অনলাইন ডেস্ক
খাবার চুরির জন্য মানুষের বাড়িতে লুকিয়ে ঢুকে পড়া ভালুকের জন্য খুব অস্বাভাবিক ঘটনা নয়। তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না, একই ভালুক দুই ঘণ্টার মধ্যে পাঁচটি বাড়িতে হানা দেয়। এর মধ্যে একটি বাড়ির বাসিন্দাও আবার ওই সময় ভেতরে ছিলেন।
ঘটনাটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের। সেখানকার দ্য সিয়েরা মাদ্রে পুলিশ ডিপার্টমেন্ট নিশ্চিত করে, কর্মকর্তারা স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শহরের উত্তর-পূর্বের একটি বসতিতে যান। যেখানে স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টা থেকে বেলা সোয়া ২টার মধ্যে চারটি বাড়ি ও একটি গ্যারেজে ঢোকে এক ভালুক।
সৌভাগ্যক্রমে ওই সময় একটি বাড়ি বাদে বাকিগুলো ছিল খালি। তবে ভালুকটির উপস্থিতি টের পেয়ে ওই বাড়ির বাসিন্দা নারী একটি বেডরুমে ঢুকে দরজা আটকে দেন। ভালুকটি চলে গেলে তবেই তিনি বের হন। ফলে কোনো অঘটন ঘটেনি।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে।
এদিকে লরি ডিভল্ট নামের ওই নারী জানান, ভালুকটি যখন দরজা দিয়ে ভেতরে প্রবেশ করছিল, তখন ভিডিও করেন। ‘সে খুব ভদ্র একটি ভালুক,’ কেএনবিসি-টিভিকে বলেন ডিভল্ট, ‘শুধু ফ্রিজটা খুলে প্যাকেট করা মুরগিটা নিয়ে যায়। প্রতিবেশীরা ওটাকে ভালুকটির মুখে ঝুলতে থাকার ভিডিও ধারণ করে।’
তবে ভালুকটি যে লরির বাড়িতে পছন্দসই খাবার পায়নি, তাতে সন্দেহ নেই। কারণ লরি জানান, ভালুকটি কাছেই জমে যাওয়া মুরগিটি ফেলে দেয়। পুলিশ এটা তাঁকে ফিরিয়ে দেয়।
খাবার চুরির জন্য মানুষের বাড়িতে লুকিয়ে ঢুকে পড়া ভালুকের জন্য খুব অস্বাভাবিক ঘটনা নয়। তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না, একই ভালুক দুই ঘণ্টার মধ্যে পাঁচটি বাড়িতে হানা দেয়। এর মধ্যে একটি বাড়ির বাসিন্দাও আবার ওই সময় ভেতরে ছিলেন।
ঘটনাটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের। সেখানকার দ্য সিয়েরা মাদ্রে পুলিশ ডিপার্টমেন্ট নিশ্চিত করে, কর্মকর্তারা স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শহরের উত্তর-পূর্বের একটি বসতিতে যান। যেখানে স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টা থেকে বেলা সোয়া ২টার মধ্যে চারটি বাড়ি ও একটি গ্যারেজে ঢোকে এক ভালুক।
সৌভাগ্যক্রমে ওই সময় একটি বাড়ি বাদে বাকিগুলো ছিল খালি। তবে ভালুকটির উপস্থিতি টের পেয়ে ওই বাড়ির বাসিন্দা নারী একটি বেডরুমে ঢুকে দরজা আটকে দেন। ভালুকটি চলে গেলে তবেই তিনি বের হন। ফলে কোনো অঘটন ঘটেনি।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে।
এদিকে লরি ডিভল্ট নামের ওই নারী জানান, ভালুকটি যখন দরজা দিয়ে ভেতরে প্রবেশ করছিল, তখন ভিডিও করেন। ‘সে খুব ভদ্র একটি ভালুক,’ কেএনবিসি-টিভিকে বলেন ডিভল্ট, ‘শুধু ফ্রিজটা খুলে প্যাকেট করা মুরগিটা নিয়ে যায়। প্রতিবেশীরা ওটাকে ভালুকটির মুখে ঝুলতে থাকার ভিডিও ধারণ করে।’
তবে ভালুকটি যে লরির বাড়িতে পছন্দসই খাবার পায়নি, তাতে সন্দেহ নেই। কারণ লরি জানান, ভালুকটি কাছেই জমে যাওয়া মুরগিটি ফেলে দেয়। পুলিশ এটা তাঁকে ফিরিয়ে দেয়।
জার্মানির একজন অ্যারোস্পেস প্রকৌশলী টানা ১২০ দিন পানির নিচে কাটিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন। পানামার উপকূলে একটি ডুবো ক্যাপসুলের ভেতরে ভূপৃষ্ঠ থেকে ১১ মিটার নিচে ছিলেন তিনি। এই সময় কৃত্রিমভাবে চাপ কমানোর কোনো কৌশলও ব্যবহার করেননি তিনি।
৬ দিন আগেঅস্ট্রেলিয়ার সিডনির একটি গ্রিনহাউস। বাইরে দাঁড়িয়ে শতাধিক মানুষ। এই মানুষগুলো দাঁড়িয়ে আছেন মূলত এমন একটি বিরল ও বিপন্ন উদ্ভিদের ফুলের ঘ্রাণ নেওয়ার জন্য। এই গন্ধ অনেকটাই পচা মাংসের মতো বা ঘামে স্যাঁতসেঁতে মোজা কিংবা পচা আবর্জনার মতোও মনে হয়...
৭ দিন আগেওনলিফ্যানস মডেল বনি ব্লু’র চাঞ্চল্যকর দাবি ইন্টারনেটে আলোচনার ঝড় তুলেছে। ২৫ বছর বয়সী এই কনটেন্ট ক্রিয়েটর জানিয়েছেন, তিনি ১২ ঘণ্টায় ১ হাজার ৫৭ জন পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন।
১৭ দিন আগেযুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বসবাসকারী এক নারী সম্প্রতি ৫০ হাজার ডলারের একটি লটারি জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ৬০ লাখ টাকার বেশি। মজার বিষয় হলো, যে সংখ্যা ব্যবহার করে এই লটারি বিজয়, সেই সংখ্যা স্বপ্নে পেয়েছিলেন ওই নারী!
২১ দিন আগে