গিনেস বুকে নাম তোলার জন্য মানুষ কত কীই না করে। ইতালীয় এই ভদ্রলোকের কথাই ধরুন, রীতিমতো তিনটি উড়োজাহাজ তিনি টেনে নিয়ে গেছেন। তা–ও হাতে ভর দিয়ে হাঁটতে হাঁটতে এ কাণ্ড করেন তিনি। অবশ্য কথায় আছে, কষ্ট করলে কেষ্ট মেলে। এর মাধ্যমে সত্যি পুরোনো গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি।
ইতালির আসতির ক্যাস্তেলনুভো ডন বসকোদ নামের জায়গায় তিনটি হালকা উড়োজাহাজ টেনে নেওয়ার এ প্রচেষ্টায় সফল হন তিনি। তাঁর শরীরের সঙ্গে বাঁধা দড়ির আরেক প্রান্ত বাঁধা ছিল উড়োজাহাজের সঙ্গে। মাতেও পাভেনো নামের এই ব্যক্তি জানান কয়েকটি দুর্ঘটনা ও শরীরে আঘাতের কারণে রাগবি খেলা ছেড়ে দেওয়ার পর এ ধরনের অস্বাভাবিক কাজ বা রেকর্ড গড়ার দিকে মনোযোগ দেন।
‘এগুলোর মধ্যে সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় ছিল শরীরের পেছনে একটি ক্ষত,’ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষকে বলেন পাভেনো, ‘চিকিৎসকেরা বলেছিলেন আমি আর কখনো কোনো ধরনের খেলায় অংশ নিতে পারবেন না। তবে তাঁরা ভুল করেছিলেন।’
রেকর্ড গড়ার এই চেষ্টার আগে যোগব্যায়াম, হার্ট ও শরীরের শক্তি বৃদ্ধি হয় এমন নানা ধরনের ব্যায়াম করেন। পাভেনা জানান নিজের রেকর্ডটি ভাঙার পরিকল্পনা করছেন এখন তিনি।
‘আমি এই রেকর্ড গড়ে গর্বিত,’ বলেন তিনি, ‘তবে চূড়ান্ত ফলাফল নিয়ে আমি খুব সন্তুষ্ট নই। আমি মনে করি চারটি কিংবা তার চেয়ে বেশি উড়োজাহাজ টেনে নেওয়া সম্ভব আমার পক্ষে। কাজেই আমি চেষ্টা চালিয়ে যাব।’
গিনেস বুকে নাম তোলার জন্য মানুষ কত কীই না করে। ইতালীয় এই ভদ্রলোকের কথাই ধরুন, রীতিমতো তিনটি উড়োজাহাজ তিনি টেনে নিয়ে গেছেন। তা–ও হাতে ভর দিয়ে হাঁটতে হাঁটতে এ কাণ্ড করেন তিনি। অবশ্য কথায় আছে, কষ্ট করলে কেষ্ট মেলে। এর মাধ্যমে সত্যি পুরোনো গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি।
ইতালির আসতির ক্যাস্তেলনুভো ডন বসকোদ নামের জায়গায় তিনটি হালকা উড়োজাহাজ টেনে নেওয়ার এ প্রচেষ্টায় সফল হন তিনি। তাঁর শরীরের সঙ্গে বাঁধা দড়ির আরেক প্রান্ত বাঁধা ছিল উড়োজাহাজের সঙ্গে। মাতেও পাভেনো নামের এই ব্যক্তি জানান কয়েকটি দুর্ঘটনা ও শরীরে আঘাতের কারণে রাগবি খেলা ছেড়ে দেওয়ার পর এ ধরনের অস্বাভাবিক কাজ বা রেকর্ড গড়ার দিকে মনোযোগ দেন।
‘এগুলোর মধ্যে সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় ছিল শরীরের পেছনে একটি ক্ষত,’ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষকে বলেন পাভেনো, ‘চিকিৎসকেরা বলেছিলেন আমি আর কখনো কোনো ধরনের খেলায় অংশ নিতে পারবেন না। তবে তাঁরা ভুল করেছিলেন।’
রেকর্ড গড়ার এই চেষ্টার আগে যোগব্যায়াম, হার্ট ও শরীরের শক্তি বৃদ্ধি হয় এমন নানা ধরনের ব্যায়াম করেন। পাভেনা জানান নিজের রেকর্ডটি ভাঙার পরিকল্পনা করছেন এখন তিনি।
‘আমি এই রেকর্ড গড়ে গর্বিত,’ বলেন তিনি, ‘তবে চূড়ান্ত ফলাফল নিয়ে আমি খুব সন্তুষ্ট নই। আমি মনে করি চারটি কিংবা তার চেয়ে বেশি উড়োজাহাজ টেনে নেওয়া সম্ভব আমার পক্ষে। কাজেই আমি চেষ্টা চালিয়ে যাব।’
জাপানে ছোটখাটো বিরোধ বা ঝামেলা মেটাতে এখন আর পুলিশের দরকার নেই। দরকার নেই আদালতেরও নয়। কারণ, এবার বাজারে নেমেছে একেবারে ভিন্নধর্মী সেবা। নাম ‘রেন্টাল কোওয়াইহিতো।’ জাপানি ভাষায় এর মানে দাঁড়ায়—‘ভাড়ায় পাওয়া ভয়ংকর মানুষ।’ যেমন নাম, তেমনি কাজ।
৩ ঘণ্টা আগেবিমা জালিয়াতি এবং পর্নোগ্রাফি রাখার দায়ে এক ব্রিটিশ ভাসকুলার সার্জনকে দুই বছর আট মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ৪৯ বছর বয়সী নীল হপার, ২০১৯ সালে নিজের পা কেটে মিথ্যা বিমা দাবি করেছিলেন। এই কাণ্ড ঘটানোর আগে তিনি শত শত অঙ্গচ্ছেদের অস্ত্রোপচার করেছিলেন। সেই সব অপরাধের বিস্তারিত বিবরণ আদালতের নথিতে প্রকাশ..
৪ দিন আগেভারতের রাজস্থানের পাহাড়ি গ্রাম পিপলোডির এক কৃষক মোর সিং। ৬০ বছর বয়সী মোর সিং নিজে কখনো স্কুলে যাননি। কিন্তু তিলে তিলে গড়া নিজের একমাত্র বাড়িটি দান করে দিয়েছেন গ্রামের শিশুদের জন্য। এই অনন্য অবদানের জন্য স্থানীয় বাসিন্দাদের মাঝে রীতিমতো হিরো বনে গেছেন মোর সিং।
৫ দিন আগেদক্ষিণ চীনের এক ব্যক্তি তাঁর ১০ বছরের মেয়ে ও ৮ বছরের ছেলেকে ৮০০ কিলোমিটার হাঁটিয়েছেন। দীর্ঘ এই হণ্ঠন যাত্রার উদ্দেশ্য ছিল সন্তানদের মানসিকভাবে শক্ত করা। তাঁদের এই অভিযানের প্রশংসা হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। হংকং থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৮ দিন আগে