Ajker Patrika

৬ বছর ধরে এক দোকান থেকে চিপসের প্যাকেট চুরি করছে গাংচিলটি

৬ বছর ধরে এক দোকান থেকে চিপসের প্যাকেট চুরি করছে গাংচিলটি

একটি পাখি দোকান থেকে চিপসের প্যাকেট চুরি করে নিয়ে যায় শুনলে নিশ্চয়ই অবাক হবেন। আর যখন জানবেন এটি এ কাজ করছে ছয় বছর ধরে তখন নিশ্চয় চোপ কপালে উঠবে। কিন্তু সত্যি এমন কাণ্ড করে আসছে একটি গাঙচিল। তার একটি আলুর চিপস চুরির ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়লে রীতিমতো বিখ্যাত হয়ে গেছে পাখিটি।

পাখিটির এই কাণ্ড সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের বেশ আনন্দ দিলেও যে দোকান থেকে চিপস চুরি করছে সে তার কর্মচারীরা মোটেই আনন্দে নেই।
   
ইংল্যান্ডের ডোরসেটের ওয়াইক রিজেসের সেন্ট্রাল স্টোর নামের একটি দোকানের কর্মচারীরা জানান, গাঙচিলটির নাম দিয়েছেন তাঁরা স্টিভেন। ছয় বছর ধরে চিপসের প্যাকেট চুরি করতে এভাবে লুকিয়ে দোকানে ঢুকছে এটি।

‘কেউ হয়তো ভাবতে পারেন আমি মজা করছি, কিন্তু আশ্চর্যজনক হলেও একটা গাঙচিলের কারণে আমার স্টকে টান পড়ে গেছে।’ বিবিসিকে বলেন দোকানটির ম্যানেজার স্টুয়ার্ট হারমার। 

হারমার জানান, গত দুই মাসে ত্রিশটির মতো চিপসের প্যাকেট নিয়ে চম্পট দিতে সফল হয়েছে পাখিটি। দরজা খোলা পেলেই এটি ভেতরে ঢুকে পড়ে। পাখিটিকে নিয়ে বেশ দুশ্চিন্তায় থাকতে হয় দোকানের কর্মচারীদের। 

‘দরজা বন্ধ থাকলে ঠোঁট দিয়ে ধাক্কা মেরে খোলার চেষ্টা করে সে।’ বলেন হারমার।

দোকানের কর্মচারীরা বাধ্য হয়ে বিভিন্ন জায়গায় ক্রেতাদের উদ্দেশ্য সতর্কবার্তা টাঙিয়েছেন। সেখানে লেখা, ‘আমাদের আবাসিক চোরকে দূরে রাখতে আপনার পেছনের দরজা বন্ধ রাখুন।’

হারমার বলেছেন যে পাখিটি বারবিকিউ বিফ ফ্ল্যাভারের চিপসের প্রতি বেশি আগ্রহ দেখানোতে শেলফে পরীক্ষামূলকভাবে মসলাদার চিপস রেখে দেখেছেন এগুলোর বদলে। আশা করেছিলেন এতে গাঙচিলটি নিরুৎসাহিত হবে। কিন্তু এতে কোনো লাভ হয়নি। যে চিপস পেয়েছে সামনে সেটাই চুরি করেছে ধূর্ত পাখিটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত