Ajker Patrika

বিধি লঙ্ঘন করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হলেন এনসিপি নেতা

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ১৫ জুলাই ২০২৫, ১৯: ০১
মো. আব্দুল হান্নান আকন্দ। ছবি: সংগৃহীত
মো. আব্দুল হান্নান আকন্দ। ছবি: সংগৃহীত

নেত্রকোনার মোহনগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষক সরকারি চাকরিবিধি লঙ্ঘন করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হয়েছেন।

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের স্বাক্ষরে ১২ জুলাই দলের মোহনগঞ্জ উপজেলা সমন্বয় কমিটি ঘোষণা করা হয়। মোট ১৭ জনের এই কমিটিতে যুগ্ম সমন্বয়কারী পদ পাওয়া মো. আব্দুল হান্নান আকন্দ উপজেলার সুয়াইর ইউনিয়নের ছয়াশি আহমদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে রয়েছেন।

সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালায় বলা আছে, কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী কোনো রাজনৈতিক দল বা এর সহযোগী সংগঠনের সদস্য হতে পারবেন না এবং কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না। আরও বলা আছে, কোনো সরকারি কর্মচারী নির্বাচন উপলক্ষে কোনো ধরনের প্রচারণায়ও অংশ নিতে পারবেন না।

এ বিষয়ে কথা হলে এনসিপির মোহনগঞ্জ উপজেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী রফিকুল ইসলাম শুভ বলেন, ‘সরকারি কোনো কর্মকর্তা বা কর্মচারীর রাজনৈতিক দলের কমিটিতে থাকা ঠিক না। আমাদের কমিটিতে আব্দুল হান্নান আকন্দ নামের একজন আছেন। তিনি সরকারি চাকরি করেন কি না, জানি না। হয়তো তিনি পদবি-পরিচয় গোপন করে সেন্ট্রালের সঙ্গে যোগাযোগ করে দলীয় পদ বাগিয়েছেন। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক।’

জানতে চাইলে প্রধান শিক্ষক হান্নান দাবি করেন, এটা মূল কমিটি নয়। এমন উপকমিটিতে সরকারি যেকোনো কর্মচারী থাকতে পারেন। এখানে কোনো সমস্যা নেই।

এ বিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন বলেন, সরকারি বিদ্যালয়ের কোনো শিক্ষকই রাজনৈতিক দলের সদস্য হতে পারেন না। বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বদলির আদেশ ছিঁড়ে বরখাস্ত হলেন এনবিআরের ১৪ কর্মকর্তা

বাংলাদেশের সোনালি মুরগিতে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া: গবেষণা

প্রেক্ষাপটবিহীন প্রতিবেদন কি সাংবাদিকতা হতে পারে?

দরপত্র ছাড়াই জুলাই স্মৃতি জাদুঘরের কাজ পেল দুই প্রতিষ্ঠান, এরা কারা

বিধি লঙ্ঘন করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হলেন এনসিপি নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত