অতিরিক্ত কৌতূহল কখনো কখনো বিপদের কারণ হতে পারে। কথাটি শুধু মানুষ নয়, যে কোনো প্রাণীর বেলাতেই খাটতে পারে। ওয়েলসের তিনটা ভেড়ার বাচ্চার কথাই ধরুন। ঘুরতে ঘুরতে কালভার্টের এক সুড়ঙ্গের মধ্যে আটকা পড়ে তারা। কোনোভাবেই আর বেরোতে পারছিল না।
দুই-চার ঘণ্টা নয় এভাবে দুই থেকে তিন দিন আটকা ছিল এরা। শেষ পর্যন্ত অবশ্য উদ্ধার পায় প্রাণী তিনটি।
ওয়েলসের কামার্দেনশায়ারের সান্তোবেরির একটি রাস্তার নিচ দিয়ে যাওয়া ছোট্ট একটা সুড়ঙ্গের চার মিটার (১৩ ফুট) গভীরে আটকা পড়েছিল ভেড়াগুলো। সৌভাগ্যক্রমে বিষয়টি জানতে পেরে গত শনিবার সান্তোবেরি ফায়ার স্টেশনের কর্মীরা এদের উদ্ধার করতে সক্ষম হয়।
তবে কাজটা মোটেই সহজ ছিল না। কৃষকদের সহায়তায় উদ্ধার কাজে ব্যবহৃত লম্বা দণ্ড ব্যবহার করে তিন ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় তিনটি ভেড়ার বাচ্চাকেই মুক্ত করতে সক্ষম হন তারা।
এই সুড়ঙ্গ দিয়ে ময়লা পানি প্রবাহিত হয়। এটার কোনো কোনো অংশ একেবারেই সরু। এমনই একটি জায়গায় ঢুকে পড়ার পর আর বেরোবার পথ খুঁজে পাচ্ছিল না ভেড়ার বাচ্চাগুলো। এদিকে এদের উদ্ধার করতে ভেতরে ঢুকলে নিজেরাই সরু জায়গাটিতে আটকা পড়ার আশঙ্কা ছিল ফায়ার স্টেশনের কর্মীদের। শেষ পর্যন্ত বিশেষ ধরনের পোল ব্যবহার করা হয় এগুলোকে বের করে আনার জন্য।
উল্লেখ্য, মিড অ্যান্ড ওয়েস্ট ওয়েলস ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের পন্টারডাও, কামার্দেন, মাফেনশেফ, হায়াদার ফায়ার স্টেশনে পশু উদ্ধারে প্রশিক্ষিত দল আছে। উন্নত মানের সব সাজ-সরঞ্জাম থাকায় তাদের জন্য আটকা পড়া বিভিন্ন প্রাণী উদ্ধার করা তুলনামূলক সহজ।
অতিরিক্ত কৌতূহল কখনো কখনো বিপদের কারণ হতে পারে। কথাটি শুধু মানুষ নয়, যে কোনো প্রাণীর বেলাতেই খাটতে পারে। ওয়েলসের তিনটা ভেড়ার বাচ্চার কথাই ধরুন। ঘুরতে ঘুরতে কালভার্টের এক সুড়ঙ্গের মধ্যে আটকা পড়ে তারা। কোনোভাবেই আর বেরোতে পারছিল না।
দুই-চার ঘণ্টা নয় এভাবে দুই থেকে তিন দিন আটকা ছিল এরা। শেষ পর্যন্ত অবশ্য উদ্ধার পায় প্রাণী তিনটি।
ওয়েলসের কামার্দেনশায়ারের সান্তোবেরির একটি রাস্তার নিচ দিয়ে যাওয়া ছোট্ট একটা সুড়ঙ্গের চার মিটার (১৩ ফুট) গভীরে আটকা পড়েছিল ভেড়াগুলো। সৌভাগ্যক্রমে বিষয়টি জানতে পেরে গত শনিবার সান্তোবেরি ফায়ার স্টেশনের কর্মীরা এদের উদ্ধার করতে সক্ষম হয়।
তবে কাজটা মোটেই সহজ ছিল না। কৃষকদের সহায়তায় উদ্ধার কাজে ব্যবহৃত লম্বা দণ্ড ব্যবহার করে তিন ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় তিনটি ভেড়ার বাচ্চাকেই মুক্ত করতে সক্ষম হন তারা।
এই সুড়ঙ্গ দিয়ে ময়লা পানি প্রবাহিত হয়। এটার কোনো কোনো অংশ একেবারেই সরু। এমনই একটি জায়গায় ঢুকে পড়ার পর আর বেরোবার পথ খুঁজে পাচ্ছিল না ভেড়ার বাচ্চাগুলো। এদিকে এদের উদ্ধার করতে ভেতরে ঢুকলে নিজেরাই সরু জায়গাটিতে আটকা পড়ার আশঙ্কা ছিল ফায়ার স্টেশনের কর্মীদের। শেষ পর্যন্ত বিশেষ ধরনের পোল ব্যবহার করা হয় এগুলোকে বের করে আনার জন্য।
উল্লেখ্য, মিড অ্যান্ড ওয়েস্ট ওয়েলস ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের পন্টারডাও, কামার্দেন, মাফেনশেফ, হায়াদার ফায়ার স্টেশনে পশু উদ্ধারে প্রশিক্ষিত দল আছে। উন্নত মানের সব সাজ-সরঞ্জাম থাকায় তাদের জন্য আটকা পড়া বিভিন্ন প্রাণী উদ্ধার করা তুলনামূলক সহজ।
ইন্টারনেট দুনিয়ায় হাতির বাচ্চাদের নিষ্পাপ ও কৌতুক উদ্রেককারী কার্যকলাপের সুন্দর ভিডিওগুলো সব সময়ই মন দর্শকদের মনে ছুঁয়ে যায়। সম্প্রতি, এই তালিকায় যুক্ত হয়েছে আরও একটি ভিডিও। যেখানে একটি ছোট হাতির বাচ্চাকে একটি ভাঁজ করা চেয়ারে বসার চেষ্টা করতে দেখা যায়।
২০ ঘণ্টা আগেহিমাচল প্রদেশের সিরমৌর জেলার শিল্লাই গ্রামের ট্রান্স-গিরি অঞ্চলে প্রাচীন রীতিনীতির অনুসরণে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী বিবাহ অনুষ্ঠান—এক নারী বিয়ে করেছেন দুই ভাইকে। হাট্টি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পলিয়ান্ড্রি বিয়েতে শত শত অতিথি অংশ নেন।
৩ দিন আগেশিক্ষার্থীদের একাডেমিক ক্রেডিট তথা পরীক্ষার খাতায় বেশি নম্বর দেওয়ার বিনিময়ে রক্ত দান করতে বাধ্য করেছেন এক ফুটবল কোচ। তাইওয়ানের একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের এক ফুটবল কোচ এমনই অভিযোগে অভিযুক্ত হয়েছেন। হংকং থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে...
৪ দিন আগেআজকের ডিজিটাল দুনিয়ায় আমাদের দৈনন্দিন যোগাযোগের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে ইমোজি। ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা মনের ভাব প্রকাশে ইমোজি ব্যবহার করি। ভাষার সীমা পেরিয়ে এই ছোট ছোট ডিজিটাল চিহ্নগুলো আবেগ প্রকাশের কার্যকর মাধ্যম হয়ে উঠেছে। আনন্দ থেকে শুরু করে দুঃখ—সব অনুভূতিই এখন বোঝ
৭ দিন আগে