খাবার চুরির জন্য মানুষের বাড়িতে লুকিয়ে ঢুকে পড়া ভালুকের জন্য খুব অস্বাভাবিক ঘটনা নয়। তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না, একই ভালুক দুই ঘণ্টার মধ্যে পাঁচটি বাড়িতে হানা দেয়। এর মধ্যে একটি বাড়ির বাসিন্দাও আবার ওই সময় ভেতরে ছিলেন।
ঘটনাটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের। সেখানকার দ্য সিয়েরা মাদ্রে পুলিশ ডিপার্টমেন্ট নিশ্চিত করে, কর্মকর্তারা স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শহরের উত্তর-পূর্বের একটি বসতিতে যান। যেখানে স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টা থেকে বেলা সোয়া ২টার মধ্যে চারটি বাড়ি ও একটি গ্যারেজে ঢোকে এক ভালুক।
সৌভাগ্যক্রমে ওই সময় একটি বাড়ি বাদে বাকিগুলো ছিল খালি। তবে ভালুকটির উপস্থিতি টের পেয়ে ওই বাড়ির বাসিন্দা নারী একটি বেডরুমে ঢুকে দরজা আটকে দেন। ভালুকটি চলে গেলে তবেই তিনি বের হন। ফলে কোনো অঘটন ঘটেনি।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে।
এদিকে লরি ডিভল্ট নামের ওই নারী জানান, ভালুকটি যখন দরজা দিয়ে ভেতরে প্রবেশ করছিল, তখন ভিডিও করেন। ‘সে খুব ভদ্র একটি ভালুক,’ কেএনবিসি-টিভিকে বলেন ডিভল্ট, ‘শুধু ফ্রিজটা খুলে প্যাকেট করা মুরগিটা নিয়ে যায়। প্রতিবেশীরা ওটাকে ভালুকটির মুখে ঝুলতে থাকার ভিডিও ধারণ করে।’
তবে ভালুকটি যে লরির বাড়িতে পছন্দসই খাবার পায়নি, তাতে সন্দেহ নেই। কারণ লরি জানান, ভালুকটি কাছেই জমে যাওয়া মুরগিটি ফেলে দেয়। পুলিশ এটা তাঁকে ফিরিয়ে দেয়।
খাবার চুরির জন্য মানুষের বাড়িতে লুকিয়ে ঢুকে পড়া ভালুকের জন্য খুব অস্বাভাবিক ঘটনা নয়। তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না, একই ভালুক দুই ঘণ্টার মধ্যে পাঁচটি বাড়িতে হানা দেয়। এর মধ্যে একটি বাড়ির বাসিন্দাও আবার ওই সময় ভেতরে ছিলেন।
ঘটনাটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের। সেখানকার দ্য সিয়েরা মাদ্রে পুলিশ ডিপার্টমেন্ট নিশ্চিত করে, কর্মকর্তারা স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শহরের উত্তর-পূর্বের একটি বসতিতে যান। যেখানে স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টা থেকে বেলা সোয়া ২টার মধ্যে চারটি বাড়ি ও একটি গ্যারেজে ঢোকে এক ভালুক।
সৌভাগ্যক্রমে ওই সময় একটি বাড়ি বাদে বাকিগুলো ছিল খালি। তবে ভালুকটির উপস্থিতি টের পেয়ে ওই বাড়ির বাসিন্দা নারী একটি বেডরুমে ঢুকে দরজা আটকে দেন। ভালুকটি চলে গেলে তবেই তিনি বের হন। ফলে কোনো অঘটন ঘটেনি।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে।
এদিকে লরি ডিভল্ট নামের ওই নারী জানান, ভালুকটি যখন দরজা দিয়ে ভেতরে প্রবেশ করছিল, তখন ভিডিও করেন। ‘সে খুব ভদ্র একটি ভালুক,’ কেএনবিসি-টিভিকে বলেন ডিভল্ট, ‘শুধু ফ্রিজটা খুলে প্যাকেট করা মুরগিটা নিয়ে যায়। প্রতিবেশীরা ওটাকে ভালুকটির মুখে ঝুলতে থাকার ভিডিও ধারণ করে।’
তবে ভালুকটি যে লরির বাড়িতে পছন্দসই খাবার পায়নি, তাতে সন্দেহ নেই। কারণ লরি জানান, ভালুকটি কাছেই জমে যাওয়া মুরগিটি ফেলে দেয়। পুলিশ এটা তাঁকে ফিরিয়ে দেয়।
আজকের ডিজিটাল দুনিয়ায় আমাদের দৈনন্দিন যোগাযোগের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে ইমোজি। ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা মনের ভাব প্রকাশে ইমোজি ব্যবহার করি। ভাষার সীমা পেরিয়ে এই ছোট ছোট ডিজিটাল চিহ্নগুলো আবেগ প্রকাশের কার্যকর মাধ্যম হয়ে উঠেছে। আনন্দ থেকে শুরু করে দুঃখ—সব অনুভূতিই এখন বোঝ
৪ ঘণ্টা আগেপরিত্যক্ত একটি নকিয়া ফোনের সূত্র ধরে পরিচয় পাওয়া গেছে ১০ বছর আগে মারা যাওয়া এক ব্যক্তির। ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদে আমির খান নামের ওই ব্যক্তির কঙ্কাল উদ্ধার হয়। মরদেহের পাশে থাকা ফোনটির সূত্র ধরেই তাঁর পরিচয় উদ্ধার করা হয়। খবর এনডিটিভির।
১ দিন আগেভারতের তেলেঙ্গানার হায়দরাবাদের গাচিবৌলি এলাকায় গাঁজা সরবরাহকারী একটি চক্রের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে অদ্ভুত ঘটনার মুখোমুখি হয়েছেন মাদকবিরোধী কর্মকর্তারা। সম্প্রতি এলিট অ্যাকশন গ্রুপ ফর ড্রাগ ল এনফোর্সমেন্টের (ইগল) অভিযানে তাঁরা দেখতে পান, এক দম্পতি তাঁদের চার বছরের শিশুকে নিয়ে এসেছেন গাঁজা...
২ দিন আগেদিল্লির সুলতানপুরে গত ১৯ জুন ২৫ বছর বয়সী এক যুবক অফিস থেকে বাড়ি ফেরার পথে দুই মোটরসাইকেল আরোহী তাঁর মোবাইল ফোন ছিনতাই করে। তখন ওই যুবক ভেবেছিলেন, এটা হয়তো দুর্ভাগ্য ছাড়া কিছু না। কিন্তু ১৫ দিন পর পুলিশ ছিনতাই হওয়া ফোনটি উদ্ধার করে। একই সঙ্গে, যে ছিনতাইয়ের পুরো ঘটনাটি সাজিয়েছিলেন, তাঁকেও শনাক্ত করে।
৪ দিন আগে