একটি পাখি দোকান থেকে চিপসের প্যাকেট চুরি করে নিয়ে যায় শুনলে নিশ্চয়ই অবাক হবেন। আর যখন জানবেন এটি এ কাজ করছে ছয় বছর ধরে তখন নিশ্চয় চোপ কপালে উঠবে। কিন্তু সত্যি এমন কাণ্ড করে আসছে একটি গাঙচিল। তার একটি আলুর চিপস চুরির ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়লে রীতিমতো বিখ্যাত হয়ে গেছে পাখিটি।
পাখিটির এই কাণ্ড সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের বেশ আনন্দ দিলেও যে দোকান থেকে চিপস চুরি করছে সে তার কর্মচারীরা মোটেই আনন্দে নেই।
ইংল্যান্ডের ডোরসেটের ওয়াইক রিজেসের সেন্ট্রাল স্টোর নামের একটি দোকানের কর্মচারীরা জানান, গাঙচিলটির নাম দিয়েছেন তাঁরা স্টিভেন। ছয় বছর ধরে চিপসের প্যাকেট চুরি করতে এভাবে লুকিয়ে দোকানে ঢুকছে এটি।
‘কেউ হয়তো ভাবতে পারেন আমি মজা করছি, কিন্তু আশ্চর্যজনক হলেও একটা গাঙচিলের কারণে আমার স্টকে টান পড়ে গেছে।’ বিবিসিকে বলেন দোকানটির ম্যানেজার স্টুয়ার্ট হারমার।
হারমার জানান, গত দুই মাসে ত্রিশটির মতো চিপসের প্যাকেট নিয়ে চম্পট দিতে সফল হয়েছে পাখিটি। দরজা খোলা পেলেই এটি ভেতরে ঢুকে পড়ে। পাখিটিকে নিয়ে বেশ দুশ্চিন্তায় থাকতে হয় দোকানের কর্মচারীদের।
‘দরজা বন্ধ থাকলে ঠোঁট দিয়ে ধাক্কা মেরে খোলার চেষ্টা করে সে।’ বলেন হারমার।
দোকানের কর্মচারীরা বাধ্য হয়ে বিভিন্ন জায়গায় ক্রেতাদের উদ্দেশ্য সতর্কবার্তা টাঙিয়েছেন। সেখানে লেখা, ‘আমাদের আবাসিক চোরকে দূরে রাখতে আপনার পেছনের দরজা বন্ধ রাখুন।’
হারমার বলেছেন যে পাখিটি বারবিকিউ বিফ ফ্ল্যাভারের চিপসের প্রতি বেশি আগ্রহ দেখানোতে শেলফে পরীক্ষামূলকভাবে মসলাদার চিপস রেখে দেখেছেন এগুলোর বদলে। আশা করেছিলেন এতে গাঙচিলটি নিরুৎসাহিত হবে। কিন্তু এতে কোনো লাভ হয়নি। যে চিপস পেয়েছে সামনে সেটাই চুরি করেছে ধূর্ত পাখিটি।
একটি পাখি দোকান থেকে চিপসের প্যাকেট চুরি করে নিয়ে যায় শুনলে নিশ্চয়ই অবাক হবেন। আর যখন জানবেন এটি এ কাজ করছে ছয় বছর ধরে তখন নিশ্চয় চোপ কপালে উঠবে। কিন্তু সত্যি এমন কাণ্ড করে আসছে একটি গাঙচিল। তার একটি আলুর চিপস চুরির ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়লে রীতিমতো বিখ্যাত হয়ে গেছে পাখিটি।
পাখিটির এই কাণ্ড সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের বেশ আনন্দ দিলেও যে দোকান থেকে চিপস চুরি করছে সে তার কর্মচারীরা মোটেই আনন্দে নেই।
ইংল্যান্ডের ডোরসেটের ওয়াইক রিজেসের সেন্ট্রাল স্টোর নামের একটি দোকানের কর্মচারীরা জানান, গাঙচিলটির নাম দিয়েছেন তাঁরা স্টিভেন। ছয় বছর ধরে চিপসের প্যাকেট চুরি করতে এভাবে লুকিয়ে দোকানে ঢুকছে এটি।
‘কেউ হয়তো ভাবতে পারেন আমি মজা করছি, কিন্তু আশ্চর্যজনক হলেও একটা গাঙচিলের কারণে আমার স্টকে টান পড়ে গেছে।’ বিবিসিকে বলেন দোকানটির ম্যানেজার স্টুয়ার্ট হারমার।
হারমার জানান, গত দুই মাসে ত্রিশটির মতো চিপসের প্যাকেট নিয়ে চম্পট দিতে সফল হয়েছে পাখিটি। দরজা খোলা পেলেই এটি ভেতরে ঢুকে পড়ে। পাখিটিকে নিয়ে বেশ দুশ্চিন্তায় থাকতে হয় দোকানের কর্মচারীদের।
‘দরজা বন্ধ থাকলে ঠোঁট দিয়ে ধাক্কা মেরে খোলার চেষ্টা করে সে।’ বলেন হারমার।
দোকানের কর্মচারীরা বাধ্য হয়ে বিভিন্ন জায়গায় ক্রেতাদের উদ্দেশ্য সতর্কবার্তা টাঙিয়েছেন। সেখানে লেখা, ‘আমাদের আবাসিক চোরকে দূরে রাখতে আপনার পেছনের দরজা বন্ধ রাখুন।’
হারমার বলেছেন যে পাখিটি বারবিকিউ বিফ ফ্ল্যাভারের চিপসের প্রতি বেশি আগ্রহ দেখানোতে শেলফে পরীক্ষামূলকভাবে মসলাদার চিপস রেখে দেখেছেন এগুলোর বদলে। আশা করেছিলেন এতে গাঙচিলটি নিরুৎসাহিত হবে। কিন্তু এতে কোনো লাভ হয়নি। যে চিপস পেয়েছে সামনে সেটাই চুরি করেছে ধূর্ত পাখিটি।
নারীর বগলের গন্ধ পুরুষদের আচরণে প্রভাব ফেলতে পারে। এমনকি তাদের মানসিক চাপও কমাতে পারে। এমনটাই জানা গেছে, জাপানে হওয়া এক চমকপ্রদ গবেষণা থেকে। তবে এই প্রভাব সব সময় দেখা যায় না। মাসের নির্দিষ্ট কিছু সময়ে, যখন নারীদের গন্ধ পুরুষদের কাছে বেশি আকর্ষণীয় মনে হয়, তখনই এই প্রভাব দেখা যায়।
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের বাসিন্দা ৩৩ বছর বয়সী এমিলি এনজার এখন নিয়মিত আয় করছেন বুকের দুধ বিক্রি করে। পাঁচ সন্তানের এই মা প্রতিদিন সন্তানদের দুধ পান করানোর পর অতিরিক্ত যে দুধ পাম্প করেন, তা ব্যাগে ভরে সংরক্ষণ করেন ফ্রিজে। উদ্দেশ্য—নিজের সন্তানের জন্য নয়, বরং বিক্রি করে বাড়তি আয় করা।
১ দিন আগেচীনের হুবেই প্রদেশের শিয়াংইয়াং শহরে ঘটেছে এক আজব দুর্ঘটনা। বাগানে কাজ করতে গিয়ে ক্লান্ত হয়ে একটি পাথরে বসেছিলেন ৭২ বছর বয়সী এক নারী। বসতেই গরমের আঁচ টের পেলেন খুব ভালোমতো! মাত্র ১০ সেকেন্ডেই তাঁর নিতম্ব পুড়ে গেল। যেনতেন পোড়া নয়, রীতিমতো ‘থার্ড ডিগ্রি বার্ন।’ এখন হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
২ দিন আগেসাপের কামড়ে মানুষ মারা যাবে—এ তো চিরচেনা খবর! কিন্তু এবার খবর উল্টো। বিহারের এক প্রত্যন্ত গ্রামে ১ বছরের এক শিশু কামড়ে মেরে ফেলেছে বিষধর গোখরাকে! চোখ কপালে তুলে দেওয়া এই ঘটনা ঘটেছে রাজ্যের পশ্চিম চম্পারণ জেলার মোহাচ্ছি বাংকটওয়া গ্রামে। স্থানীয়রা বলছেন, এমন ঘটনা তাঁরা জীবনে কখনো দেখেননি—শুধু সিনেমাতে
৪ দিন আগে