Ajker Patrika

এনবিআর চেয়ারম্যানের বিরুদ্ধে কুৎসা, বরখাস্ত নিরাপত্তাপ্রহরী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ জুলাই ২০২৫, ০০: ৪০
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয়, আগারগাঁও, ঢাকা। ফাইল ছবি
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয়, আগারগাঁও, ঢাকা। ফাইল ছবি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মো. আবদুর রহমান খানের সম্পর্কে শিষ্টাচারবহির্ভূত মন্তব্য করার অভিযোগে মো. সেলিম মিয়া নামের এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি এনবিআরের কর অঞ্চল-১০, ঢাকার অধীন কর সার্কেল-২০০-এ নিরাপত্তাপ্রহরী পদে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (১৫ জুলাই) কর কমিশন থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়, মো. সেলিম মিয়া তাঁর নিজের নামে নিবন্ধিত মোবাইল নম্বর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে শিষ্টাচারবহির্ভূত মন্তব্য করেছেন। বিষয়টি তদন্তে প্রমাণিত হওয়ায় এবং নিজেও নম্বরটির মালিকানা স্বীকার করায় তাঁর বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

WhatsApp-Image-2025-07-15-at-11.53

কর কমিশনার মো. শাহ্ আলী স্বাক্ষরিত আদেশে আরও বলা হয়, বিধিমালার ১২(১) ধারা অনুযায়ী, তাঁকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এই বরখাস্তের আদেশটি পিএস টু চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড; সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ); সংশ্লিষ্ট কর কমিশনার, সার্কেল কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সব বিভাগে অনুলিপি আকারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বদলির আদেশ ছিঁড়ে বরখাস্ত হলেন এনবিআরের ১৪ কর্মকর্তা

দরপত্র ছাড়াই জুলাই স্মৃতি জাদুঘরের কাজ পেল দুই প্রতিষ্ঠান, এরা কারা

ট্রাকে করে ৪৩ হাজার পৃষ্ঠার নথি ইসিতে জমা দিয়েও নিবন্ধন পেল না এনসিপি

বিধি লঙ্ঘন করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হলেন এনসিপি নেতা

বিমানবন্দর থেকেই ৯৬ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত