গিনেস বুকে নাম তোলার জন্য মানুষ কত কীই না করে। ইতালীয় এই ভদ্রলোকের কথাই ধরুন, রীতিমতো তিনটি উড়োজাহাজ তিনি টেনে নিয়ে গেছেন। তা–ও হাতে ভর দিয়ে হাঁটতে হাঁটতে এ কাণ্ড করেন তিনি। অবশ্য কথায় আছে, কষ্ট করলে কেষ্ট মেলে। এর মাধ্যমে সত্যি পুরোনো গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি।
ইতালির আসতির ক্যাস্তেলনুভো ডন বসকোদ নামের জায়গায় তিনটি হালকা উড়োজাহাজ টেনে নেওয়ার এ প্রচেষ্টায় সফল হন তিনি। তাঁর শরীরের সঙ্গে বাঁধা দড়ির আরেক প্রান্ত বাঁধা ছিল উড়োজাহাজের সঙ্গে। মাতেও পাভেনো নামের এই ব্যক্তি জানান কয়েকটি দুর্ঘটনা ও শরীরে আঘাতের কারণে রাগবি খেলা ছেড়ে দেওয়ার পর এ ধরনের অস্বাভাবিক কাজ বা রেকর্ড গড়ার দিকে মনোযোগ দেন।
‘এগুলোর মধ্যে সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় ছিল শরীরের পেছনে একটি ক্ষত,’ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষকে বলেন পাভেনো, ‘চিকিৎসকেরা বলেছিলেন আমি আর কখনো কোনো ধরনের খেলায় অংশ নিতে পারবেন না। তবে তাঁরা ভুল করেছিলেন।’
রেকর্ড গড়ার এই চেষ্টার আগে যোগব্যায়াম, হার্ট ও শরীরের শক্তি বৃদ্ধি হয় এমন নানা ধরনের ব্যায়াম করেন। পাভেনা জানান নিজের রেকর্ডটি ভাঙার পরিকল্পনা করছেন এখন তিনি।
‘আমি এই রেকর্ড গড়ে গর্বিত,’ বলেন তিনি, ‘তবে চূড়ান্ত ফলাফল নিয়ে আমি খুব সন্তুষ্ট নই। আমি মনে করি চারটি কিংবা তার চেয়ে বেশি উড়োজাহাজ টেনে নেওয়া সম্ভব আমার পক্ষে। কাজেই আমি চেষ্টা চালিয়ে যাব।’
গিনেস বুকে নাম তোলার জন্য মানুষ কত কীই না করে। ইতালীয় এই ভদ্রলোকের কথাই ধরুন, রীতিমতো তিনটি উড়োজাহাজ তিনি টেনে নিয়ে গেছেন। তা–ও হাতে ভর দিয়ে হাঁটতে হাঁটতে এ কাণ্ড করেন তিনি। অবশ্য কথায় আছে, কষ্ট করলে কেষ্ট মেলে। এর মাধ্যমে সত্যি পুরোনো গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি।
ইতালির আসতির ক্যাস্তেলনুভো ডন বসকোদ নামের জায়গায় তিনটি হালকা উড়োজাহাজ টেনে নেওয়ার এ প্রচেষ্টায় সফল হন তিনি। তাঁর শরীরের সঙ্গে বাঁধা দড়ির আরেক প্রান্ত বাঁধা ছিল উড়োজাহাজের সঙ্গে। মাতেও পাভেনো নামের এই ব্যক্তি জানান কয়েকটি দুর্ঘটনা ও শরীরে আঘাতের কারণে রাগবি খেলা ছেড়ে দেওয়ার পর এ ধরনের অস্বাভাবিক কাজ বা রেকর্ড গড়ার দিকে মনোযোগ দেন।
‘এগুলোর মধ্যে সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় ছিল শরীরের পেছনে একটি ক্ষত,’ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষকে বলেন পাভেনো, ‘চিকিৎসকেরা বলেছিলেন আমি আর কখনো কোনো ধরনের খেলায় অংশ নিতে পারবেন না। তবে তাঁরা ভুল করেছিলেন।’
রেকর্ড গড়ার এই চেষ্টার আগে যোগব্যায়াম, হার্ট ও শরীরের শক্তি বৃদ্ধি হয় এমন নানা ধরনের ব্যায়াম করেন। পাভেনা জানান নিজের রেকর্ডটি ভাঙার পরিকল্পনা করছেন এখন তিনি।
‘আমি এই রেকর্ড গড়ে গর্বিত,’ বলেন তিনি, ‘তবে চূড়ান্ত ফলাফল নিয়ে আমি খুব সন্তুষ্ট নই। আমি মনে করি চারটি কিংবা তার চেয়ে বেশি উড়োজাহাজ টেনে নেওয়া সম্ভব আমার পক্ষে। কাজেই আমি চেষ্টা চালিয়ে যাব।’
সাম্প্রতিক সময়ে ইউরোপ ও এশিয়ায় বিপুল পরিমাণে পাচার হচ্ছে বড় আকারের লাখ লাখ পিঁপড়া। ইউরোপ ও এশিয়ার দেশগুলোতে এসব পিঁপড়া পোষা প্রাণী হিসেবে বিক্রি হচ্ছে। আফ্রিকার দেশ কেনিয়া থেকে সম্প্রতি হাজার হাজার জীবন্ত পিঁপড়া পাচারকালে ৪ চোরাকারবারিকে আটক করা হয়েছে।
১ দিন আগেগত বছর একটি রাতের অনুষ্ঠানে এক ভ্লগারের ক্যামেরায় অপ্রত্যাশিত এবং অশালীন মন্তব্য করে রাতারাতি ভাইরাল হন হেইলি ওয়েলচ। দ্রুতই ‘হক তুয়াহ’ নামে খ্যাতি পান তিনি। সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন এই তরুণী। তিনি জানিয়েছেন, নিজের নামে চালু করা বিতর্কিত ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে...
৩ দিন আগেরাজনীতি তো বটেই, একের পর এক উদ্ভট কথা আর কাণ্ডের জন্যও আলোচনায় থাকেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার (২ এপ্রিল) বিশ্বজুড়ে শতাধিক দেশের ওপর পাল্টাপাল্টি শুল্ক আরোপ করেছেন তিনি। এরপর থেকেই এ নিয়ে বিভিন্ন মহলে নানা গুরুগম্ভীর আলোচনা, বিশ্লেষণ চলছে। আবার সামাজিক মাধ্যমে চলছে
১৩ দিন আগেচলচ্চিত্রের প্রতি উন্মাদনা যুগ যুগ ধরে। প্রিয় নায়কের, পছন্দের চলচ্চিত্রের পোস্টার ও কার্ড সংগ্রহে রাখার বাতিক অনেকেরই। এমনই একজন সংগ্রাহক যুক্তরাষ্ট্রের রিয়েল এস্টেট এজেন্ট ডুইট ক্লিভল্যান্ড। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে জমিয়েছেন চলচ্চিত্রের পোস্টার ও লবি কার্ড। এবার তিনি সিদ্ধান্ত নিয়েছেন তাঁর সংগ্র
১৬ মার্চ ২০২৫