একটি পাখি দোকান থেকে চিপসের প্যাকেট চুরি করে নিয়ে যায় শুনলে নিশ্চয়ই অবাক হবেন। আর যখন জানবেন এটি এ কাজ করছে ছয় বছর ধরে তখন নিশ্চয় চোপ কপালে উঠবে। কিন্তু সত্যি এমন কাণ্ড করে আসছে একটি গাঙচিল। তার একটি আলুর চিপস চুরির ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়লে রীতিমতো বিখ্যাত হয়ে গেছে পাখিটি।
পাখিটির এই কাণ্ড সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের বেশ আনন্দ দিলেও যে দোকান থেকে চিপস চুরি করছে সে তার কর্মচারীরা মোটেই আনন্দে নেই।
ইংল্যান্ডের ডোরসেটের ওয়াইক রিজেসের সেন্ট্রাল স্টোর নামের একটি দোকানের কর্মচারীরা জানান, গাঙচিলটির নাম দিয়েছেন তাঁরা স্টিভেন। ছয় বছর ধরে চিপসের প্যাকেট চুরি করতে এভাবে লুকিয়ে দোকানে ঢুকছে এটি।
‘কেউ হয়তো ভাবতে পারেন আমি মজা করছি, কিন্তু আশ্চর্যজনক হলেও একটা গাঙচিলের কারণে আমার স্টকে টান পড়ে গেছে।’ বিবিসিকে বলেন দোকানটির ম্যানেজার স্টুয়ার্ট হারমার।
হারমার জানান, গত দুই মাসে ত্রিশটির মতো চিপসের প্যাকেট নিয়ে চম্পট দিতে সফল হয়েছে পাখিটি। দরজা খোলা পেলেই এটি ভেতরে ঢুকে পড়ে। পাখিটিকে নিয়ে বেশ দুশ্চিন্তায় থাকতে হয় দোকানের কর্মচারীদের।
‘দরজা বন্ধ থাকলে ঠোঁট দিয়ে ধাক্কা মেরে খোলার চেষ্টা করে সে।’ বলেন হারমার।
দোকানের কর্মচারীরা বাধ্য হয়ে বিভিন্ন জায়গায় ক্রেতাদের উদ্দেশ্য সতর্কবার্তা টাঙিয়েছেন। সেখানে লেখা, ‘আমাদের আবাসিক চোরকে দূরে রাখতে আপনার পেছনের দরজা বন্ধ রাখুন।’
হারমার বলেছেন যে পাখিটি বারবিকিউ বিফ ফ্ল্যাভারের চিপসের প্রতি বেশি আগ্রহ দেখানোতে শেলফে পরীক্ষামূলকভাবে মসলাদার চিপস রেখে দেখেছেন এগুলোর বদলে। আশা করেছিলেন এতে গাঙচিলটি নিরুৎসাহিত হবে। কিন্তু এতে কোনো লাভ হয়নি। যে চিপস পেয়েছে সামনে সেটাই চুরি করেছে ধূর্ত পাখিটি।
একটি পাখি দোকান থেকে চিপসের প্যাকেট চুরি করে নিয়ে যায় শুনলে নিশ্চয়ই অবাক হবেন। আর যখন জানবেন এটি এ কাজ করছে ছয় বছর ধরে তখন নিশ্চয় চোপ কপালে উঠবে। কিন্তু সত্যি এমন কাণ্ড করে আসছে একটি গাঙচিল। তার একটি আলুর চিপস চুরির ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়লে রীতিমতো বিখ্যাত হয়ে গেছে পাখিটি।
পাখিটির এই কাণ্ড সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের বেশ আনন্দ দিলেও যে দোকান থেকে চিপস চুরি করছে সে তার কর্মচারীরা মোটেই আনন্দে নেই।
ইংল্যান্ডের ডোরসেটের ওয়াইক রিজেসের সেন্ট্রাল স্টোর নামের একটি দোকানের কর্মচারীরা জানান, গাঙচিলটির নাম দিয়েছেন তাঁরা স্টিভেন। ছয় বছর ধরে চিপসের প্যাকেট চুরি করতে এভাবে লুকিয়ে দোকানে ঢুকছে এটি।
‘কেউ হয়তো ভাবতে পারেন আমি মজা করছি, কিন্তু আশ্চর্যজনক হলেও একটা গাঙচিলের কারণে আমার স্টকে টান পড়ে গেছে।’ বিবিসিকে বলেন দোকানটির ম্যানেজার স্টুয়ার্ট হারমার।
হারমার জানান, গত দুই মাসে ত্রিশটির মতো চিপসের প্যাকেট নিয়ে চম্পট দিতে সফল হয়েছে পাখিটি। দরজা খোলা পেলেই এটি ভেতরে ঢুকে পড়ে। পাখিটিকে নিয়ে বেশ দুশ্চিন্তায় থাকতে হয় দোকানের কর্মচারীদের।
‘দরজা বন্ধ থাকলে ঠোঁট দিয়ে ধাক্কা মেরে খোলার চেষ্টা করে সে।’ বলেন হারমার।
দোকানের কর্মচারীরা বাধ্য হয়ে বিভিন্ন জায়গায় ক্রেতাদের উদ্দেশ্য সতর্কবার্তা টাঙিয়েছেন। সেখানে লেখা, ‘আমাদের আবাসিক চোরকে দূরে রাখতে আপনার পেছনের দরজা বন্ধ রাখুন।’
হারমার বলেছেন যে পাখিটি বারবিকিউ বিফ ফ্ল্যাভারের চিপসের প্রতি বেশি আগ্রহ দেখানোতে শেলফে পরীক্ষামূলকভাবে মসলাদার চিপস রেখে দেখেছেন এগুলোর বদলে। আশা করেছিলেন এতে গাঙচিলটি নিরুৎসাহিত হবে। কিন্তু এতে কোনো লাভ হয়নি। যে চিপস পেয়েছে সামনে সেটাই চুরি করেছে ধূর্ত পাখিটি।
বিশ্বের বিভিন্ন সংস্কৃতিতে মানুষের দীর্ঘ নামের একটি আলাদা গুরুত্ব আছে। এই দীর্ঘ নামের মধ্য দিয়ে প্রায় সময় ঐতিহ্য ও সামাজিক কাঠামো প্রতিফলিত হয়। দক্ষিণ ভারতে সাধারণত নামের সঙ্গে গ্রামের নাম, বাবার নাম এবং প্রদত্ত নাম যুক্ত থাকে। অন্যদিকে আরব বিশ্বে বংশগতি ও ঐতিহ্যকে গুরুত্ব দিয়ে একজনের নাম তার...
৬ দিন আগেউত্তর চীনের হেনান প্রদেশের আনইয়াং শহরের একটি নার্সিং হোম সম্প্রতি তীব্র সমালোচনার মুখে পড়েছে। মূলত তাদের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর এই সমালোচনার ঝড় শুরু হয়। ভিডিওতে দেখা যায়, নার্সিং হোমটির এক নারী কর্মকর্তা মিনি স্কার্ট ও স্কুল ইউনিফর্মের মতো পোশাক পরে বয়স্ক রোগীদের সামনে
৭ দিন আগেথাইল্যান্ডের পূর্বাঞ্চলীয় চনবুরি প্রদেশে গত সোমবার (৬ অক্টোবর) শুরু হয়েছে ঐতিহ্যবাহী জল-মহিষ উৎসব। শতাধিক বছরের পুরোনো এই উৎসবের লক্ষ্য হলো—মহিষদের সম্মান জানানো ও কৃষিক্ষেত্রে তাঁদের বিলুপ্তি রোধ করা। যন্ত্রচালিত কৃষিকাজে ট্রাক্টরের ব্যবহার বেড়ে যাওয়ায় দেশটিতে বর্তমানে মহিষের অবদান অনেকটাই কমে...
৮ দিন আগেভারতের উত্তর প্রদেশের সীতাপুর জেলায় এক স্বামীর অভিযোগ ঘিরে শুরু হয়েছে তীব্র আলোচনার ঝড়। লোধসা গ্রামের বাসিন্দা মেরাজ নামের ওই ব্যক্তি দাবি করেছেন, তাঁর স্ত্রী নাসিমুন প্রতিরাতে সাপের রূপ ধারণ করে এবং তাঁকে কামড়ানোর চেষ্টা করে। অদ্ভুত এই অভিযোগে রীতিমতো হতবাক স্থানীয় প্রশাসন থেকে শুরু করে সাধারণ...
১০ দিন আগে