রাসেলস ভাইপার আতঙ্কে গত কিছুদিনে নানা প্রজাতির প্রচুর সাপ মারা পড়েছে আমাদের দেশে। তেমনি বিভিন্ন সময় বন্যপ্রাণী পিটিয়ে মারার ও কুকুর-বিড়ালের প্রতি নির্দয় আচরণের খবর পাওয়া যায়। সেখানে আপনি যদি শোনেন এক নারী ছোট্ট একটি খরগোশকে বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পড়েছেন তবে নিশ্চয় অবাক হবেন।
ঘটনাটি অবশ্য বাংলাদেশের নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য রোড আইল্যান্ডের। সেখানে ৪ জুলাই চলছিল মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদ্যাপন। রোড আইল্যান্ডের প্রভিডেন্স শহরে এমিলি সুইফট নামের নিউইয়র্কের এক নারী গিয়েছিলেন ৪ জুলাইয়ের ওয়াটার ফায়ার বা পানিতে আলোকসজ্জা দেখতে। এ সময়ই তিনি দেখেন, নদীর পানিতে একটি খরগোশকে হাবুডুবু খেতে দেখে ওটাকে বাঁচাতে এক নারী ঝাঁপিয়ে পড়েছেন। দেরি না করে ওই দৃশ্যের ভিডিও করেন এমিলি।
পরে এই ভিডিওটি টিকটকে পোস্ট করেন এমিলি। এতে দেখা যায় নদীর পানিতে ডুবে যাওয়া থেকে রক্ষা পাওয়ার চেষ্টারত এক খরগোশকে বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পড়ে সাঁতার কাটছেন ওই নারীটি।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে।
ওই নারীকে অবশ্য শনাক্ত করা যায়নি। তাঁকেসহ খরগোশটিতে পরে উদ্ধার করে ওয়াটার ফায়ার বা নদীতে আলোকসজ্জায় ব্যবহার করা নৌকাটি। ওটা চালাচ্ছিলেন ২৬ বছর বয়স্ক স্বেচ্ছাসেবী ক্রিস্টিন মেইনো।
‘আমরা একটি টিউব ছুড়ে ফেলি। আমাদের সঙ্গে একটা মই ছিল। সেটি নৌকার পাশে ফেলে দিই। এতে তাঁকে ওপরে তুলতে সুবিধা হয়...তিনি খরগোশটিকে হাতছাড়া করেননি তখনো। প্রাণীটি সঙ্গে আছে কিনা এ বিষয়ে তাঁর ছিল কড়া নজর।’ মেইনো বলেন প্রভিডেন্সের ডব্লিউজেএআর-টিভিকে।
ঘটনাটি যারা দেখেন তাঁরা প্রশংসা করেন সাহসী ও প্রাণীপ্রেমী নারীটির।
ওই সময় ঘটনাস্থলে উপস্থিত নিউয়েল রবার্টস বলেন, ‘আমার মনে হয় আমরা সবাইই প্রাণীপ্রেমী। তবে হয়তো একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত এদের জন্য যেতে পারতাম। তিনি এ ক্ষেত্রে অন্যদের চেয়ে যে এগিয়ে আছেন তাতে সন্দেহ নেই।’
রাসেলস ভাইপার আতঙ্কে গত কিছুদিনে নানা প্রজাতির প্রচুর সাপ মারা পড়েছে আমাদের দেশে। তেমনি বিভিন্ন সময় বন্যপ্রাণী পিটিয়ে মারার ও কুকুর-বিড়ালের প্রতি নির্দয় আচরণের খবর পাওয়া যায়। সেখানে আপনি যদি শোনেন এক নারী ছোট্ট একটি খরগোশকে বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পড়েছেন তবে নিশ্চয় অবাক হবেন।
ঘটনাটি অবশ্য বাংলাদেশের নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য রোড আইল্যান্ডের। সেখানে ৪ জুলাই চলছিল মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদ্যাপন। রোড আইল্যান্ডের প্রভিডেন্স শহরে এমিলি সুইফট নামের নিউইয়র্কের এক নারী গিয়েছিলেন ৪ জুলাইয়ের ওয়াটার ফায়ার বা পানিতে আলোকসজ্জা দেখতে। এ সময়ই তিনি দেখেন, নদীর পানিতে একটি খরগোশকে হাবুডুবু খেতে দেখে ওটাকে বাঁচাতে এক নারী ঝাঁপিয়ে পড়েছেন। দেরি না করে ওই দৃশ্যের ভিডিও করেন এমিলি।
পরে এই ভিডিওটি টিকটকে পোস্ট করেন এমিলি। এতে দেখা যায় নদীর পানিতে ডুবে যাওয়া থেকে রক্ষা পাওয়ার চেষ্টারত এক খরগোশকে বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পড়ে সাঁতার কাটছেন ওই নারীটি।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে।
ওই নারীকে অবশ্য শনাক্ত করা যায়নি। তাঁকেসহ খরগোশটিতে পরে উদ্ধার করে ওয়াটার ফায়ার বা নদীতে আলোকসজ্জায় ব্যবহার করা নৌকাটি। ওটা চালাচ্ছিলেন ২৬ বছর বয়স্ক স্বেচ্ছাসেবী ক্রিস্টিন মেইনো।
‘আমরা একটি টিউব ছুড়ে ফেলি। আমাদের সঙ্গে একটা মই ছিল। সেটি নৌকার পাশে ফেলে দিই। এতে তাঁকে ওপরে তুলতে সুবিধা হয়...তিনি খরগোশটিকে হাতছাড়া করেননি তখনো। প্রাণীটি সঙ্গে আছে কিনা এ বিষয়ে তাঁর ছিল কড়া নজর।’ মেইনো বলেন প্রভিডেন্সের ডব্লিউজেএআর-টিভিকে।
ঘটনাটি যারা দেখেন তাঁরা প্রশংসা করেন সাহসী ও প্রাণীপ্রেমী নারীটির।
ওই সময় ঘটনাস্থলে উপস্থিত নিউয়েল রবার্টস বলেন, ‘আমার মনে হয় আমরা সবাইই প্রাণীপ্রেমী। তবে হয়তো একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত এদের জন্য যেতে পারতাম। তিনি এ ক্ষেত্রে অন্যদের চেয়ে যে এগিয়ে আছেন তাতে সন্দেহ নেই।’
ইন্দোনেশিয়ায় এক ব্যক্তি তাঁর স্ত্রীকে পরকীয়ায় ধরার পর অনন্য এক উপায়ে সম্পর্কের ইতি টানলেন। স্ত্রীকে তিনি প্রেমিকের হাতে তুলে দিয়ে বিনিময়ে নিলেন একটি গরু, ঐতিহ্যবাহী কিছু পণ্য এবং নগদ অর্থ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পূর্ব সুলাওয়েসি প্রদেশে, যেখানে তোলাকি নামের আদিবাসী জনগোষ্ঠী প্রাচীন সামাজিক রীতিনীতিতে...
৩ দিন আগেবিশ্বের বিভিন্ন সংস্কৃতিতে মানুষের দীর্ঘ নামের একটি আলাদা গুরুত্ব আছে। এই দীর্ঘ নামের মধ্য দিয়ে প্রায় সময় ঐতিহ্য ও সামাজিক কাঠামো প্রতিফলিত হয়। দক্ষিণ ভারতে সাধারণত নামের সঙ্গে গ্রামের নাম, বাবার নাম এবং প্রদত্ত নাম যুক্ত থাকে। অন্যদিকে আরব বিশ্বে বংশগতি ও ঐতিহ্যকে গুরুত্ব দিয়ে একজনের নাম তার...
৯ দিন আগেউত্তর চীনের হেনান প্রদেশের আনইয়াং শহরের একটি নার্সিং হোম সম্প্রতি তীব্র সমালোচনার মুখে পড়েছে। মূলত তাদের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর এই সমালোচনার ঝড় শুরু হয়। ভিডিওতে দেখা যায়, নার্সিং হোমটির এক নারী কর্মকর্তা মিনি স্কার্ট ও স্কুল ইউনিফর্মের মতো পোশাক পরে বয়স্ক রোগীদের সামনে
১০ দিন আগেথাইল্যান্ডের পূর্বাঞ্চলীয় চনবুরি প্রদেশে গত সোমবার (৬ অক্টোবর) শুরু হয়েছে ঐতিহ্যবাহী জল-মহিষ উৎসব। শতাধিক বছরের পুরোনো এই উৎসবের লক্ষ্য হলো—মহিষদের সম্মান জানানো ও কৃষিক্ষেত্রে তাঁদের বিলুপ্তি রোধ করা। যন্ত্রচালিত কৃষিকাজে ট্রাক্টরের ব্যবহার বেড়ে যাওয়ায় দেশটিতে বর্তমানে মহিষের অবদান অনেকটাই কমে...
১২ দিন আগে