তবে কাজটা মোটেই সহজ ছিল না। কৃষকদের সহায়তায় উদ্ধার কাজে ব্যবহৃত লম্বা দণ্ড ব্যবহার করে তিন ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় তিনটি ভেড়ার বাচ্চাকেই মুক্ত করতে সক্ষম হন তারা।
এই সুড়ঙ্গ দিয়ে ময়লা পানি প্রবাহিত হয়। এটার কোনো কোনো অংশ একেবারেই সরু। এমনই একটি জায়গায় ঢুকে পড়ার পর আর বেরোবার পথ খুঁজে পাচ্ছিল না ভেড়ার বাচ্চাগুলো। এদিকে এদের উদ্ধার করতে ভেতরে ঢুকলে নিজেরাই সরু জায়গাটিতে আটকা পড়ার আশঙ্কা ছিল ফায়ার স্টেশনের কর্মীদের। শেষ পর্যন্ত বিশেষ ধরনের পোল ব্যবহার করা হয় এগুলোকে বের করে আনার জন্য।
উল্লেখ্য, মিড অ্যান্ড ওয়েস্ট ওয়েলস ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের পন্টারডাও, কামার্দেন, মাফেনশেফ, হায়াদার ফায়ার স্টেশনে পশু উদ্ধারে প্রশিক্ষিত দল আছে। উন্নত মানের সব সাজ-সরঞ্জাম থাকায় তাদের জন্য আটকা পড়া বিভিন্ন প্রাণী উদ্ধার করা তুলনামূলক সহজ।
অতিরিক্ত কৌতূহল কখনো কখনো বিপদের কারণ হতে পারে। কথাটি শুধু মানুষ নয়, যে কোনো প্রাণীর বেলাতেই খাটতে পারে। ওয়েলসের তিনটা ভেড়ার বাচ্চার কথাই ধরুন। ঘুরতে ঘুরতে কালভার্টের এক সুড়ঙ্গের মধ্যে আটকা পড়ে তারা। কোনোভাবেই আর বেরোতে পারছিল না।
দুই-চার ঘণ্টা নয় এভাবে দুই থেকে তিন দিন আটকা ছিল এরা। শেষ পর্যন্ত অবশ্য উদ্ধার পায় প্রাণী তিনটি।
ওয়েলসের কামার্দেনশায়ারের সান্তোবেরির একটি রাস্তার নিচ দিয়ে যাওয়া ছোট্ট একটা সুড়ঙ্গের চার মিটার (১৩ ফুট) গভীরে আটকা পড়েছিল ভেড়াগুলো। সৌভাগ্যক্রমে বিষয়টি জানতে পেরে গত শনিবার সান্তোবেরি ফায়ার স্টেশনের কর্মীরা এদের উদ্ধার করতে সক্ষম হয়।
তবে কাজটা মোটেই সহজ ছিল না। কৃষকদের সহায়তায় উদ্ধার কাজে ব্যবহৃত লম্বা দণ্ড ব্যবহার করে তিন ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় তিনটি ভেড়ার বাচ্চাকেই মুক্ত করতে সক্ষম হন তারা।
এই সুড়ঙ্গ দিয়ে ময়লা পানি প্রবাহিত হয়। এটার কোনো কোনো অংশ একেবারেই সরু। এমনই একটি জায়গায় ঢুকে পড়ার পর আর বেরোবার পথ খুঁজে পাচ্ছিল না ভেড়ার বাচ্চাগুলো। এদিকে এদের উদ্ধার করতে ভেতরে ঢুকলে নিজেরাই সরু জায়গাটিতে আটকা পড়ার আশঙ্কা ছিল ফায়ার স্টেশনের কর্মীদের। শেষ পর্যন্ত বিশেষ ধরনের পোল ব্যবহার করা হয় এগুলোকে বের করে আনার জন্য।
উল্লেখ্য, মিড অ্যান্ড ওয়েস্ট ওয়েলস ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের পন্টারডাও, কামার্দেন, মাফেনশেফ, হায়াদার ফায়ার স্টেশনে পশু উদ্ধারে প্রশিক্ষিত দল আছে। উন্নত মানের সব সাজ-সরঞ্জাম থাকায় তাদের জন্য আটকা পড়া বিভিন্ন প্রাণী উদ্ধার করা তুলনামূলক সহজ।
জাপানে ছোটখাটো বিরোধ বা ঝামেলা মেটাতে এখন আর পুলিশের দরকার নেই। দরকার নেই আদালতেরও নয়। কারণ, এবার বাজারে নেমেছে একেবারে ভিন্নধর্মী সেবা। নাম ‘রেন্টাল কোওয়াইহিতো।’ জাপানি ভাষায় এর মানে দাঁড়ায়—‘ভাড়ায় পাওয়া ভয়ংকর মানুষ।’ যেমন নাম, তেমনি কাজ।
৮ ঘণ্টা আগেবিমা জালিয়াতি এবং পর্নোগ্রাফি রাখার দায়ে এক ব্রিটিশ ভাসকুলার সার্জনকে দুই বছর আট মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ৪৯ বছর বয়সী নীল হপার, ২০১৯ সালে নিজের পা কেটে মিথ্যা বিমা দাবি করেছিলেন। এই কাণ্ড ঘটানোর আগে তিনি শত শত অঙ্গচ্ছেদের অস্ত্রোপচার করেছিলেন। সেই সব অপরাধের বিস্তারিত বিবরণ আদালতের নথিতে প্রকাশ..
৪ দিন আগেভারতের রাজস্থানের পাহাড়ি গ্রাম পিপলোডির এক কৃষক মোর সিং। ৬০ বছর বয়সী মোর সিং নিজে কখনো স্কুলে যাননি। কিন্তু তিলে তিলে গড়া নিজের একমাত্র বাড়িটি দান করে দিয়েছেন গ্রামের শিশুদের জন্য। এই অনন্য অবদানের জন্য স্থানীয় বাসিন্দাদের মাঝে রীতিমতো হিরো বনে গেছেন মোর সিং।
৫ দিন আগেদক্ষিণ চীনের এক ব্যক্তি তাঁর ১০ বছরের মেয়ে ও ৮ বছরের ছেলেকে ৮০০ কিলোমিটার হাঁটিয়েছেন। দীর্ঘ এই হণ্ঠন যাত্রার উদ্দেশ্য ছিল সন্তানদের মানসিকভাবে শক্ত করা। তাঁদের এই অভিযানের প্রশংসা হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। হংকং থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৮ দিন আগে